ভাবুনতো, শীতল ও সবুজ এক শহরে আপনি থাকেন। সেখানে এক সুতোয় গাঁথা পার্ক, প্রশস্ত ফুটপাথ, মোটরসাইকেলের লেন ও বাসের চলাচল; দোকান, স্কুল ও পরিষেবা কেন্দ্রসহ প্রয়োজনীয় সকল গন্তব্যে ১৫ মিনিটের মধ্যে সবাই পৌঁছাতে পারে। অনায়াসে সব নিত্য প্রয়োজনীয় জিনিস ও পরিষেবার পূরণ করে জনস্বাস্থ্য ও পরিবেশসম্মত এমন এক নগরের পরিকল্পনা মানুষের চেয়ে ভালোভাবে করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।
এক গবেষণার বরাত দিয়ে সায়েন্স অ্যালার্ট এক প্রতিবেদনে এই দাবি করেছে। এতে বলা হয়, চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন নগর পরিকল্পনাবিদদের চাহিদা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে তাড়াতাড়ি ধরতে পেরেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি নকশার কার্যকারিতা মানুষের তৈরি নকশাকে ছাড়িয়ে গেছে।
পরিষেবাগুলোতে মানুষের পৌঁছাতে পারা, সবুজের উপস্থিতি এবং ট্র্যাফিক- এই তিন মাত্রার ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া মডেলে দেখা গেছে, তা মানুষের তৈরি পরিকল্পনার চেয়ে ৫০ শতাংশ বেশি কার্যকর। মেশিন লার্নিং কীভাবে অত্যন্ত কম সময়ে মানুষের চেয়ে বেশি দক্ষতার সঙ্গে কোনো জায়গার বিন্যাস তৈরি করতে পারে; দ্রুত ঘনবসতিপূর্ণ এবং কংক্রিটের জঙ্গল হয়ে ওঠা আমাদের শহরগুলোর অবস্থার উন্নতি কীভাবে ঘটানো যায় সে ব্যাপারে সমাধান খুঁজতে চেয়েছেন অটোমেশন বিজ্ঞানী ইউ ঝেং ও তার সহকর্মীরা। নগর-পরিকল্পনার সবচেয়ে ক্লান্তিকর ও গণনামূলক কাজগুলোর জন্য তারা একটি এআই সিস্টেম তৈরি করেন।
এআই সিস্টেমকে প্রথমে ছোট আকারেই কাজ দিয়েছিল ঝেং এবং তার সহকর্মীরা। মাত্র কয়েক বর্গ কিলোমিটার (প্রায় ৩ × ৩ ব্লক) আয়তনের একটি শহরের নকশা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। দুই দিনের প্রশিক্ষণ শেষে কয়েকটি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে এআই সিস্টেমটি সেই ‘১৫ মিনিটের শহরের’ ধারণার সঙ্গে মানানসই হয় এ রকম রাস্তার বিন্যাস ও জমির ব্যবহার খুঁজে বের করেছে।
ঝেং এবং সহকর্মীদের বানানো এআই মডেলের মধ্যে আরও বড় আকারে কাজ করার বৈশিষ্ট্য দেওয়া থাকলেও ভাবা হয়েছিল, একটি সম্পূর্ণ শহরের নকশা তৈরির কাজটা হবে আরও অনেক বেশি জটিল। গবেষকেরা অনুমান করেছিলেন, ৪ × ৪ ব্লকের একটি শহরের নকশার খসড়া তৈরিতে ৩ × ৩ ব্লকের চেয়ে দ্বিগুণ পরিকল্পনা ও সিদ্ধান্ত থাকবে। কিন্তু দেখা গেল, দারুণ দ্রুতগতিতে কাজ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। যে কাজ করতে একজন নগর পরিকল্পনাবিদের ৫০ থেকে ১০০ মিনিট লেগে যায়, সেটাই কয়েক সেকেন্ডে করে ফেলছে এআই মডেল!
গবেষকেরা বলছেন, নগর-পরিকল্পনার সবচেয়ে সময়সাপেক্ষ কাজগুলোর দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ছেড়ে দিলে আরও বেশি চ্যালেঞ্জিং বা মানবকেন্দ্রিক বিষয় যেমন, জনসাধারণের সম্পৃক্ততা এবং নান্দনিকতার মতো বিষয়গুলোতে পরিকল্পনাকারীরা আরও বেশি মনোযোগ দিতে পারবেন।
মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা নয় বরং, নগর পরিকল্পনাবিদের কাজের 'সহকারী' হিসেবেই এটিকে কাজে লাগাতে চান ঝেং এবং তার সহকর্মীরা। সহকারী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ হবে অ্যালগরিদমের ভিত্তিতে সবচেয়ে কার্যকর নকশার খসড়া তৈরি করা। সেটা আবার বাসিন্দাদের মতামত অনুসারে পর্যালোচনা, সমন্বয় এবং মূল্যায়ন করবে বিশেষজ্ঞরা।
শেষের এই ধাপটিকে ভালো পরিকল্পনার মূল হিসেবে দেখছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানী পাওলো সান্তি। ইউ ঝেং এবং তার সহকর্মীদের গবেষণা প্রসঙ্গে পাওলো বলেছেন, ‘নগর-পরিকল্পনা মানে শুধু বিল্ডিং, পার্ক এবং অন্যান্য পরিষেবাগুলোর জন্য জায়গা বরাদ্দই নয়। এই পরিকল্পনায় এমন একটি নকশা তৈরি করতে হবে যেখানে শহরের মানুষেরা বসবাস, কাজ, নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার পাশাপাশি বিকশিতও হবে।’
মানুষ এবং এআই একসঙ্গে যে কাজ করতে পারে তার সঙ্গে শুধুমাত্র মানুষের তৈরি করা নকশার তুলনা করেছেন ঝেং এবং তার সহকর্মীরা। তারা জানিয়েছেন, মৌলিক পরিষেবাকে শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া ১২ শতাংশ বাড়াতে পারে মানুষ ও এআইয়ের সমন্বয়ের নকশা। অন্যদিকে শুধু মানুষের করা নকশায় নাগরিকদের কাছে এসব সেবা পৌঁছানো বাড়বে ৫ শতাংশ।
গবেষকেরা ১০০ জন নগর পরিকল্পনাবিদ নিয়ে একটি গবেষণাও করেছেন। সেখানে কয়েকটি নকশা এই ১০০ জন নগর পরিকল্পনাবিদকে দিয়ে কোনগুলো ভালো লাগে তা বেছে নিতে বলা হয়। এখানেও অনেক বেশি ভোট পেয়ে জিতেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
তবে এই নকশাগুলো থেকে শহর তৈরি হলে সেসবে শব্দ, তাপ এবং দূষণের হ্রাস এবং জনস্বাস্থ্যের উন্নতি কতটা হয়েছে, সেই ভিত্তিতেই হবে সত্যিকারের পরীক্ষা।
সূত্র: নেচার কম্পিউটেশনাল সায়েন্স
ভাবুনতো, শীতল ও সবুজ এক শহরে আপনি থাকেন। সেখানে এক সুতোয় গাঁথা পার্ক, প্রশস্ত ফুটপাথ, মোটরসাইকেলের লেন ও বাসের চলাচল; দোকান, স্কুল ও পরিষেবা কেন্দ্রসহ প্রয়োজনীয় সকল গন্তব্যে ১৫ মিনিটের মধ্যে সবাই পৌঁছাতে পারে। অনায়াসে সব নিত্য প্রয়োজনীয় জিনিস ও পরিষেবার পূরণ করে জনস্বাস্থ্য ও পরিবেশসম্মত এমন এক নগরের পরিকল্পনা মানুষের চেয়ে ভালোভাবে করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।
এক গবেষণার বরাত দিয়ে সায়েন্স অ্যালার্ট এক প্রতিবেদনে এই দাবি করেছে। এতে বলা হয়, চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন নগর পরিকল্পনাবিদদের চাহিদা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে তাড়াতাড়ি ধরতে পেরেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি নকশার কার্যকারিতা মানুষের তৈরি নকশাকে ছাড়িয়ে গেছে।
পরিষেবাগুলোতে মানুষের পৌঁছাতে পারা, সবুজের উপস্থিতি এবং ট্র্যাফিক- এই তিন মাত্রার ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া মডেলে দেখা গেছে, তা মানুষের তৈরি পরিকল্পনার চেয়ে ৫০ শতাংশ বেশি কার্যকর। মেশিন লার্নিং কীভাবে অত্যন্ত কম সময়ে মানুষের চেয়ে বেশি দক্ষতার সঙ্গে কোনো জায়গার বিন্যাস তৈরি করতে পারে; দ্রুত ঘনবসতিপূর্ণ এবং কংক্রিটের জঙ্গল হয়ে ওঠা আমাদের শহরগুলোর অবস্থার উন্নতি কীভাবে ঘটানো যায় সে ব্যাপারে সমাধান খুঁজতে চেয়েছেন অটোমেশন বিজ্ঞানী ইউ ঝেং ও তার সহকর্মীরা। নগর-পরিকল্পনার সবচেয়ে ক্লান্তিকর ও গণনামূলক কাজগুলোর জন্য তারা একটি এআই সিস্টেম তৈরি করেন।
এআই সিস্টেমকে প্রথমে ছোট আকারেই কাজ দিয়েছিল ঝেং এবং তার সহকর্মীরা। মাত্র কয়েক বর্গ কিলোমিটার (প্রায় ৩ × ৩ ব্লক) আয়তনের একটি শহরের নকশা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। দুই দিনের প্রশিক্ষণ শেষে কয়েকটি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে এআই সিস্টেমটি সেই ‘১৫ মিনিটের শহরের’ ধারণার সঙ্গে মানানসই হয় এ রকম রাস্তার বিন্যাস ও জমির ব্যবহার খুঁজে বের করেছে।
ঝেং এবং সহকর্মীদের বানানো এআই মডেলের মধ্যে আরও বড় আকারে কাজ করার বৈশিষ্ট্য দেওয়া থাকলেও ভাবা হয়েছিল, একটি সম্পূর্ণ শহরের নকশা তৈরির কাজটা হবে আরও অনেক বেশি জটিল। গবেষকেরা অনুমান করেছিলেন, ৪ × ৪ ব্লকের একটি শহরের নকশার খসড়া তৈরিতে ৩ × ৩ ব্লকের চেয়ে দ্বিগুণ পরিকল্পনা ও সিদ্ধান্ত থাকবে। কিন্তু দেখা গেল, দারুণ দ্রুতগতিতে কাজ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। যে কাজ করতে একজন নগর পরিকল্পনাবিদের ৫০ থেকে ১০০ মিনিট লেগে যায়, সেটাই কয়েক সেকেন্ডে করে ফেলছে এআই মডেল!
গবেষকেরা বলছেন, নগর-পরিকল্পনার সবচেয়ে সময়সাপেক্ষ কাজগুলোর দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ছেড়ে দিলে আরও বেশি চ্যালেঞ্জিং বা মানবকেন্দ্রিক বিষয় যেমন, জনসাধারণের সম্পৃক্ততা এবং নান্দনিকতার মতো বিষয়গুলোতে পরিকল্পনাকারীরা আরও বেশি মনোযোগ দিতে পারবেন।
মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা নয় বরং, নগর পরিকল্পনাবিদের কাজের 'সহকারী' হিসেবেই এটিকে কাজে লাগাতে চান ঝেং এবং তার সহকর্মীরা। সহকারী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ হবে অ্যালগরিদমের ভিত্তিতে সবচেয়ে কার্যকর নকশার খসড়া তৈরি করা। সেটা আবার বাসিন্দাদের মতামত অনুসারে পর্যালোচনা, সমন্বয় এবং মূল্যায়ন করবে বিশেষজ্ঞরা।
শেষের এই ধাপটিকে ভালো পরিকল্পনার মূল হিসেবে দেখছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানী পাওলো সান্তি। ইউ ঝেং এবং তার সহকর্মীদের গবেষণা প্রসঙ্গে পাওলো বলেছেন, ‘নগর-পরিকল্পনা মানে শুধু বিল্ডিং, পার্ক এবং অন্যান্য পরিষেবাগুলোর জন্য জায়গা বরাদ্দই নয়। এই পরিকল্পনায় এমন একটি নকশা তৈরি করতে হবে যেখানে শহরের মানুষেরা বসবাস, কাজ, নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার পাশাপাশি বিকশিতও হবে।’
মানুষ এবং এআই একসঙ্গে যে কাজ করতে পারে তার সঙ্গে শুধুমাত্র মানুষের তৈরি করা নকশার তুলনা করেছেন ঝেং এবং তার সহকর্মীরা। তারা জানিয়েছেন, মৌলিক পরিষেবাকে শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া ১২ শতাংশ বাড়াতে পারে মানুষ ও এআইয়ের সমন্বয়ের নকশা। অন্যদিকে শুধু মানুষের করা নকশায় নাগরিকদের কাছে এসব সেবা পৌঁছানো বাড়বে ৫ শতাংশ।
গবেষকেরা ১০০ জন নগর পরিকল্পনাবিদ নিয়ে একটি গবেষণাও করেছেন। সেখানে কয়েকটি নকশা এই ১০০ জন নগর পরিকল্পনাবিদকে দিয়ে কোনগুলো ভালো লাগে তা বেছে নিতে বলা হয়। এখানেও অনেক বেশি ভোট পেয়ে জিতেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
তবে এই নকশাগুলো থেকে শহর তৈরি হলে সেসবে শব্দ, তাপ এবং দূষণের হ্রাস এবং জনস্বাস্থ্যের উন্নতি কতটা হয়েছে, সেই ভিত্তিতেই হবে সত্যিকারের পরীক্ষা।
সূত্র: নেচার কম্পিউটেশনাল সায়েন্স
সরকারি সেবার একক পোর্টাল মাইগভ-এ গত ১০ মাসে বিদেশগামী অথবা বিদেশে অবস্থানকারী শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন ব্যক্তির নানা ধরনের ১০ লাখ ই-অ্যাপোস্টিল সত্যায়ন হয়েছে। গতকাল বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রকল্প অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগেআগামী মাস থেকে রাশিয়ার সব মোবাইল ফোন ও ট্যাবলেটে ‘ম্যাক্স’ নামের একটি রাষ্ট্র-সমর্থিত মেসেজিং অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করা থাকবে। ইন্টারনেট নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার।
১১ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ এক্সএআই আবারও বিতর্কের মুখে পড়েছে। কারণ, ব্যবহারকারীদের অজান্তে কোম্পানিটির তৈরি গ্রোক চ্যাটবটের লাখ লাখ চ্যাট গুগলে ফাঁস হয়ে গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে ‘ফোর্বস’ জানায়, গ্রোক ব্যবহারকারীরা যখন ‘শেয়ার’ বোতামে ক্লিক করেন, তখন তাঁদের চ্যাটগুলো
১১ ঘণ্টা আগেএশিয়ার ধনী পরিবার ও ফ্যামিলি অফিসগুলো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বাড়াচ্ছে। ডিজিটাল সম্পদের প্রতি আশাবাদ, মূলধারায় গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও কিছু গুরুত্বপূর্ণ বাজারে অনুকূল নিয়ন্ত্রক নীতিমালার কারণে এই প্রবণতা দেখা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে