এখন থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’। বুধবার (১২ অক্টোবর) এ বিষয়ে গুগলের অনুমোদনের কথা জানান সার্চ ইঞ্জিনটির একজন মুখপাত্র।
আল-জাজিরার খবরে বলা য়য়, ট্রুথ সোশ্যাল পরিচালনার দায়িত্বে থাকা ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) শিগগির অ্যাপটি প্লে স্টোরে যুক্ত করবে বলে আশা করা হচ্ছে। তবে টিএমটিজি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।
এর আগে গত আগস্টে ‘ট্রুথ সোশ্যাল’ নিষিদ্ধ করেছিল গুগল প্লে। গুগল বলেছিল, সামাজিক যোগাযোগমাধ্যমটি তাদের নীতিমালা ভঙ্গ করেছে। আর এ কারণেই প্লে স্টোর থেকে ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপ ডাউনলোড করা যাবে না।
গুগল ও অ্যাপল স্টোর ছাড়া বেশির ভাগ স্মার্টফোন ব্যবহারকারীর জন্য ‘ট্রুথ সোশ্যাল’ ডাউনলোড করার সহজ কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড করার প্রধান উপায় হলো গুগল প্লে স্টোর। ব্যবহারকারীরা স্টোরের মাধ্যমে অ্যাপগুলো পেতে পারেন বা একটি ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন, যদিও প্রায়শই অতিরিক্ত পদক্ষেপ ও নিরাপত্তা অনুমতির প্রয়োজন হয়।
গত ফেব্রুয়ারিতে অ্যাপলের অ্যাপ স্টোরে ট্রুথ সোশ্যালের মোবাইল অ্যাপ্লিকেশন অবমুক্ত করা হয়েছিল। ওই সময় এমন খবরও বেরিয়েছিল যে অ্যাপল স্টোর থেকে ফ্রি অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড করা হচ্ছে ‘ট্রুথ সোশ্যাল’। এমনকি ডাউনলোডের দিক থেকে টুইটার ও টিকটককে পেছনে ফেলেছিল এই অ্যাপ।
ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ট্রাম্পকে টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিষিদ্ধ করা হয়। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দেন ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের অক্টোবরে ‘ট্রুথ সোশ্যাল’ প্রতিষ্ঠা করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
এখন থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’। বুধবার (১২ অক্টোবর) এ বিষয়ে গুগলের অনুমোদনের কথা জানান সার্চ ইঞ্জিনটির একজন মুখপাত্র।
আল-জাজিরার খবরে বলা য়য়, ট্রুথ সোশ্যাল পরিচালনার দায়িত্বে থাকা ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) শিগগির অ্যাপটি প্লে স্টোরে যুক্ত করবে বলে আশা করা হচ্ছে। তবে টিএমটিজি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।
এর আগে গত আগস্টে ‘ট্রুথ সোশ্যাল’ নিষিদ্ধ করেছিল গুগল প্লে। গুগল বলেছিল, সামাজিক যোগাযোগমাধ্যমটি তাদের নীতিমালা ভঙ্গ করেছে। আর এ কারণেই প্লে স্টোর থেকে ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপ ডাউনলোড করা যাবে না।
গুগল ও অ্যাপল স্টোর ছাড়া বেশির ভাগ স্মার্টফোন ব্যবহারকারীর জন্য ‘ট্রুথ সোশ্যাল’ ডাউনলোড করার সহজ কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড করার প্রধান উপায় হলো গুগল প্লে স্টোর। ব্যবহারকারীরা স্টোরের মাধ্যমে অ্যাপগুলো পেতে পারেন বা একটি ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন, যদিও প্রায়শই অতিরিক্ত পদক্ষেপ ও নিরাপত্তা অনুমতির প্রয়োজন হয়।
গত ফেব্রুয়ারিতে অ্যাপলের অ্যাপ স্টোরে ট্রুথ সোশ্যালের মোবাইল অ্যাপ্লিকেশন অবমুক্ত করা হয়েছিল। ওই সময় এমন খবরও বেরিয়েছিল যে অ্যাপল স্টোর থেকে ফ্রি অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড করা হচ্ছে ‘ট্রুথ সোশ্যাল’। এমনকি ডাউনলোডের দিক থেকে টুইটার ও টিকটককে পেছনে ফেলেছিল এই অ্যাপ।
ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ট্রাম্পকে টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিষিদ্ধ করা হয়। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দেন ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের অক্টোবরে ‘ট্রুথ সোশ্যাল’ প্রতিষ্ঠা করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের বিনিয়োগকারীদের কাছে প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কর্মীরা। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সফটব্যাংক গ্রুপ, থ্রাইভ ক্যাপিটাল এবং ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ। একজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে গত শুক্রবার এ তথ্য জা
১ ঘণ্টা আগেআগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১৭ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১ দিন আগে