প্রযুক্তি ডেস্ক
চলছে ইউরো ২০২০। করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে টুর্নামেন্টটি, সেটি এই ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে। পুরো বিশ্বের দর্শকদের মনোযোগ যেন এই বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্টের দিকে। তাই চীনা স্পনসর কোম্পানিগুলো তাদের গ্লোবাল গ্রাহকের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টে অন্যতম স্পনসর হয়েছে। এবার চারটি চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ইউরো ২০২০–এর স্পনসর হয়েছে। এগুলো হলো হাইসেন্স, আলী পে, ভিভো এবং টিকটক।
চীনা স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইসেন্স ইউরোপের বাজারসহ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার গুরুত্বপূর্ণ বাজার ধরার জন্য খেলাধুলার দিকে ঝুঁকেছে। তারা এর আগে রাশিয়া বিশ্বকাপেও স্পনসর করেছিল। খেলার সময় টিভি খুললেই তাই মাঠের পাশে ও সংবাদ সম্মেলনের ব্যানারে হাইসেন্সের নানা রকম লোগো দেখা যায়। কিউএলইডি ও ইউএলইডি টিভির জন্য বিশ্বব্যাপী হাইসেন্সের সুনাম তৈরি হয়েছে।
চীনা স্মার্ট ফোন ব্র্যান্ড ভিভো গ্লোবাল বাজার ধরার জন্য বরাবরই আগ্রহী। তারা আইপিএল, বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যে স্পনসর হয়েছে। এবার ইউরো ২০২০–এও তার ব্যতিক্রম হয়নি।
নানা রকম সমালোচনা থাকা সত্ত্বেও চীনা ভিডিও শেয়ারিং ফোকাসড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস টিকটকের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই। তাই টিকটক গ্রাহকদের আকৃষ্ট করতে নানা রকম প্রচারণামূলক উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা এবারের ইউরো ২০২০–এ স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে।
চীনা ডিজিটাল মানি সার্ভিস প্রতিষ্ঠান আলী পে বিশ্বব্যাপী গ্রাহক বৃদ্ধিতে কাজ করছে। ইউরোপে রয়েছে তাদের বড় একটি বাজার। তাই চীনা বিজনেস মোগল অ্যান্ট গ্রুপের এই ডিজিটাল সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে স্পনসর হিসেব অংশগ্রহণ করা হয়েছে। এবারের ইউরো ২০২০–এর টপ স্কোরারের ট্রফিটি পর্যন্ত স্পনসর করেছে এই আলী পে।
চলছে ইউরো ২০২০। করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে টুর্নামেন্টটি, সেটি এই ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে। পুরো বিশ্বের দর্শকদের মনোযোগ যেন এই বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্টের দিকে। তাই চীনা স্পনসর কোম্পানিগুলো তাদের গ্লোবাল গ্রাহকের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টে অন্যতম স্পনসর হয়েছে। এবার চারটি চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ইউরো ২০২০–এর স্পনসর হয়েছে। এগুলো হলো হাইসেন্স, আলী পে, ভিভো এবং টিকটক।
চীনা স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইসেন্স ইউরোপের বাজারসহ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার গুরুত্বপূর্ণ বাজার ধরার জন্য খেলাধুলার দিকে ঝুঁকেছে। তারা এর আগে রাশিয়া বিশ্বকাপেও স্পনসর করেছিল। খেলার সময় টিভি খুললেই তাই মাঠের পাশে ও সংবাদ সম্মেলনের ব্যানারে হাইসেন্সের নানা রকম লোগো দেখা যায়। কিউএলইডি ও ইউএলইডি টিভির জন্য বিশ্বব্যাপী হাইসেন্সের সুনাম তৈরি হয়েছে।
চীনা স্মার্ট ফোন ব্র্যান্ড ভিভো গ্লোবাল বাজার ধরার জন্য বরাবরই আগ্রহী। তারা আইপিএল, বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যে স্পনসর হয়েছে। এবার ইউরো ২০২০–এও তার ব্যতিক্রম হয়নি।
নানা রকম সমালোচনা থাকা সত্ত্বেও চীনা ভিডিও শেয়ারিং ফোকাসড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস টিকটকের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই। তাই টিকটক গ্রাহকদের আকৃষ্ট করতে নানা রকম প্রচারণামূলক উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা এবারের ইউরো ২০২০–এ স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে।
চীনা ডিজিটাল মানি সার্ভিস প্রতিষ্ঠান আলী পে বিশ্বব্যাপী গ্রাহক বৃদ্ধিতে কাজ করছে। ইউরোপে রয়েছে তাদের বড় একটি বাজার। তাই চীনা বিজনেস মোগল অ্যান্ট গ্রুপের এই ডিজিটাল সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে স্পনসর হিসেব অংশগ্রহণ করা হয়েছে। এবারের ইউরো ২০২০–এর টপ স্কোরারের ট্রফিটি পর্যন্ত স্পনসর করেছে এই আলী পে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে