ফিচার ডেস্ক
সিনেমা বানানো মানে বিশাল সেট, অনেক কলাকুশলী আর কোটি টাকার বাজেট। সেই দৃশ্য এখনো আছে। কিন্তু এর সঙ্গে বিকল্প এক পথ তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে। কম্পিউটার, ইন্টারনেট সংযোগ আর একটি এআই টুল দিয়ে বানানো যাচ্ছে শর্ট ফিল্ম, বিজ্ঞাপন, এমনকি ফিচার ফিল্মও। সিনেমার এই নতুন অধ্যায়ে মানুষের কল্পনা আর প্রযুক্তির গাণিতিক মস্তিষ্ক একসঙ্গে কাজ করছে। ভারত থেকে আমেরিকা, ইউরোপ থেকে জাপান—সর্বত্র এখন অনলাইনে মুক্তি পাচ্ছে এআই নির্মিত কনটেন্ট। চরিত্র, কণ্ঠস্বর, আবেগ—সবই ডিজিটাল। অথচ এতটাই নিখুঁত যে আসল-নকল বোঝা কষ্টকর।
বিশ্বজুড়ে এআই দিয়ে তৈরি কিছু আলোচিত শর্ট ফিল্ম ও বিজ্ঞাপন
দ্য ফ্রস্ট (যুক্তরাষ্ট্র)
যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেনএআই প্রতিষ্ঠানের তৈরি অত্যাধুনিক টুল সোরা দিয়ে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তুষারে মোড়ানো এক কাল্পনিক পৃথিবীর পটভূমিতে নির্মিত এই বিজ্ঞানভিত্তিক কনটেন্ট সম্পূর্ণ তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। এতে ভিডিও দৃশ্য, আবহসংগীত, আবহাওয়া, এমনকি চরিত্রগুলোর মুখাবয়ব—সবই কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি।
ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের বিজ্ঞাপন (যুক্তরাষ্ট্র)
মাত্র ২ হাজার মার্কিন ডলার ব্যয়ে এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্মিত হয়েছে এই বিজ্ঞাপন। এটি সম্প্রচারিত হয়েছে এনবিএ আয়োজিত ফাইনাল খেলার সময়। এই বিজ্ঞাপন তৈরি করতে সময় লেগেছে মাত্র তিন দিন। অনলাইনে এটি এরই মধ্যে ২ কোটির বেশি দর্শক দেখেছেন।
ব্লিঙ্ক টেস্ট (যুক্তরাষ্ট্র)
পিকা নামের একটি এআই প্ল্যাটফর্ম দিয়ে তৈরি এই শর্ট ফিল্মে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ কৃত্রিম চরিত্র, ভয়েস ও ব্যাকগ্রাউন্ড। মানুষের মতোই অভিব্যক্তি ও আবেগ ফুটিয়ে তুলতে সক্ষম এই ভিডিও এআই প্রযুক্তির নান্দনিক দিক নিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে।
এথিকস অব এআই (ভারত)
ভারতের একাধিক নির্মাতাপ্রতিষ্ঠান মিলে গড়ে তুলেছে এআই শর্টস ইন্ডিয়া নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে ‘এথিকস অব এআই’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করা হয়েছে। সেটি সম্পূর্ণভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত। নৈতিকতা, প্রযুক্তি ও ভবিষ্যতের সমাজব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই কনটেন্টে।
বিজ্ঞাপনে এআই চরিত্র (চীন ও দক্ষিণ কোরিয়া)
চীন ও দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন ই-কমার্স ও ফ্যাশন ব্র্যান্ড এখন বিজ্ঞাপনে ব্যবহার করছে এআই-চালিত ভার্চুয়াল চরিত্র। এসব চরিত্র মানুষের মতোই কথা বলে এবং হাঁটাচলা করতে পারে। এমনকি চোখের অভিব্যক্তিও ফুটিয়ে তুলতে সক্ষম। অনেক দর্শক প্রথম দেখায় বুঝতেই পারেন না চরিত্রটি বাস্তব, নাকি কৃত্রিম।
যেসব এআই টুল ব্যবহার করে ঘরে বসে এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন, সেগুলোর মধ্যে রয়েছে—
এসব টুল ব্যবহার করে কেউ চাইলে নিজের ঘরে বসে শুধু স্ক্রিপ্ট লিখে পুরো শর্ট ফিল্ম বা বিজ্ঞাপন বানিয়ে ফেলতে পারেন।
যে কারণে এআই দিয়ে ভিডিও জনপ্রিয় হচ্ছে
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও স্পাইস্কেপ
সিনেমা বানানো মানে বিশাল সেট, অনেক কলাকুশলী আর কোটি টাকার বাজেট। সেই দৃশ্য এখনো আছে। কিন্তু এর সঙ্গে বিকল্প এক পথ তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে। কম্পিউটার, ইন্টারনেট সংযোগ আর একটি এআই টুল দিয়ে বানানো যাচ্ছে শর্ট ফিল্ম, বিজ্ঞাপন, এমনকি ফিচার ফিল্মও। সিনেমার এই নতুন অধ্যায়ে মানুষের কল্পনা আর প্রযুক্তির গাণিতিক মস্তিষ্ক একসঙ্গে কাজ করছে। ভারত থেকে আমেরিকা, ইউরোপ থেকে জাপান—সর্বত্র এখন অনলাইনে মুক্তি পাচ্ছে এআই নির্মিত কনটেন্ট। চরিত্র, কণ্ঠস্বর, আবেগ—সবই ডিজিটাল। অথচ এতটাই নিখুঁত যে আসল-নকল বোঝা কষ্টকর।
বিশ্বজুড়ে এআই দিয়ে তৈরি কিছু আলোচিত শর্ট ফিল্ম ও বিজ্ঞাপন
দ্য ফ্রস্ট (যুক্তরাষ্ট্র)
যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেনএআই প্রতিষ্ঠানের তৈরি অত্যাধুনিক টুল সোরা দিয়ে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তুষারে মোড়ানো এক কাল্পনিক পৃথিবীর পটভূমিতে নির্মিত এই বিজ্ঞানভিত্তিক কনটেন্ট সম্পূর্ণ তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। এতে ভিডিও দৃশ্য, আবহসংগীত, আবহাওয়া, এমনকি চরিত্রগুলোর মুখাবয়ব—সবই কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি।
ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের বিজ্ঞাপন (যুক্তরাষ্ট্র)
মাত্র ২ হাজার মার্কিন ডলার ব্যয়ে এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্মিত হয়েছে এই বিজ্ঞাপন। এটি সম্প্রচারিত হয়েছে এনবিএ আয়োজিত ফাইনাল খেলার সময়। এই বিজ্ঞাপন তৈরি করতে সময় লেগেছে মাত্র তিন দিন। অনলাইনে এটি এরই মধ্যে ২ কোটির বেশি দর্শক দেখেছেন।
ব্লিঙ্ক টেস্ট (যুক্তরাষ্ট্র)
পিকা নামের একটি এআই প্ল্যাটফর্ম দিয়ে তৈরি এই শর্ট ফিল্মে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ কৃত্রিম চরিত্র, ভয়েস ও ব্যাকগ্রাউন্ড। মানুষের মতোই অভিব্যক্তি ও আবেগ ফুটিয়ে তুলতে সক্ষম এই ভিডিও এআই প্রযুক্তির নান্দনিক দিক নিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে।
এথিকস অব এআই (ভারত)
ভারতের একাধিক নির্মাতাপ্রতিষ্ঠান মিলে গড়ে তুলেছে এআই শর্টস ইন্ডিয়া নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে ‘এথিকস অব এআই’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করা হয়েছে। সেটি সম্পূর্ণভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত। নৈতিকতা, প্রযুক্তি ও ভবিষ্যতের সমাজব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই কনটেন্টে।
বিজ্ঞাপনে এআই চরিত্র (চীন ও দক্ষিণ কোরিয়া)
চীন ও দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন ই-কমার্স ও ফ্যাশন ব্র্যান্ড এখন বিজ্ঞাপনে ব্যবহার করছে এআই-চালিত ভার্চুয়াল চরিত্র। এসব চরিত্র মানুষের মতোই কথা বলে এবং হাঁটাচলা করতে পারে। এমনকি চোখের অভিব্যক্তিও ফুটিয়ে তুলতে সক্ষম। অনেক দর্শক প্রথম দেখায় বুঝতেই পারেন না চরিত্রটি বাস্তব, নাকি কৃত্রিম।
যেসব এআই টুল ব্যবহার করে ঘরে বসে এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন, সেগুলোর মধ্যে রয়েছে—
এসব টুল ব্যবহার করে কেউ চাইলে নিজের ঘরে বসে শুধু স্ক্রিপ্ট লিখে পুরো শর্ট ফিল্ম বা বিজ্ঞাপন বানিয়ে ফেলতে পারেন।
যে কারণে এআই দিয়ে ভিডিও জনপ্রিয় হচ্ছে
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও স্পাইস্কেপ
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১ দিন আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১ দিন আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৫ দিন আগে