অনলাইনে গ্রাহকদের নিরাপত্তার উপর জোর দিয়ে নতুন ৫টি ফিচার আনছে গুগল। এসব ফিচার জিমেইলসহ বিভিন্ন সেবার বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। এসব ফিচারের মধ্যে আছে-জিমেইলের নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ১৫ মিনিটের ডেটা মুছে ফেলার সুবিধা ও ডার্ক ওয়েবে তথ্য ফাঁসের ঝুঁকি কমানোর উপায়।
গুগলের ২০ তম ‘সাইবার নিরাপত্তা সচেতনতার মাস’ উদযাপন সামনে রেখে এসব ফিচার আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি
ব্যবহারকারীদের অ্যাকাউন্টের অতিরিক্ত সুরক্ষা দিতে গুগল নিয়ে আসছে পাসকি, যা প্রতিটি অ্যাকাউন্টের জন্য ডিফল্ট হিসেবে থাকবে। এখন গুগলে পাসওয়ার্ড ম্যানেজার ফিচার আছে। এটি ব্যবহারকারীর অনুমতি নিয়ে লগইন ফরমে নাম ও পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে দেয়। পাসকি অনেকটা পাসওয়ার্ড ম্যানেজারের মতো হলেও এটির ব্যবহার আরো সহজ ও নিরাপদ। ডিভাইসের নিরাপত্তা বিবেচনায় ব্যবহারকারীকে ‘ডিভাইস অথেনটিকেশন’ পদ্ধতির মাধ্যমে লগ ইন করতে দেবে পাসকি।
এআইয়ের মাধ্যমে জিমেইলের নিরাপত্তা
এআইভিত্তিক ফিচার যুক্ত করে ব্যবহারকারীর ইমেইলের নিরাপত্তা দেবে গুগল। কোম্পানি বলছে, এই সেটআপে ৯৯ দশমিক ৯ শতাংশ স্প্যাম, ফিশিং ও ম্যালওয়্যারের আক্রমণ বন্ধ করা যায়। বড় ফাইল সেন্ড করার জন্য সম্প্রতি নতুন শর্ত আরোপ করেছে জিমেইল। ব্যক্তিগত ইমেইল সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাইভেসি কন্ট্রোল
গুগলের নতুন আপডেটে প্রাইভেসি কন্ট্রোল ফিচার যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য গোপন রাখতে সাহায্য করবে।
সহজে ব্রাউজিং ডেটা মুছে ফেলার সুবিধা
অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারে শেষ ১৫ মিনিটের ব্রাউজিং ডেটার হিস্টরি শিগগিরই ডিলিট করা যাবে। ক্রোম ব্রাউজারের ওপরের ডান দিকের কোনায় তিনটি ডটের ওপর ক্লিক করে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ সিলেক্ট করলেই ব্রাউজিং হিস্টরি ডিলেট হবে।
ডার্ক ওয়েব রিপোর্ট
সচরাচর ব্রাউজারে পাওয়া যায় না- এমন গোপন ইন্টারনেট সাইটের সমষ্টি ডার্ক ওয়েব হিসেবে পরিচিত। বেশ কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে এটি সুরক্ষিত থাকে। ডার্ক ওয়েবে ব্যক্তিগত তথ্য অনেক ডেটা ফাঁস হয়। এবিষয়ে গ্রাহকদের তথ্য জানানোর জন্য গুগল ‘ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার’ চালু করছে। এর মাধ্যমে জিমেইল অ্যাড্রেস ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে কিনা তা দেখা যাবে। গ্রাহকরা কীভাবে অনলাইন ডেটা রক্ষা করতে পারবে সে বিষয়ে এই ফিচার পরামর্শ দেবে।
অনলাইনে গ্রাহকদের নিরাপত্তার উপর জোর দিয়ে নতুন ৫টি ফিচার আনছে গুগল। এসব ফিচার জিমেইলসহ বিভিন্ন সেবার বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। এসব ফিচারের মধ্যে আছে-জিমেইলের নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ১৫ মিনিটের ডেটা মুছে ফেলার সুবিধা ও ডার্ক ওয়েবে তথ্য ফাঁসের ঝুঁকি কমানোর উপায়।
গুগলের ২০ তম ‘সাইবার নিরাপত্তা সচেতনতার মাস’ উদযাপন সামনে রেখে এসব ফিচার আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি
ব্যবহারকারীদের অ্যাকাউন্টের অতিরিক্ত সুরক্ষা দিতে গুগল নিয়ে আসছে পাসকি, যা প্রতিটি অ্যাকাউন্টের জন্য ডিফল্ট হিসেবে থাকবে। এখন গুগলে পাসওয়ার্ড ম্যানেজার ফিচার আছে। এটি ব্যবহারকারীর অনুমতি নিয়ে লগইন ফরমে নাম ও পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে দেয়। পাসকি অনেকটা পাসওয়ার্ড ম্যানেজারের মতো হলেও এটির ব্যবহার আরো সহজ ও নিরাপদ। ডিভাইসের নিরাপত্তা বিবেচনায় ব্যবহারকারীকে ‘ডিভাইস অথেনটিকেশন’ পদ্ধতির মাধ্যমে লগ ইন করতে দেবে পাসকি।
এআইয়ের মাধ্যমে জিমেইলের নিরাপত্তা
এআইভিত্তিক ফিচার যুক্ত করে ব্যবহারকারীর ইমেইলের নিরাপত্তা দেবে গুগল। কোম্পানি বলছে, এই সেটআপে ৯৯ দশমিক ৯ শতাংশ স্প্যাম, ফিশিং ও ম্যালওয়্যারের আক্রমণ বন্ধ করা যায়। বড় ফাইল সেন্ড করার জন্য সম্প্রতি নতুন শর্ত আরোপ করেছে জিমেইল। ব্যক্তিগত ইমেইল সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাইভেসি কন্ট্রোল
গুগলের নতুন আপডেটে প্রাইভেসি কন্ট্রোল ফিচার যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য গোপন রাখতে সাহায্য করবে।
সহজে ব্রাউজিং ডেটা মুছে ফেলার সুবিধা
অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারে শেষ ১৫ মিনিটের ব্রাউজিং ডেটার হিস্টরি শিগগিরই ডিলিট করা যাবে। ক্রোম ব্রাউজারের ওপরের ডান দিকের কোনায় তিনটি ডটের ওপর ক্লিক করে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ সিলেক্ট করলেই ব্রাউজিং হিস্টরি ডিলেট হবে।
ডার্ক ওয়েব রিপোর্ট
সচরাচর ব্রাউজারে পাওয়া যায় না- এমন গোপন ইন্টারনেট সাইটের সমষ্টি ডার্ক ওয়েব হিসেবে পরিচিত। বেশ কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে এটি সুরক্ষিত থাকে। ডার্ক ওয়েবে ব্যক্তিগত তথ্য অনেক ডেটা ফাঁস হয়। এবিষয়ে গ্রাহকদের তথ্য জানানোর জন্য গুগল ‘ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার’ চালু করছে। এর মাধ্যমে জিমেইল অ্যাড্রেস ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে কিনা তা দেখা যাবে। গ্রাহকরা কীভাবে অনলাইন ডেটা রক্ষা করতে পারবে সে বিষয়ে এই ফিচার পরামর্শ দেবে।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৫ ঘণ্টা আগে