আজকের পত্রিকা ডেস্ক
ভাইরাল হওয়া ডেটিং নিরাপত্তা অ্যাপ ‘টি’ (Tea) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, হ্যাকাররা অ্যাপের ডেটাবেজে অনুপ্রবেশ করে মোট ৭২ হাজার ছবি চুরি করেছে।
টি অ্যাপটি মূলত নারী ব্যবহারকারীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা নাম প্রকাশ না করে তাদের সাবেক বা বর্তমান প্রেমিক সম্পর্কে মন্তব্য করতে পারেন। অ্যাপটি দাবি করে, এটি একটি ‘ডেটিং সেফটি’ টুল, যেখানে নারীরা অন্য নারীদের অভিজ্ঞতা জেনে কোনো পুরুষ সম্পর্কে সতর্কতা বা ধারণা পেতে পারেন। ব্যবহারকারীরা কোনো ব্যক্তির নাম ও ছবি যুক্ত করে তাকে মূল্যায়ন করতে পারেন এবং সেই পোস্টে অন্যরাও মন্তব্য করতে পারেন।
অ্যাপটির চুরি হওয়া ছবির মধ্যে ১৩ হাজার সেলফি ও ফটো আইডি রয়েছে, যেগুলো অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা দিয়েছিলেন। এ ছাড়া, পোস্ট, মন্তব্য ও ডাইরেক্ট মেসেজ থেকে সংগৃহীত আরও ৫৯ হাজার ছবি হ্যাকারদের হাতে পড়েছে।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের ইমেইল কিংবা ফোন নম্বর ফাঁস হয়নি। শুধু ২০২৪ সালের ফেব্রুয়ারির আগে যারা অ্যাপে সাইন আপ করেছিলেন, তাদের তথ্যই এই ফাঁসের মধ্যে পড়েছে।
টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা তৃতীয় পক্ষের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি এবং আমাদের সিস্টেম নিরাপদ করতে দিনরাত পরিশ্রম করছি। বর্তমানে আমরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং তথ্য ফাঁসের দুর্বলতাও দূর করেছি।’
তথ্যপ্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন ফোরাম ৪ চ্যানের কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে, তারা ‘টি’ অ্যাপের ফাঁস হওয়া ডেটা ও ব্যবহারকারীদের সেলফি শেয়ার করছেন।
তথ্য ফাঁসের এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন ‘টি’ অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সপ্তাহজুড়ে সামাজিক মাধ্যমে অ্যাপটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত এটি অ্যাপলের অ্যাপ স্টোরে বিনা মূল্যে ডাউনলোডের তালিকায় প্রথম অবস্থানে ছিল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
ভাইরাল হওয়া ডেটিং নিরাপত্তা অ্যাপ ‘টি’ (Tea) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, হ্যাকাররা অ্যাপের ডেটাবেজে অনুপ্রবেশ করে মোট ৭২ হাজার ছবি চুরি করেছে।
টি অ্যাপটি মূলত নারী ব্যবহারকারীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা নাম প্রকাশ না করে তাদের সাবেক বা বর্তমান প্রেমিক সম্পর্কে মন্তব্য করতে পারেন। অ্যাপটি দাবি করে, এটি একটি ‘ডেটিং সেফটি’ টুল, যেখানে নারীরা অন্য নারীদের অভিজ্ঞতা জেনে কোনো পুরুষ সম্পর্কে সতর্কতা বা ধারণা পেতে পারেন। ব্যবহারকারীরা কোনো ব্যক্তির নাম ও ছবি যুক্ত করে তাকে মূল্যায়ন করতে পারেন এবং সেই পোস্টে অন্যরাও মন্তব্য করতে পারেন।
অ্যাপটির চুরি হওয়া ছবির মধ্যে ১৩ হাজার সেলফি ও ফটো আইডি রয়েছে, যেগুলো অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা দিয়েছিলেন। এ ছাড়া, পোস্ট, মন্তব্য ও ডাইরেক্ট মেসেজ থেকে সংগৃহীত আরও ৫৯ হাজার ছবি হ্যাকারদের হাতে পড়েছে।
তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের ইমেইল কিংবা ফোন নম্বর ফাঁস হয়নি। শুধু ২০২৪ সালের ফেব্রুয়ারির আগে যারা অ্যাপে সাইন আপ করেছিলেন, তাদের তথ্যই এই ফাঁসের মধ্যে পড়েছে।
টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা তৃতীয় পক্ষের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি এবং আমাদের সিস্টেম নিরাপদ করতে দিনরাত পরিশ্রম করছি। বর্তমানে আমরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং তথ্য ফাঁসের দুর্বলতাও দূর করেছি।’
তথ্যপ্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন ফোরাম ৪ চ্যানের কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে, তারা ‘টি’ অ্যাপের ফাঁস হওয়া ডেটা ও ব্যবহারকারীদের সেলফি শেয়ার করছেন।
তথ্য ফাঁসের এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন ‘টি’ অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সপ্তাহজুড়ে সামাজিক মাধ্যমে অ্যাপটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত এটি অ্যাপলের অ্যাপ স্টোরে বিনা মূল্যে ডাউনলোডের তালিকায় প্রথম অবস্থানে ছিল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১৯ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে