প্রযুক্তি ডেস্ক
প্রচণ্ড গরমে যখন ওষ্ঠাগত জনজীবন, তখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ঘন ঘন লোডশেডিং। গরমে আরাম পেতে তাই সবাই ছুটছেন চার্জার ফ্যানের খোঁজে। বিদ্যুৎ থাকা অবস্থায় এ ফ্যানে ঠিকঠাক চার্জ দিয়ে রাখলে বিদ্যুৎ চলে গেলেও কয়েক ঘণ্টা শীতল থাকা যায় স্বচ্ছন্দে।
যা ভাবনায় রাখতে হবে
চার্জার ফ্যান কেনার আগে কয়েকটি বিষয় ভাবনায় রাখতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঘরের আকার। ঘরের আকার বা আয়তন অনুযায়ী ফ্যানের আকার হলে ফ্যানের বাতাস ঘরকে সহজেই শীতল করতে পারবে। এ ছাড়া অন্য যে বিষয়টি বিবেচনায় রাখতে হবে তা হলো, ফ্যানের ঘূর্ণন গতি। মিনিটে যত বেশি ঘুরতে পারবে বাতাস ততই বেশি হবে। এ ছাড়া ফ্যানের মোটর কতটুকু তাপমাত্রা সহ্য করে ঘুরতে পারবে, ব্যাটারির সক্ষমতা কেমন সেগুলো জানাও জরুরি বিষয়।
বিভিন্ন ব্র্যান্ড
বাজারে নানান ব্র্যান্ডের চার্জার ফ্যান কিনতে পাওয়া যায়। যেমন ভিশন, ওয়ালটন, ক্লিক, সানকা, বিআরবি, যমুনা, সিটি, ন্যাশনাল, এনার্জিপ্যাক, সুপারস্টার, গাজী, নোভা, সিঙ্গার, ফিলিপস, কেনেডি, ডিভেন্ডার, মিয়াকো, সানমুন, ব্রাইটস্টার ইত্যাদি। এসব চার্জার ফ্যান কিনতে পাওয়া যাবে ব্র্যান্ডগুলোর শোরুমে। এ ছাড়া জেলা শহরগুলোর বড় যেকোনো ইলেকট্রনিকসের দোকানেও পাওয়া যাবে এগুলো।
দরদাম
ব্র্যান্ড এবং আকারভেদে ১,০০০ থেকে ১০,০০০ হাজার টাকা দাম পড়ে চার্জার ফ্যানের। দুই বছর থেকে ১২ বছর পর্যন্ত ওয়ারেন্টি কিংবা গ্যারান্টিও পাওয়া যায়।
যা খেয়াল রাখবেন
» অনেক চার্জার ফ্যানে ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জ নেওয়া বন্ধ করার সুবিধাটি থাকে না। কেনার সময় এ বিষয়টি জেনে নিতে হবে।
» পুরোপুরি শেষ করে চার্জ দিলে তাতে ব্যাটারির ক্ষতি হয়। ফলে একেবারে শেষ হওয়ার আগে চার্জ দিন।
» চার্জার ফ্যানগুলো যেহেতু বিদ্যুৎ এবং ব্যাটারি দুটোতেই চলে, তাই বিদ্যুৎ থাকলেও কিংবা ফ্যানের প্রয়োজন না থাকলেও কিছুক্ষণ ব্যাটারিতে চালালে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
» চার্জার ফ্যানের ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে নতুন ট্রান্সফরমার লাগিয়ে নেওয়া যায়। এ ক্ষেত্রে ব্যবহৃত ফ্যানটিতে যে ট্রান্সফরমার ছিল, ঠিক তেমনটিই লাগানো বুদ্ধিমানের কাজ।
প্রচণ্ড গরমে যখন ওষ্ঠাগত জনজীবন, তখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ঘন ঘন লোডশেডিং। গরমে আরাম পেতে তাই সবাই ছুটছেন চার্জার ফ্যানের খোঁজে। বিদ্যুৎ থাকা অবস্থায় এ ফ্যানে ঠিকঠাক চার্জ দিয়ে রাখলে বিদ্যুৎ চলে গেলেও কয়েক ঘণ্টা শীতল থাকা যায় স্বচ্ছন্দে।
যা ভাবনায় রাখতে হবে
চার্জার ফ্যান কেনার আগে কয়েকটি বিষয় ভাবনায় রাখতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঘরের আকার। ঘরের আকার বা আয়তন অনুযায়ী ফ্যানের আকার হলে ফ্যানের বাতাস ঘরকে সহজেই শীতল করতে পারবে। এ ছাড়া অন্য যে বিষয়টি বিবেচনায় রাখতে হবে তা হলো, ফ্যানের ঘূর্ণন গতি। মিনিটে যত বেশি ঘুরতে পারবে বাতাস ততই বেশি হবে। এ ছাড়া ফ্যানের মোটর কতটুকু তাপমাত্রা সহ্য করে ঘুরতে পারবে, ব্যাটারির সক্ষমতা কেমন সেগুলো জানাও জরুরি বিষয়।
বিভিন্ন ব্র্যান্ড
বাজারে নানান ব্র্যান্ডের চার্জার ফ্যান কিনতে পাওয়া যায়। যেমন ভিশন, ওয়ালটন, ক্লিক, সানকা, বিআরবি, যমুনা, সিটি, ন্যাশনাল, এনার্জিপ্যাক, সুপারস্টার, গাজী, নোভা, সিঙ্গার, ফিলিপস, কেনেডি, ডিভেন্ডার, মিয়াকো, সানমুন, ব্রাইটস্টার ইত্যাদি। এসব চার্জার ফ্যান কিনতে পাওয়া যাবে ব্র্যান্ডগুলোর শোরুমে। এ ছাড়া জেলা শহরগুলোর বড় যেকোনো ইলেকট্রনিকসের দোকানেও পাওয়া যাবে এগুলো।
দরদাম
ব্র্যান্ড এবং আকারভেদে ১,০০০ থেকে ১০,০০০ হাজার টাকা দাম পড়ে চার্জার ফ্যানের। দুই বছর থেকে ১২ বছর পর্যন্ত ওয়ারেন্টি কিংবা গ্যারান্টিও পাওয়া যায়।
যা খেয়াল রাখবেন
» অনেক চার্জার ফ্যানে ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জ নেওয়া বন্ধ করার সুবিধাটি থাকে না। কেনার সময় এ বিষয়টি জেনে নিতে হবে।
» পুরোপুরি শেষ করে চার্জ দিলে তাতে ব্যাটারির ক্ষতি হয়। ফলে একেবারে শেষ হওয়ার আগে চার্জ দিন।
» চার্জার ফ্যানগুলো যেহেতু বিদ্যুৎ এবং ব্যাটারি দুটোতেই চলে, তাই বিদ্যুৎ থাকলেও কিংবা ফ্যানের প্রয়োজন না থাকলেও কিছুক্ষণ ব্যাটারিতে চালালে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
» চার্জার ফ্যানের ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে নতুন ট্রান্সফরমার লাগিয়ে নেওয়া যায়। এ ক্ষেত্রে ব্যবহৃত ফ্যানটিতে যে ট্রান্সফরমার ছিল, ঠিক তেমনটিই লাগানো বুদ্ধিমানের কাজ।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে