শুধু টেসলা নয়, প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এখন বৈদ্যুতিক গাড়ি তৈরির দিকে ঝুঁকেছে। ফলে এ বছর বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের গাড়ি তৈরির একটা দারুণ প্রতিযোগিতা দেখা যাবে। লিখেছেন টি এইচ মাহির
ফিচার ডেস্ক
হুন্দাই আনছে নতুন মডেল
গাড়ির জগতে আরেকটি পরিচিত প্রতিষ্ঠান হুন্দাই। আগের বৈদ্যুতিক গাড়ি কিয়া ইভি৯-এর সাফল্যের পর এবার আরও আধুনিক মডেলের গাড়ি বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। হুন্দাই আইওনিক৯ নামের একটি গাড়ি এ বছর বাজারে আসবে। ২১৫ হর্স পাওয়ার একক মোটর বেজ মডেলের পাশাপাশি অল হুইল ড্রাইভ সংস্করণ রয়েছে এই মডেলে। ২৪ মিনিটে এটি চার্জ হবে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত। গাড়িটির ভেতরে প্রথম দুটি সারিতে রিলাক্সেশন সিট রয়েছে। এর তৃতীয় সারিটি বৃত্তাকারভাবে ঘুরতে সক্ষম। এতে আছে বড় টাচ স্ক্রিন ডিসপ্লে, ফোন চার্জিং সুবিধাসহ ৬২০ লিটার লাগেজ বহন করার ক্ষমতা।
বিএমডব্লিউর নতুন মডেল
বিএমডব্লিউর সুপরিচিত ভিশন নিউ ক্লাস এক্স কনসেপ্ট গাড়ির উৎপাদন শুরু হবে এ বছর। বিএমডব্লিউ আই এক্স থ্রি নামের মডেলটি স্বতন্ত্র হেডলাইট এবং গ্রিলের ডিজাইন নিয়ে মাঝারি আকারের গাড়ি হতে পারে। ব্যাটারির ক্ষেত্রে ষষ্ঠ প্রজন্মের ব্যাটারি এতে ব্যবহার করা হবে। গাড়িটি প্রায় ৫০০ মাইল পর্যন্ত যেতে পারবে এক চার্জে। হাঙ্গেরিতে উৎপাদিত হবে এ গাড়ি এবং এই বছরের মাঝামাঝিতে বাজারে আসতে পারে।
বিওয়াইডির গাড়ি
চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে বিওয়াইডি আনছে নতুন দুই মডেলের গাড়ি। বিওয়াইডি ট্যাংগ এল এবং হ্যান এল নামের দুটি মডেল এ বছর বাজারে আসছে। গাড়িগুলোতে উন্নত ড্রাইভিং বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা যাচ্ছে। গাড়ি দুটির ছবি ছাড়া আর কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি। ট্যাংগ এবং হ্যান মডেলের গাড়িগুলো হবে উচ্চমূল্যের।
ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি একটি কারখানা খোলার প্রস্তুতি সেরে ফেলেছে, যেখানে বছরে ২০ হাজারের মতো গাড়ি তৈরি হবে। চলতি বছরের শেষের দিকে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আসতে পারে। সেটির দাম ৫ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফেরারি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে বেশ কিছু প্রোটোটাইপ ছবি প্রকাশ করেছে।
শাওমির নতুন গাড়ি
চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি গত বছর তাদের ইলেকট্রিক কার বাজারে এনে বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতা চলতি বছরও বজায় রাখবে প্রতিষ্ঠানটি।
শাওমি গত বছর এসইউ ৭ বাজারে আনে। গাড়িটি ২৪ ঘণ্টায় ৯০ হাজার অর্ডার পায়। গ্রাহকদের সাড়া পাওয়ায় নতুন বছরে আরও একটি বৈদ্যুতিক গাড়ি আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ বছরের গ্রীষ্মে বাজারে আসতে পারে শাওমির নতুন গাড়ি ওয়াইইউ ৭। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন, এ বছরের জুন বা জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে গাড়িটি। এর ডিজাইন আগের মডেলের বৈদ্যুতিক গাড়ির মতোই রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন মডেলে অন হুইল ড্রাইভ থাকবে এবং গাড়িটি ঘণ্টায় ১৫৭ মাইল চলতে পারবে। ১৯ মিনিটে এর ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। এক চার্জে ৪০০ থেকে ৪৩৫ মাইল পর্যন্ত চলবে গাড়িটি। ওয়াইইউ ৭ মডেলের এ গাড়ির দাম হবে ৩৪ থেকে ৪৮ হাজার ডলার।
টেসলার সাশ্রয়ী মূল্যের গাড়ি
২০২৫ সালে টেসলা সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে পারে। টেসলার মডেল কিউ নামের ছোট একটি সাইবার ক্যাব ৩৭ হাজার ৫০০ ডলারে পাওয়া যেতে পারে। এ বছরের শুরুর দিকে এটি বাজারে আসার কথা। গাড়িটিতে দুটি ব্যাটারি থাকতে পারে। মডেল কিউতে ফিজিক্যাল সুইচ গিয়ার ছাড়া একটি স্ট্রাইপ ব্যাক ইন্টেরিয়র থাকবে। এতে একটি বড় টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে, যা নেভিগেশন সিস্টেম, জলবায়ু নিয়ন্ত্রণ, গাড়ির বিভিন্ন সেটিংসসহ প্রয়োজনীয় সবকিছু নিয়ন্ত্রণে ব্যবহার করা যাবে।
হুন্দাই আনছে নতুন মডেল
গাড়ির জগতে আরেকটি পরিচিত প্রতিষ্ঠান হুন্দাই। আগের বৈদ্যুতিক গাড়ি কিয়া ইভি৯-এর সাফল্যের পর এবার আরও আধুনিক মডেলের গাড়ি বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। হুন্দাই আইওনিক৯ নামের একটি গাড়ি এ বছর বাজারে আসবে। ২১৫ হর্স পাওয়ার একক মোটর বেজ মডেলের পাশাপাশি অল হুইল ড্রাইভ সংস্করণ রয়েছে এই মডেলে। ২৪ মিনিটে এটি চার্জ হবে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত। গাড়িটির ভেতরে প্রথম দুটি সারিতে রিলাক্সেশন সিট রয়েছে। এর তৃতীয় সারিটি বৃত্তাকারভাবে ঘুরতে সক্ষম। এতে আছে বড় টাচ স্ক্রিন ডিসপ্লে, ফোন চার্জিং সুবিধাসহ ৬২০ লিটার লাগেজ বহন করার ক্ষমতা।
বিএমডব্লিউর নতুন মডেল
বিএমডব্লিউর সুপরিচিত ভিশন নিউ ক্লাস এক্স কনসেপ্ট গাড়ির উৎপাদন শুরু হবে এ বছর। বিএমডব্লিউ আই এক্স থ্রি নামের মডেলটি স্বতন্ত্র হেডলাইট এবং গ্রিলের ডিজাইন নিয়ে মাঝারি আকারের গাড়ি হতে পারে। ব্যাটারির ক্ষেত্রে ষষ্ঠ প্রজন্মের ব্যাটারি এতে ব্যবহার করা হবে। গাড়িটি প্রায় ৫০০ মাইল পর্যন্ত যেতে পারবে এক চার্জে। হাঙ্গেরিতে উৎপাদিত হবে এ গাড়ি এবং এই বছরের মাঝামাঝিতে বাজারে আসতে পারে।
বিওয়াইডির গাড়ি
চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে বিওয়াইডি আনছে নতুন দুই মডেলের গাড়ি। বিওয়াইডি ট্যাংগ এল এবং হ্যান এল নামের দুটি মডেল এ বছর বাজারে আসছে। গাড়িগুলোতে উন্নত ড্রাইভিং বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা যাচ্ছে। গাড়ি দুটির ছবি ছাড়া আর কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি। ট্যাংগ এবং হ্যান মডেলের গাড়িগুলো হবে উচ্চমূল্যের।
ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি একটি কারখানা খোলার প্রস্তুতি সেরে ফেলেছে, যেখানে বছরে ২০ হাজারের মতো গাড়ি তৈরি হবে। চলতি বছরের শেষের দিকে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আসতে পারে। সেটির দাম ৫ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফেরারি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে বেশ কিছু প্রোটোটাইপ ছবি প্রকাশ করেছে।
শাওমির নতুন গাড়ি
চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি গত বছর তাদের ইলেকট্রিক কার বাজারে এনে বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতা চলতি বছরও বজায় রাখবে প্রতিষ্ঠানটি।
শাওমি গত বছর এসইউ ৭ বাজারে আনে। গাড়িটি ২৪ ঘণ্টায় ৯০ হাজার অর্ডার পায়। গ্রাহকদের সাড়া পাওয়ায় নতুন বছরে আরও একটি বৈদ্যুতিক গাড়ি আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ বছরের গ্রীষ্মে বাজারে আসতে পারে শাওমির নতুন গাড়ি ওয়াইইউ ৭। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন, এ বছরের জুন বা জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে গাড়িটি। এর ডিজাইন আগের মডেলের বৈদ্যুতিক গাড়ির মতোই রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন মডেলে অন হুইল ড্রাইভ থাকবে এবং গাড়িটি ঘণ্টায় ১৫৭ মাইল চলতে পারবে। ১৯ মিনিটে এর ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। এক চার্জে ৪০০ থেকে ৪৩৫ মাইল পর্যন্ত চলবে গাড়িটি। ওয়াইইউ ৭ মডেলের এ গাড়ির দাম হবে ৩৪ থেকে ৪৮ হাজার ডলার।
টেসলার সাশ্রয়ী মূল্যের গাড়ি
২০২৫ সালে টেসলা সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে পারে। টেসলার মডেল কিউ নামের ছোট একটি সাইবার ক্যাব ৩৭ হাজার ৫০০ ডলারে পাওয়া যেতে পারে। এ বছরের শুরুর দিকে এটি বাজারে আসার কথা। গাড়িটিতে দুটি ব্যাটারি থাকতে পারে। মডেল কিউতে ফিজিক্যাল সুইচ গিয়ার ছাড়া একটি স্ট্রাইপ ব্যাক ইন্টেরিয়র থাকবে। এতে একটি বড় টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে, যা নেভিগেশন সিস্টেম, জলবায়ু নিয়ন্ত্রণ, গাড়ির বিভিন্ন সেটিংসসহ প্রয়োজনীয় সবকিছু নিয়ন্ত্রণে ব্যবহার করা যাবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে