প্রেম কিংবা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া পরও প্রাক্তনের সঙ্গে নানা স্মৃতি সময়ে-অসময়ে মনে পড়ে। বিশেষ করে প্রাক্তনদের সঙ্গে তোলা ছবি সামনে এলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। ডিজিটাল যুগে এসব ছবি ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা হয়। এসব ছবিতে প্রাক্তন ছাড়াও অনেকেই থাকতে পারেন। আবার ছবিগুলোর সঙ্গে ভালো সময়ের স্মৃতিও জুড়ে থাকতে পারে। তাই এসব ছবি অনেকেই ডিলিট করতে চান না। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই টুল ব্যবহার করা যায়।
‘এক্স–টার্মিনেটর’ নামের নতুন এআই টুলের মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলা যাবে। ডেটিং অ্যাপ ‘ওকেকিউপিড’ ও ছবি এডিটিং সফটওয়্যার কোম্পানি ‘ফটোরুম’ যৌথভাবে টুলটি তৈরি করেছে।
টুলটি অনলাইনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফটোরুমের ‘ম্যাজিক ব্রাশ’ টুল ব্যবহার করে ছবি থেকে যে কাউকে মুছে ফেলা যাবে ও ব্যাকগ্রাউন্ডটির শূন্যস্থান নিখুঁতভাবে পূরণ করা হবে। ফলে এডিটের পরে ছবি দেখে বোঝার উপায় নেই যে ছবিতে আরও একজন ছিল।
টুলটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। কারও গোপনীয়তা রক্ষা করতেও টুলটি ব্যবহার করা যাবে। যেমন: ছবিতে কোনো বন্ধুর মুখ অস্পষ্ট করতেও টুলটি কাজে দেবে।
ওকেকিউপিড ১ লাখ ৮৫ হাজার অংশগ্রহণকারীদের নিয়ে একটি জরিপ করে। জরিপের ফলাফলে দেখা যায়, মিলেনিয়াল (১৯৮১ থেকে ১৯৯৬ এর মধ্যে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫০ শতাংশ ও জেন জেড (১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫৪ শতাংশ ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলতে চায়। আর ৬২ শতাংশ নারীরা ছবিতে প্রাক্তনদের দেখতে চান না।
ওকেকিউপিড ও ফটোরুম যৌথভাবে বলেছে, অতীত সম্পর্কের খপ্পর থেকে পছন্দের ছবি ও স্মৃতি উদ্ধার করবে তাদের টুল।
সুতরাং নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের খুব সহজেই মুছে ফেলা যাবে।
প্রেম কিংবা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া পরও প্রাক্তনের সঙ্গে নানা স্মৃতি সময়ে-অসময়ে মনে পড়ে। বিশেষ করে প্রাক্তনদের সঙ্গে তোলা ছবি সামনে এলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। ডিজিটাল যুগে এসব ছবি ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা হয়। এসব ছবিতে প্রাক্তন ছাড়াও অনেকেই থাকতে পারেন। আবার ছবিগুলোর সঙ্গে ভালো সময়ের স্মৃতিও জুড়ে থাকতে পারে। তাই এসব ছবি অনেকেই ডিলিট করতে চান না। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই টুল ব্যবহার করা যায়।
‘এক্স–টার্মিনেটর’ নামের নতুন এআই টুলের মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলা যাবে। ডেটিং অ্যাপ ‘ওকেকিউপিড’ ও ছবি এডিটিং সফটওয়্যার কোম্পানি ‘ফটোরুম’ যৌথভাবে টুলটি তৈরি করেছে।
টুলটি অনলাইনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফটোরুমের ‘ম্যাজিক ব্রাশ’ টুল ব্যবহার করে ছবি থেকে যে কাউকে মুছে ফেলা যাবে ও ব্যাকগ্রাউন্ডটির শূন্যস্থান নিখুঁতভাবে পূরণ করা হবে। ফলে এডিটের পরে ছবি দেখে বোঝার উপায় নেই যে ছবিতে আরও একজন ছিল।
টুলটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। কারও গোপনীয়তা রক্ষা করতেও টুলটি ব্যবহার করা যাবে। যেমন: ছবিতে কোনো বন্ধুর মুখ অস্পষ্ট করতেও টুলটি কাজে দেবে।
ওকেকিউপিড ১ লাখ ৮৫ হাজার অংশগ্রহণকারীদের নিয়ে একটি জরিপ করে। জরিপের ফলাফলে দেখা যায়, মিলেনিয়াল (১৯৮১ থেকে ১৯৯৬ এর মধ্যে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫০ শতাংশ ও জেন জেড (১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫৪ শতাংশ ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলতে চায়। আর ৬২ শতাংশ নারীরা ছবিতে প্রাক্তনদের দেখতে চান না।
ওকেকিউপিড ও ফটোরুম যৌথভাবে বলেছে, অতীত সম্পর্কের খপ্পর থেকে পছন্দের ছবি ও স্মৃতি উদ্ধার করবে তাদের টুল।
সুতরাং নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের খুব সহজেই মুছে ফেলা যাবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে