ইলন মাস্কের স্টার্টআপ প্রতিষ্ঠান এক্সএআই তাদের ‘গ্রোক’ এআই চ্যাটবটের পরবর্তী সংস্করণ ‘গ্রোক ৩’ উন্মোচন করতে যাচ্ছে। সিলিকন ভ্যালির স্থানীয় সময় সোমবার রাত ৮টায় এটি সরাসরি প্রদর্শিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক নিজেই এই খবর জানিয়েছেন।
গ্রোক ৩–কে সিনথেটিক ডেটা (কৃত্রিম তথ্য) দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি তার ভুলগুলো শনাক্ত করতে পারে এবং ডেটা পর্যালোচনা করে যুক্তির মাধ্যমে সংগতিপূর্ণ ফলাফল তৈরি করে। মাস্ক বলেন, পণ্যটি নিখুঁত করতে ডেভেলপার দলের সঙ্গে কাজ করছেন তিনি। এখন পর্যন্ত বাজারে আসা প্রতিটি এআই টুলকে ছাড়িয়ে যাবে গ্রোক।
বাংলাদেশ থেকে অনুষ্ঠানটি দেখবেন যেভাবে
‘গ্রোক ৩’ এআই চ্যাটবটের উন্মোচনের অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে এক্স প্ল্যাটফর্মে। এটি বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টায় সম্প্রচারিত হবে।
গত সপ্তাহে মাস্ক বলেন, গ্রোক ৩ এখন উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে এটি বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে।
এখন বিভিন্ন এআই পণ্যের বাজারে প্রতিযোগিতা করতে চায় এক্সএআই। তাই ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো পণ্য তৈরি করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।
গ্রোক ৩ এমন সময় বাজারে আসছে যখন বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে আরও কার্যকর ও সাশ্রয়ী দামে তৈরি এআই চ্যাটবট চালু করার জন্য তাড়াহুড়া করছে। কারণ চীনা স্টার্টআপ ডিপসিক গত মাসে একটি কম দামের উচ্চমানের চ্যাটবট উন্মোচন করে বৈশ্বিক এআই শিল্পকে চমকে দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্বের দিকেও চ্যালেঞ্জ রেখেছে। ডিপসিক খুব দ্রুতই অ্যাপল অ্যাপ স্টোরে চ্যাটজিপিটি–র ডাউনলোডের সংখ্যাও ছাড়িয়ে যায়।
এর আগে মাস্ক একাধিকবার সতর্ক করেছেন যে, এআই মানব সভ্যতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে। এরপরও তিনি এই খাতে আরও বড় বিনিয়োগের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
২০২৩ সালে ডিসেম্বরে এক্সএআই জানিয়েছিল, এটি ৬ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহ করেছে, যার মধ্যে ছিলেন মার্কিন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, চিপ নির্মাতা এনভিডিয়া ও এএমডি এবং সৌদি আরব ও কাতারের বিনিয়োগ তহবিলসহ আরও অনেক বিনিয়োগকারী। প্রথম দফায়, ২০২৩ সালের মে মাসে তারা ৬ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছিল।
এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপগুলোর মধ্যে একটি, তবে এখনো ওপেনএআই–এর তুলনায় অনেক ছোট।
২০১৩ সালে জুলাইয়ে এক্সআই প্রতিষ্ঠা করেন মাস্ক। আর তার কিছুদিন পরেই তিনি শক্তিশালী এআই মডেলগুলোর উন্নয়ন স্থগিত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছিলেন।
সম্প্রতি ওপেনএআই কিনে নেওয়ার ৯৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের প্রস্তাব করেন ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী। গত শুক্রবার ওপেনএআই–এর বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন যে, তারা একমত হয়ে একটি ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবনা গ্রহণ করেনি।
এই বিষয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান বলেছিলেন, ‘আমি চাই, একটি ভালো পণ্য তৈরি করে তিনি (মাস্ক) প্রতিযোগিতা করুন।’
ইলন মাস্কের স্টার্টআপ প্রতিষ্ঠান এক্সএআই তাদের ‘গ্রোক’ এআই চ্যাটবটের পরবর্তী সংস্করণ ‘গ্রোক ৩’ উন্মোচন করতে যাচ্ছে। সিলিকন ভ্যালির স্থানীয় সময় সোমবার রাত ৮টায় এটি সরাসরি প্রদর্শিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক নিজেই এই খবর জানিয়েছেন।
গ্রোক ৩–কে সিনথেটিক ডেটা (কৃত্রিম তথ্য) দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি তার ভুলগুলো শনাক্ত করতে পারে এবং ডেটা পর্যালোচনা করে যুক্তির মাধ্যমে সংগতিপূর্ণ ফলাফল তৈরি করে। মাস্ক বলেন, পণ্যটি নিখুঁত করতে ডেভেলপার দলের সঙ্গে কাজ করছেন তিনি। এখন পর্যন্ত বাজারে আসা প্রতিটি এআই টুলকে ছাড়িয়ে যাবে গ্রোক।
বাংলাদেশ থেকে অনুষ্ঠানটি দেখবেন যেভাবে
‘গ্রোক ৩’ এআই চ্যাটবটের উন্মোচনের অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে এক্স প্ল্যাটফর্মে। এটি বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টায় সম্প্রচারিত হবে।
গত সপ্তাহে মাস্ক বলেন, গ্রোক ৩ এখন উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে এটি বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে।
এখন বিভিন্ন এআই পণ্যের বাজারে প্রতিযোগিতা করতে চায় এক্সএআই। তাই ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো পণ্য তৈরি করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।
গ্রোক ৩ এমন সময় বাজারে আসছে যখন বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে আরও কার্যকর ও সাশ্রয়ী দামে তৈরি এআই চ্যাটবট চালু করার জন্য তাড়াহুড়া করছে। কারণ চীনা স্টার্টআপ ডিপসিক গত মাসে একটি কম দামের উচ্চমানের চ্যাটবট উন্মোচন করে বৈশ্বিক এআই শিল্পকে চমকে দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্বের দিকেও চ্যালেঞ্জ রেখেছে। ডিপসিক খুব দ্রুতই অ্যাপল অ্যাপ স্টোরে চ্যাটজিপিটি–র ডাউনলোডের সংখ্যাও ছাড়িয়ে যায়।
এর আগে মাস্ক একাধিকবার সতর্ক করেছেন যে, এআই মানব সভ্যতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে। এরপরও তিনি এই খাতে আরও বড় বিনিয়োগের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
২০২৩ সালে ডিসেম্বরে এক্সএআই জানিয়েছিল, এটি ৬ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহ করেছে, যার মধ্যে ছিলেন মার্কিন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, চিপ নির্মাতা এনভিডিয়া ও এএমডি এবং সৌদি আরব ও কাতারের বিনিয়োগ তহবিলসহ আরও অনেক বিনিয়োগকারী। প্রথম দফায়, ২০২৩ সালের মে মাসে তারা ৬ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছিল।
এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপগুলোর মধ্যে একটি, তবে এখনো ওপেনএআই–এর তুলনায় অনেক ছোট।
২০১৩ সালে জুলাইয়ে এক্সআই প্রতিষ্ঠা করেন মাস্ক। আর তার কিছুদিন পরেই তিনি শক্তিশালী এআই মডেলগুলোর উন্নয়ন স্থগিত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছিলেন।
সম্প্রতি ওপেনএআই কিনে নেওয়ার ৯৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের প্রস্তাব করেন ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী। গত শুক্রবার ওপেনএআই–এর বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন যে, তারা একমত হয়ে একটি ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবনা গ্রহণ করেনি।
এই বিষয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান বলেছিলেন, ‘আমি চাই, একটি ভালো পণ্য তৈরি করে তিনি (মাস্ক) প্রতিযোগিতা করুন।’
টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে ব্যবহারকারীদের তথ্য রাশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীকে না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ মিনিট আগেবর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১৮ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৯ ঘণ্টা আগে