অফিশিয়াল বা পড়ালেখার বিভিন্ন ডকুমেন্টস স্মার্টফোনে সংগ্রহ করে অনেকেই। তবে তাড়াহুড়ার সময় সেভ না করে বিভিন্ন ওয়েবসাইটের পেজ, পিডিএফ, ইমেইল ও মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এসব কনটেন্টের পুরো পেজের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এ জন্য স্ক্রল করে একাধিকবার স্ক্রিনশট নেন স্মার্টফোনের ব্যবহারকারীরা। তবে ‘স্ক্রলিং স্ক্রিনশট’ ফিচারের মাধ্যমে সহজেই পুরো পেজের স্ক্রিনশট একেবারই নেওয়া যায়।
একটি সাধারণ স্ক্রিনশটে ফোনের স্ক্রিনে যতটুকু দেখা যায়, শুধু তারই স্ক্রিনশট নেওয়া যায়। তবে স্ক্রলিং স্ক্রিনশটের মাধ্যমে পুরো পেজটি স্ক্রিনশট একেবারেই নেওয়া যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই স্ক্রলিং স্ক্রিনশট নেওয়া যায়।
অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রলিং স্ক্রিনশট যেভাবে নেবেন
স্ক্রলিং স্ক্রিনশট নেওয়ার জন্য স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ বা এর পরবর্তী সংস্করণের হতে হবে।
১. যে ওয়েবপেজ, ডকুমেন্ট বা কনটেন্টের স্ক্রিনশট নিতে চান সেই পেজটিতে যান।
২. সাধারণভাবে যেভাবে স্ক্রিনশট নেন সেইভাবে একটি স্ক্রিনশট নেবেন। (একই সঙ্গে ডিভাইসের পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন চেপে ধরুন।)
৩. স্ক্রিনশট তোলা হলে একটি স্ক্রিনশট প্রিভিউ উইন্ডো দেখা যাবে। সেখানে ‘ক্যাপচার মোর’ বা ‘স্ক্রল’ অপশন খুঁজে বের করুন।
৪. ক্যাপচর মোর বা স্ক্রল বাটনে ট্যাপ করুন। এরপর নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন ফলে নিচের দিকে স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে স্ক্রল হবে বা নিজেই নিচের দিকে স্ক্রল করতে থাকুন।
৫. প্রয়োজনমতো পেজের স্ক্রল করে স্ক্রিনশট নেওয়া শেষ হলে এরপর ‘সেভ’ বা ডাউন বাটনে ট্যাপ করুন।
তবে অনেক পেজ বা অ্যাপ পুরো পেজের স্ক্রিনশট নেওয়ার অনুমতি দেয় না। সেসব পেজের ক্ষেত্রে ‘ক্যাপচার মোর’ বা স্ক্রল বাটনটি দেখা যাবে না।
আইফোনে স্ক্রলিং স্ক্রিনশট নেবেন যেভাবে
১. যে ওয়েবপেজ, ডকুমেন্ট বা কনটেন্টের স্ক্রিনশট নিতে চান সেই পেজটিতে যান।
২. সাধারণ পদ্ধতিতে স্ক্রিনশট নিন। (একই সঙ্গে ডিভাইসের পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন চেপে ধরুন।)
৩. স্ক্রিনশটটির ‘প্রিভিউ উইন্ডো’ দেখা গেলে এতে দ্রুত ট্যাপ করুন।
৪. ওপরের ডান দিকে থাকা ‘ফুল পেজ’ অপশনে ট্যাপ করুন। কনটেন্টটির পুরো এক পেজ থাকলে সেখানে এই অপশন দেখা যাবে।
৫. এরপর নিচের দিকে স্ক্রল করতে থাকুন। ফলে যত দূর পর্যন্ত স্ক্রল করবেন ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন।
৬. স্ক্রিনশট নেওয়া শেষ হলে বাম পাশের ওপরের ‘ডান’ অপশনে ট্যাপ করুন। পরবর্তীতে স্ক্রিনশট এডিট করতে ক্রপ অপশনটিও ব্যবহার করতে পারেন।
অফিশিয়াল বা পড়ালেখার বিভিন্ন ডকুমেন্টস স্মার্টফোনে সংগ্রহ করে অনেকেই। তবে তাড়াহুড়ার সময় সেভ না করে বিভিন্ন ওয়েবসাইটের পেজ, পিডিএফ, ইমেইল ও মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এসব কনটেন্টের পুরো পেজের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এ জন্য স্ক্রল করে একাধিকবার স্ক্রিনশট নেন স্মার্টফোনের ব্যবহারকারীরা। তবে ‘স্ক্রলিং স্ক্রিনশট’ ফিচারের মাধ্যমে সহজেই পুরো পেজের স্ক্রিনশট একেবারই নেওয়া যায়।
একটি সাধারণ স্ক্রিনশটে ফোনের স্ক্রিনে যতটুকু দেখা যায়, শুধু তারই স্ক্রিনশট নেওয়া যায়। তবে স্ক্রলিং স্ক্রিনশটের মাধ্যমে পুরো পেজটি স্ক্রিনশট একেবারেই নেওয়া যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই স্ক্রলিং স্ক্রিনশট নেওয়া যায়।
অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রলিং স্ক্রিনশট যেভাবে নেবেন
স্ক্রলিং স্ক্রিনশট নেওয়ার জন্য স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ বা এর পরবর্তী সংস্করণের হতে হবে।
১. যে ওয়েবপেজ, ডকুমেন্ট বা কনটেন্টের স্ক্রিনশট নিতে চান সেই পেজটিতে যান।
২. সাধারণভাবে যেভাবে স্ক্রিনশট নেন সেইভাবে একটি স্ক্রিনশট নেবেন। (একই সঙ্গে ডিভাইসের পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন চেপে ধরুন।)
৩. স্ক্রিনশট তোলা হলে একটি স্ক্রিনশট প্রিভিউ উইন্ডো দেখা যাবে। সেখানে ‘ক্যাপচার মোর’ বা ‘স্ক্রল’ অপশন খুঁজে বের করুন।
৪. ক্যাপচর মোর বা স্ক্রল বাটনে ট্যাপ করুন। এরপর নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন ফলে নিচের দিকে স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে স্ক্রল হবে বা নিজেই নিচের দিকে স্ক্রল করতে থাকুন।
৫. প্রয়োজনমতো পেজের স্ক্রল করে স্ক্রিনশট নেওয়া শেষ হলে এরপর ‘সেভ’ বা ডাউন বাটনে ট্যাপ করুন।
তবে অনেক পেজ বা অ্যাপ পুরো পেজের স্ক্রিনশট নেওয়ার অনুমতি দেয় না। সেসব পেজের ক্ষেত্রে ‘ক্যাপচার মোর’ বা স্ক্রল বাটনটি দেখা যাবে না।
আইফোনে স্ক্রলিং স্ক্রিনশট নেবেন যেভাবে
১. যে ওয়েবপেজ, ডকুমেন্ট বা কনটেন্টের স্ক্রিনশট নিতে চান সেই পেজটিতে যান।
২. সাধারণ পদ্ধতিতে স্ক্রিনশট নিন। (একই সঙ্গে ডিভাইসের পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন চেপে ধরুন।)
৩. স্ক্রিনশটটির ‘প্রিভিউ উইন্ডো’ দেখা গেলে এতে দ্রুত ট্যাপ করুন।
৪. ওপরের ডান দিকে থাকা ‘ফুল পেজ’ অপশনে ট্যাপ করুন। কনটেন্টটির পুরো এক পেজ থাকলে সেখানে এই অপশন দেখা যাবে।
৫. এরপর নিচের দিকে স্ক্রল করতে থাকুন। ফলে যত দূর পর্যন্ত স্ক্রল করবেন ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন।
৬. স্ক্রিনশট নেওয়া শেষ হলে বাম পাশের ওপরের ‘ডান’ অপশনে ট্যাপ করুন। পরবর্তীতে স্ক্রিনশট এডিট করতে ক্রপ অপশনটিও ব্যবহার করতে পারেন।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে