Ajker Patrika

গুগল ডুডলে ‘বিশ্ব ধরিত্রী দিবস’

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৫: ৩৩
গুগল ডুডলে ‘বিশ্ব ধরিত্রী দিবস’

আজ বিশ্ব ধরিত্রী দিবস। ১৯৭০ সাল থেকে পরিবেশ-প্রকৃতি রক্ষায় দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির স্লোগান, ‘ধরিত্রী রক্ষায় বিনিয়োগ করো।’ এই দিনে একটি ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট ও বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

বিশ্বে প্রচলিত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস উপলক্ষে ডুডল প্রকাশ করে থাকে গুগল। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষেও এর ব্যতিক্রম হয়নি। এবারের ‘ধরিত্রী দিবস উপলক্ষে’ গুগল ডুডলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রতিচ্ছবি তুলে ধরেছে।

গডুডলের বর্ণনা দিয়ে গুগল জানিয়েছে, আজকের বিশ্ব ধরিত্রী দিবসে গুগল আর্থ আমাদের গ্রহজুড়ে জলবায়ু পরিবর্তনের বাস্তব সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এড়াতে টেকসই পদ্ধতিতে কাজ করা প্রয়োজন—এমনটিই ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ডুডলের মাধ্যমে।

বিশ্ব ধরিত্রী দিবস-২০২২-এর ডুডলে গুগল ১৯৮৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতচূড়ার হিমবাহের পরিবর্তন, ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ডের সেরমারসুক হিমবাহের স্থান এবং অবস্থা পরিবর্তন, ২০১৬ সালের অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থা এবং ১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জার্মানির হার্জ ফরেস্টের তুলনামূলক পরিবর্তনের চিত্র তুলে ধরেছে। এর মাধ্যমে গুগল তুলে ধরার চেষ্টা করেছে—জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানগুলো কীভাবে বদলে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত