ফিচার ডেস্ক
একসময় ইন্টারনেটে কিছু খোঁজা মানেই ছিল গুগল করা। আগে যেসব তথ্য খুঁজতে সময় গুনতে হতো বেশি, একই কাজে গুগল সময় বাঁচিয়ে দিল একাধিক বিকল্প দিয়ে। মানুষ যেন আলাদিনের চেরাগ হাতে পেল। ফলে দিন দিন জনপ্রিয় আর অপরিহার্য হয়ে উঠেছিল গুগল সার্চ ইঞ্জিন। তবে আজকের দিনে এর বিকল্প রয়েছে মানুষের কাছে। তবু গুগল সবার কাছে এখনো প্রথম পছন্দের।
এই বিশাল সাফল্য এখন গুগলের জন্যই বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের আদালতে গুগলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সেসব মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি অবৈধভাবে বাজার দখল করে রেখেছে। ফেডারেল জুরি এবং দুজন বিচারক বলছেন, গুগলের সার্চ ইঞ্জিন, বিজ্ঞাপন ব্যবসা এবং প্লে স্টোরে একচেটিয়া প্রভাব রয়েছে। গুগল যদি এসব মামলায় হেরে যায়, তাহলে প্রতিষ্ঠানটি ভেঙে টুকরা টুকরা হয়ে যেতে পারে। আর সেটি হবে ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের টেলিকমিউনিকেশন কোম্পানি ‘এটি অ্যান্ড টি’ ভেঙে ফেলার পর সবচেয়ে বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ভাঙার ঘটনা।
গুগল কীভাবে টেক জায়ান্ট হয়ে উঠল
গুগল শুধু সার্চ ইঞ্জিন নয়, এর সঙ্গে ইউটিউব, গুগল ক্রোম, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম—সবই তাদের হাতে। ২০০০ সালের পর গুগল একের পর এক জনপ্রিয় সার্ভিস চালু করে এবং অনেক ছোট প্রতিষ্ঠান কিনে নেয়। গুগল সার্চের জনপ্রিয়তার কারণ হলো, এটি অন্যদের মতো ‘ফাইল ফোল্ডার’-এর মতো বিষয়ভিত্তিক ফলাফল দেখাত না; বরং সবচেয়ে বেশি ওয়েবসাইট রেফার করে তা দেখে ফলাফল সাজাত। এতে ব্যবহারকারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্য পেত।
এ ছাড়া গুগল আইফোনের সঙ্গে চুক্তি করে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে জায়গা করে নেয়। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও গুগল প্রি-ইনস্টল থাকে।
এ ধরনের চুক্তিকে আদালত বলছেন অবৈধ এবং প্রতিযোগিতাবিরোধী। ২০২৪ সালে বিচারক অমিত মেহতা বলেন, ‘সার্চে একচেটিয়া বাজার তৈরি করেছে গুগল।’ এখন মার্কিন বিচার বিভাগ চায়, গুগল যেন ব্রাউজার ও অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনে।
বিজ্ঞাপন দিয়েই গুগলের বিশাল আয়
গুগলের সার্চ ইঞ্জিন জনপ্রিয় হয়ে উঠতে থাকলে তাদের বিজ্ঞাপন থেকে আয়ও বাড়তে শুরু করে। এ বছরের প্রথম তিন মাসেই তারা প্রায় ৬৭ বিলিয়ন ডলার আয় করেছে বিজ্ঞাপন থেকে। এর কারণ, মানুষ গুগলই বেশি ব্যবহার করে। তাই ব্যবসায়ীরাও গুগলের বিজ্ঞাপন কেনে। গুগল এমন এক সিস্টেম তৈরি করেছে, যেখানে বিজ্ঞাপনদাতা ও ওয়েবসাইট মালিক—উভয়েই গুগলের মাধ্যমে লেনদেন করে।
তবে এ নিয়েও মামলায় হারতে বসেছে গুগল। বিচারক লিওনি ব্রিংকেমা বলেছেন, ‘গুগল তার বিজ্ঞাপনসেবা ও প্রকাশক এক্সচেঞ্জ একসঙ্গে জুড়ে দিয়ে একচেটিয়া ক্ষমতা তৈরি করেছে।’
এআই এখন গুগলের বড় চ্যালেঞ্জ
বিশেষজ্ঞরা বলছেন, এআই গুগলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এখন চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করে তথ্য খোঁজেন অনেকে। ২০২৬ সালের মধ্যে সাধারণ সার্চ ইঞ্জিনের ব্যবহার ২৫ শতাংশ কমে যেতে পারে। অ্যাপলের এক কর্মকর্তা আদালতে জানিয়েছেন, আইফোনে গুগল সার্চের ব্যবহার কমছে। বিশেষজ্ঞ রবার্ট সিগেল বলেছেন, ‘যদি এআই আরও ভালো সমাধান দিতে পারে, তাহলে মানুষ গুগলের ব্যবহার কমাতে পারে।’
গুগল এখন শুধু একটা প্রতিষ্ঠান নয়; আধুনিক ইন্টারনেটের প্রতীক। কিন্তু বড় হতে হতে এখন তারা এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে সরকারও তাদের থামাতে চাইছে। আগামী আগস্টে গুগলের বিরুদ্ধে হওয়া অনেক মামলার রায় প্রকাশিত হতে পারে। সেটি শুধু গুগলের ভবিষ্যৎ নয়, পুরো ইন্টারনেট-ব্যবস্থার ভবিষ্যৎ বদলে দিতে পারে।
সূত্র: সিএনএন
একসময় ইন্টারনেটে কিছু খোঁজা মানেই ছিল গুগল করা। আগে যেসব তথ্য খুঁজতে সময় গুনতে হতো বেশি, একই কাজে গুগল সময় বাঁচিয়ে দিল একাধিক বিকল্প দিয়ে। মানুষ যেন আলাদিনের চেরাগ হাতে পেল। ফলে দিন দিন জনপ্রিয় আর অপরিহার্য হয়ে উঠেছিল গুগল সার্চ ইঞ্জিন। তবে আজকের দিনে এর বিকল্প রয়েছে মানুষের কাছে। তবু গুগল সবার কাছে এখনো প্রথম পছন্দের।
এই বিশাল সাফল্য এখন গুগলের জন্যই বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের আদালতে গুগলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সেসব মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি অবৈধভাবে বাজার দখল করে রেখেছে। ফেডারেল জুরি এবং দুজন বিচারক বলছেন, গুগলের সার্চ ইঞ্জিন, বিজ্ঞাপন ব্যবসা এবং প্লে স্টোরে একচেটিয়া প্রভাব রয়েছে। গুগল যদি এসব মামলায় হেরে যায়, তাহলে প্রতিষ্ঠানটি ভেঙে টুকরা টুকরা হয়ে যেতে পারে। আর সেটি হবে ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের টেলিকমিউনিকেশন কোম্পানি ‘এটি অ্যান্ড টি’ ভেঙে ফেলার পর সবচেয়ে বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ভাঙার ঘটনা।
গুগল কীভাবে টেক জায়ান্ট হয়ে উঠল
গুগল শুধু সার্চ ইঞ্জিন নয়, এর সঙ্গে ইউটিউব, গুগল ক্রোম, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম—সবই তাদের হাতে। ২০০০ সালের পর গুগল একের পর এক জনপ্রিয় সার্ভিস চালু করে এবং অনেক ছোট প্রতিষ্ঠান কিনে নেয়। গুগল সার্চের জনপ্রিয়তার কারণ হলো, এটি অন্যদের মতো ‘ফাইল ফোল্ডার’-এর মতো বিষয়ভিত্তিক ফলাফল দেখাত না; বরং সবচেয়ে বেশি ওয়েবসাইট রেফার করে তা দেখে ফলাফল সাজাত। এতে ব্যবহারকারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্য পেত।
এ ছাড়া গুগল আইফোনের সঙ্গে চুক্তি করে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে জায়গা করে নেয়। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও গুগল প্রি-ইনস্টল থাকে।
এ ধরনের চুক্তিকে আদালত বলছেন অবৈধ এবং প্রতিযোগিতাবিরোধী। ২০২৪ সালে বিচারক অমিত মেহতা বলেন, ‘সার্চে একচেটিয়া বাজার তৈরি করেছে গুগল।’ এখন মার্কিন বিচার বিভাগ চায়, গুগল যেন ব্রাউজার ও অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনে।
বিজ্ঞাপন দিয়েই গুগলের বিশাল আয়
গুগলের সার্চ ইঞ্জিন জনপ্রিয় হয়ে উঠতে থাকলে তাদের বিজ্ঞাপন থেকে আয়ও বাড়তে শুরু করে। এ বছরের প্রথম তিন মাসেই তারা প্রায় ৬৭ বিলিয়ন ডলার আয় করেছে বিজ্ঞাপন থেকে। এর কারণ, মানুষ গুগলই বেশি ব্যবহার করে। তাই ব্যবসায়ীরাও গুগলের বিজ্ঞাপন কেনে। গুগল এমন এক সিস্টেম তৈরি করেছে, যেখানে বিজ্ঞাপনদাতা ও ওয়েবসাইট মালিক—উভয়েই গুগলের মাধ্যমে লেনদেন করে।
তবে এ নিয়েও মামলায় হারতে বসেছে গুগল। বিচারক লিওনি ব্রিংকেমা বলেছেন, ‘গুগল তার বিজ্ঞাপনসেবা ও প্রকাশক এক্সচেঞ্জ একসঙ্গে জুড়ে দিয়ে একচেটিয়া ক্ষমতা তৈরি করেছে।’
এআই এখন গুগলের বড় চ্যালেঞ্জ
বিশেষজ্ঞরা বলছেন, এআই গুগলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এখন চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করে তথ্য খোঁজেন অনেকে। ২০২৬ সালের মধ্যে সাধারণ সার্চ ইঞ্জিনের ব্যবহার ২৫ শতাংশ কমে যেতে পারে। অ্যাপলের এক কর্মকর্তা আদালতে জানিয়েছেন, আইফোনে গুগল সার্চের ব্যবহার কমছে। বিশেষজ্ঞ রবার্ট সিগেল বলেছেন, ‘যদি এআই আরও ভালো সমাধান দিতে পারে, তাহলে মানুষ গুগলের ব্যবহার কমাতে পারে।’
গুগল এখন শুধু একটা প্রতিষ্ঠান নয়; আধুনিক ইন্টারনেটের প্রতীক। কিন্তু বড় হতে হতে এখন তারা এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে সরকারও তাদের থামাতে চাইছে। আগামী আগস্টে গুগলের বিরুদ্ধে হওয়া অনেক মামলার রায় প্রকাশিত হতে পারে। সেটি শুধু গুগলের ভবিষ্যৎ নয়, পুরো ইন্টারনেট-ব্যবস্থার ভবিষ্যৎ বদলে দিতে পারে।
সূত্র: সিএনএন
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্য করার জন্য ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’।
১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনস্থ গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের আগে কর্মী ও নির্দিষ্ট ডেভেলপারদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একাধিক নতুন পণ্যের ডেমো প্রদর্শন করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে একটি এআই এজেন্ট, যা সফটওয়্যার উন্নয়নের প্রতিটি ধাপে সহায়তা...
২ ঘণ্টা আগেঅ্যাপলকে টেক্কা দিতে পাতলা স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ নিয়ে এল স্যামসাং ইলেকট্রনিকস। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার সমৃদ্ধ এই ফোনের লক্ষ্য প্রিমিয়াম বাজারে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। এই ফোনটির ৬ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন রয়েছে এবং এর পুরুত্ব মাত্র ৫ দশমিক ৮ মিলিমিটার। ফোনটি যতই
৩ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা এ যুগে সব বয়সী মানুষের মধ্যে চেপে বসেছে। কেউ কেউ সে পথে হাঁটছেন, কেউবা এর জন্য অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু প্রথম ধাক্কা আসে, যখন দিনের পর দিন ভিডিও তৈরি করেও কাঙ্ক্ষিত ভিউ না আসে। ঝকঝকে ভিডিও তৈরি করার পরেও দর্শক দেখছে না, এই হতাশায় অনেকে কনটেন্ট নির্মাণ থেকে সরে যান। অথচ
৩ ঘণ্টা আগে