ইমেইল আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ জিমেইল। এই প্ল্যাটফর্মে ফন্টের আকার পছন্দের মতো পরিবর্তন করার সুযোগ রয়েছে। তবে এই ফিচারটি সম্পর্কে অনেকেই জানে না। খুব সহজেই ফন্টের আকার বা সাইজ পরিবর্তন করা যায়।
ফন্ট আকার পরিবর্তনের আগে কিছু বিষয় জানা প্রয়োজন। ব্যবহারকারীরা দুইভাবে ফন্ট সাইজ বাড়াতে পারে। প্রথমটি হল–আপনার ইমেইলের মধ্যে টেক্সটের সাইজ বাড়ানো। অর্থাৎ ইমেইল লেখার সময় ফন্টের সাইজের বাড়ানো। দ্বিতীয়টি হল—জিমেইলের এর সেটিংসের মাধ্যমে সাইজ বাড়ানো, যাতে প্রতিবার একই ফন্টের সাইজে ইমেইল লেখা যায়।
জিমেইলে ফন্ট পরিবর্তনের চারটি সাইজ অপশন রয়েছে। যেমন: স্মল (ছোট), নরমাল (স্বাভাবিক), লার্জ (বড়) বা হিউজ (বিশাল)। ইমেইলগুলোর জন্য ডিফল্ট সেটিংস হলো—‘নরমাল’।
ইমেইল পাঠানোর সময় ফন্ট সাইজ বাড়াবেন যেভাবে
জিমেইল প্রতিবার ইমেইল লেখার সময় টেক্সটের ফন্ট সাইজ বাড়ানো–কমানোর সুযোগ থাকে। ইমেইলের বিষয়বস্তু গুরুত্ব বোঝাতে বা স্পষ্টভাবে তুলে ধরতে এই সুযোগ দেওয়া হয়। কারণ মূল শব্দগুলোর ফন্ট সাইজ বাড়ালে পাঠকের চোখ সেটির দিকে আকৃষ্ট হবে।
কম্পিউটার থেকে ফন্ট সাইজ পরিবর্তন
১. জিমেইল চালু করুন।
২. স্ক্রিনের ওপরের-বাম কোনায় থাকা জিমেইল লোগোর নিচে কম্পোজ অপশনে ক্লিক করুন।
৩. ফরম্যাটিং অপশনস (A) খুলুন।
৪. সাইজ ((TT) অপশনে ক্লিক করুন।
৫. চারটি সাইজ অপশন থেকে একটি পছন্দ করুন।
স্মার্টফোন ফন্ট সাইজ পরিবর্তন করবেন যেভাবে
স্মার্টফোনে জিমেইল অ্যাপ থেকে সরাসরি ফন্ট সাইজ পরিবর্তন করা যায় না। এ জন্য ফোনের সেটিংস ব্যবহার করতে হয়।
১. স্মার্টফোনের সেটিংস অপশন চালু করুন।
২. এবার সার্চ বক্সে ‘ফন্ট সাইজ’ বা ‘টেক্সট সাইজ’ শব্দটি লিখে সার্চ করুন।
৩. এর পর নিচের স্লাইডারটি ডানে বা বামে নিয়ে ফোনের ফন্ট সাইজ পরিবর্তন করুন।
৪. এখন জিমেইল অ্যাপে গিয়ে স্বাভাবিকভাবে মেইল কম্পোজ করুন।
ডিফল্ট ফন্ট সাইজ নির্ধারণ করবেন যেভাবে
বড় বা বিশাল আকারের টেক্সটে (যেগুলো জিমেইল এর ডিফল্ট স্বাভাবিক সাইজের চেয়ে দুটি বড়) ইমেইল লিখতে পছন্দ করলে সেটিংস থেকে এই পরিবর্তনটি করুন। এতে প্রতিবার ইমেইল লেখার সময় ফন্ট সাইজ বাড়ানোর প্রয়োজন হবে না। একই পদক্ষেপ অনুসরণ করে ফন্ট সাইজ ছোটও করতে পারেন।
১. কম্পিউটারে জিমেইল চালু করুন।
২. এরপর ওপরের বাম দিকে থাকা সেটিংস অ্যাপে চালু করুন।
৩. এরপর ‘সি অল সেটিংস’–এ ক্লিক করুন।
৪. এখন ‘ডিফল্ট টেক্সট স্টাইল’ সেকশনে যান। (এটি জেনারেল ট্যাবের অধীরে আছে)
৫. সাইজ (TT) অপশনে ক্লিক করুন। ডিসপ্লে বক্সে একটি টেক্সট স্যাম্পল দেখতে পাবেন। এখান থেকে পছন্দমতো ফন্ট সাইজ নির্বাচন করুন।
৬. নিচের দিকে স্ক্রল সেভ চেঞ্জেস-এ ক্লিক করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
ইমেইল আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ জিমেইল। এই প্ল্যাটফর্মে ফন্টের আকার পছন্দের মতো পরিবর্তন করার সুযোগ রয়েছে। তবে এই ফিচারটি সম্পর্কে অনেকেই জানে না। খুব সহজেই ফন্টের আকার বা সাইজ পরিবর্তন করা যায়।
ফন্ট আকার পরিবর্তনের আগে কিছু বিষয় জানা প্রয়োজন। ব্যবহারকারীরা দুইভাবে ফন্ট সাইজ বাড়াতে পারে। প্রথমটি হল–আপনার ইমেইলের মধ্যে টেক্সটের সাইজ বাড়ানো। অর্থাৎ ইমেইল লেখার সময় ফন্টের সাইজের বাড়ানো। দ্বিতীয়টি হল—জিমেইলের এর সেটিংসের মাধ্যমে সাইজ বাড়ানো, যাতে প্রতিবার একই ফন্টের সাইজে ইমেইল লেখা যায়।
জিমেইলে ফন্ট পরিবর্তনের চারটি সাইজ অপশন রয়েছে। যেমন: স্মল (ছোট), নরমাল (স্বাভাবিক), লার্জ (বড়) বা হিউজ (বিশাল)। ইমেইলগুলোর জন্য ডিফল্ট সেটিংস হলো—‘নরমাল’।
ইমেইল পাঠানোর সময় ফন্ট সাইজ বাড়াবেন যেভাবে
জিমেইল প্রতিবার ইমেইল লেখার সময় টেক্সটের ফন্ট সাইজ বাড়ানো–কমানোর সুযোগ থাকে। ইমেইলের বিষয়বস্তু গুরুত্ব বোঝাতে বা স্পষ্টভাবে তুলে ধরতে এই সুযোগ দেওয়া হয়। কারণ মূল শব্দগুলোর ফন্ট সাইজ বাড়ালে পাঠকের চোখ সেটির দিকে আকৃষ্ট হবে।
কম্পিউটার থেকে ফন্ট সাইজ পরিবর্তন
১. জিমেইল চালু করুন।
২. স্ক্রিনের ওপরের-বাম কোনায় থাকা জিমেইল লোগোর নিচে কম্পোজ অপশনে ক্লিক করুন।
৩. ফরম্যাটিং অপশনস (A) খুলুন।
৪. সাইজ ((TT) অপশনে ক্লিক করুন।
৫. চারটি সাইজ অপশন থেকে একটি পছন্দ করুন।
স্মার্টফোন ফন্ট সাইজ পরিবর্তন করবেন যেভাবে
স্মার্টফোনে জিমেইল অ্যাপ থেকে সরাসরি ফন্ট সাইজ পরিবর্তন করা যায় না। এ জন্য ফোনের সেটিংস ব্যবহার করতে হয়।
১. স্মার্টফোনের সেটিংস অপশন চালু করুন।
২. এবার সার্চ বক্সে ‘ফন্ট সাইজ’ বা ‘টেক্সট সাইজ’ শব্দটি লিখে সার্চ করুন।
৩. এর পর নিচের স্লাইডারটি ডানে বা বামে নিয়ে ফোনের ফন্ট সাইজ পরিবর্তন করুন।
৪. এখন জিমেইল অ্যাপে গিয়ে স্বাভাবিকভাবে মেইল কম্পোজ করুন।
ডিফল্ট ফন্ট সাইজ নির্ধারণ করবেন যেভাবে
বড় বা বিশাল আকারের টেক্সটে (যেগুলো জিমেইল এর ডিফল্ট স্বাভাবিক সাইজের চেয়ে দুটি বড়) ইমেইল লিখতে পছন্দ করলে সেটিংস থেকে এই পরিবর্তনটি করুন। এতে প্রতিবার ইমেইল লেখার সময় ফন্ট সাইজ বাড়ানোর প্রয়োজন হবে না। একই পদক্ষেপ অনুসরণ করে ফন্ট সাইজ ছোটও করতে পারেন।
১. কম্পিউটারে জিমেইল চালু করুন।
২. এরপর ওপরের বাম দিকে থাকা সেটিংস অ্যাপে চালু করুন।
৩. এরপর ‘সি অল সেটিংস’–এ ক্লিক করুন।
৪. এখন ‘ডিফল্ট টেক্সট স্টাইল’ সেকশনে যান। (এটি জেনারেল ট্যাবের অধীরে আছে)
৫. সাইজ (TT) অপশনে ক্লিক করুন। ডিসপ্লে বক্সে একটি টেক্সট স্যাম্পল দেখতে পাবেন। এখান থেকে পছন্দমতো ফন্ট সাইজ নির্বাচন করুন।
৬. নিচের দিকে স্ক্রল সেভ চেঞ্জেস-এ ক্লিক করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে