Ajker Patrika

ইতালিতে আবার চালু হলো চ্যাটজিপিটি  

প্রযুক্তি ডেস্ক
ইতালিতে আবার চালু হলো চ্যাটজিপিটি  

ইতালিতে আবার চালু হয়েছে চ্যাটজিপিটি। এর আগে, সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগের কারণে দেশটিতে চ্যাটবটটি নিষিদ্ধ করা হয়। পাশাপাশি এই প্ল্যাটফর্মে নীতিমালা লঙ্ঘনের সম্ভাবনা নিয়ে তদন্ত শুরু করে দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ। তবে সংস্থাটির উত্থাপিত বিভিন্ন সমস্যার সমাধানে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই কাজ শুরু করায় দেশটিতে পুনরায় চালু হয়েছে জনপ্রিয় এই চ্যাটবট।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন উদ্বেগ সমাধান করে দেশটিতে পুনরায় চ্যাটবটের কার্যক্রম শুরুর অনুমতি পেতে ওপেনএআই’কে রোববার পর্যন্ত সময় দিয়েছিল ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ। গত ৩১ মার্চ ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ বলেছিল, ‘চ্যাটজিপিটিতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ থাকায় এটি নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের পাশাপাশি ওপেনএআইয়ের বিরুদ্ধে তদন্ত করা হবে।’

ইতালীয় পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গত ২০ মার্চ প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের চ্যাটের তথ্য ও অর্থ প্রদানসংক্রান্ত তথ্য ফাঁসের বিষয়টি নজরে আসে। সংস্থাটি বলছে, প্ল্যাটফর্মটির কার্যক্রম পরিচালনায় অ্যালগরিদমকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যের কথা বলে গণহারে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও মজুতের কোনো আইনি ভিত্তি নেই। 

এ ছাড়া, চ্যাটজিপিটিতে ব্যবহারকারীদের বয়স যাচাই করার কোনো ব্যবস্থা নেই। ফলে প্ল্যাটফর্মটি অপ্রাপ্তবয়স্কদের অনুপযুক্ত উত্তর দেবে। ইতালীয় সংস্থাটি বলেছে, কর্তৃপক্ষের উদ্বেগ নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে—     প্রশ্নের জবাব দিতে ওপেনএআইকে ২০ দিন সময় দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে দুই কোটি ইউরো অথবা বার্ষিক আয়ের ৪ শতাংশ জরিমানা গুনতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত