প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েডের পর এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসও নিজেদের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করার সুবিধা এনেছে মাইক্রোসফট। মূলত নিজস্ব ‘ফোন লিংক’ অ্যাপের আইওএস সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে আইফোনের আইমেসেজে আসা মেসেজ বা ফোনের অন্যান্য নোটিফিকেশন উইন্ডোজ কম্পিউটার ও ল্যাপটপে দেখা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘ফোন লিংক’ অ্যাপের মাধ্যমে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে আইফোন যুক্ত করা যাবে। তবে সব আইওএসের সংস্করণের আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে না। ন্যূনতম ‘আইওএস ১৪’ এবং এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের আইফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি।
এই সুবিধা পেতে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপটি নামাতে হবে। অ্যাপটি চালুর পর উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে আইফোন সংযুক্ত করতে হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সকল আইওএস ব্যবহারকারী এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
এর আগে, পিসির সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের ‘নিয়ারবাই অ্যাপ’ নিয়ে আসে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০— এর ৬৪ বিট ও উইন্ডোজ ১১— এর ব্যবহারকারীরা ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসি থেকে নামাতে হলে যেতে হবে এই লিংকে।
গুগলের প্লে-স্টোরে আগে থেকেই পাওয়া যেত এই অ্যাপ। ব্যবহারকারীরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ফাইল শেয়ারের সুবিধা পেতেন এই অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গেও করা যাবে ফাইল আদানপ্রদান। তবে ডিভাইস দু’টির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট পর্যন্ত হতে পারবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রসহ অল্প কিছু দেশে চালু হয়েছে।
অ্যান্ড্রয়েডের পর এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসও নিজেদের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করার সুবিধা এনেছে মাইক্রোসফট। মূলত নিজস্ব ‘ফোন লিংক’ অ্যাপের আইওএস সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে আইফোনের আইমেসেজে আসা মেসেজ বা ফোনের অন্যান্য নোটিফিকেশন উইন্ডোজ কম্পিউটার ও ল্যাপটপে দেখা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘ফোন লিংক’ অ্যাপের মাধ্যমে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে আইফোন যুক্ত করা যাবে। তবে সব আইওএসের সংস্করণের আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে না। ন্যূনতম ‘আইওএস ১৪’ এবং এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের আইফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি।
এই সুবিধা পেতে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপটি নামাতে হবে। অ্যাপটি চালুর পর উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে আইফোন সংযুক্ত করতে হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সকল আইওএস ব্যবহারকারী এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
এর আগে, পিসির সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের ‘নিয়ারবাই অ্যাপ’ নিয়ে আসে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০— এর ৬৪ বিট ও উইন্ডোজ ১১— এর ব্যবহারকারীরা ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসি থেকে নামাতে হলে যেতে হবে এই লিংকে।
গুগলের প্লে-স্টোরে আগে থেকেই পাওয়া যেত এই অ্যাপ। ব্যবহারকারীরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ফাইল শেয়ারের সুবিধা পেতেন এই অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গেও করা যাবে ফাইল আদানপ্রদান। তবে ডিভাইস দু’টির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট পর্যন্ত হতে পারবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রসহ অল্প কিছু দেশে চালু হয়েছে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৯ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৩ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে