গুগল সার্চে ম্যালেসিয়াস বা ক্ষতিকর বিজ্ঞাপন ব্যবহার করে ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের লগইন তথ্য চুরি করার চেষ্টা করছে হ্যাকাররা। এই বিষয়টি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ম্যালওয়ারবাইটস’ এর নজরে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, গুগল সার্চের বিজ্ঞাপনগুলোর মধ্যে ক্ষতিকারক লিংক প্রবেশ করানো হচ্ছে। গুগলের নিরাপত্তা ব্যবস্থা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছে।
ম্যালওয়ারবাইটস এর গবেষকেরা বলেন, হ্যাকাররা বিভিন্ন কৌশল ব্যবহার করে সাইটের ট্রাফিক আড়াল করার চেষ্টা করছে। এর ফলে হ্যাকারদের কার্যকলাপ শনাক্ত করতে পারে না নিরাপত্তাবিষয়ক স্ক্যানারগুলো। যারা ভিপিএন ব্যবহার করে, তাদের একটি ‘সাদা পৃষ্ঠা’ দেখানো হয় যেখানে মিথ্যা মার্কেটিংয়ের প্রচারণা থাকে। সেখানে মানুষ নাকি রোবট যাচাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়। এই পরীক্ষায় যারা ‘প্রকৃত’ ব্যবহারকারী হিসেবে শনাক্ত হয়, তাদের একটি ভুয়া মাইক্রোসফট অ্যাডস প্ল্যাটফর্ম লগইন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়। এই পেজটিও একটি ম্যালেসিয়াস বা ক্ষতিকর ডোমেইন। সেখানে একটি ভুল বার্তা দেখিয়ে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্ররোচিত করা হয়। এই পৃষ্ঠাটি টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২ এফএ) সুরক্ষা পদ্ধতিও বাইপাস করার চেষ্টা করে।
ম্যালওয়ারবাইটস এর গবেষণার প্রধান জেরোম সেগুরা বলেন, ব্যবহারকারীদের উচিত এই ধরনের মিথ্যা পৃষ্ঠা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ওয়েবসাইটে তাদের লগইন তথ্য না দেওয়া।
ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখতে কিছু পরামর্শও দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সেগুলো হলো—
সাইট চেক করুন: লগইন তথ্য দেওয়ার আগে সাইটের ঠিকানা ভালো করে যাচাই করুন।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন: ২ এফএ ফিচারটি যথাযথভাবে ব্যবহার করুন এবং এই ফিচারটি যাচাই করার কোনো পেজ যাচাইয়ের আগে কিছুর অনুমতি দেওয়া যাবে না।
অ্যাকাউন্ট নজরদারি করুন: আপনার অ্যাডভারটাইজিং অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক বা অবৈধ কার্যকলাপ থাকলে তা দ্রুত নজর দিন।
সন্দেহজনক বিজ্ঞাপনগুলো রিপোর্ট করুন: যদি আপনি কোনো সন্দেহজনক বিজ্ঞাপন দেখেন, তাহলে সেটি রিপোর্ট করুন। এর ফলে অন্যদের সুরক্ষা নিশ্চিত করা যায়।
গুগল জানিয়েছে, এই ধরনের ম্যালেসিয়াস বিজ্ঞাপনগুলো সম্পর্কে সচেতন এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। তারা প্রাসঙ্গিক অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে এবং তাদের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। এই ঘটনার মাধ্যমে এটি পরিষ্কার যে, একটি শক্তিশালী পাসওয়ার্ডের খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একটি ভালো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
গুগল সার্চে ম্যালেসিয়াস বা ক্ষতিকর বিজ্ঞাপন ব্যবহার করে ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের লগইন তথ্য চুরি করার চেষ্টা করছে হ্যাকাররা। এই বিষয়টি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ম্যালওয়ারবাইটস’ এর নজরে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, গুগল সার্চের বিজ্ঞাপনগুলোর মধ্যে ক্ষতিকারক লিংক প্রবেশ করানো হচ্ছে। গুগলের নিরাপত্তা ব্যবস্থা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছে।
ম্যালওয়ারবাইটস এর গবেষকেরা বলেন, হ্যাকাররা বিভিন্ন কৌশল ব্যবহার করে সাইটের ট্রাফিক আড়াল করার চেষ্টা করছে। এর ফলে হ্যাকারদের কার্যকলাপ শনাক্ত করতে পারে না নিরাপত্তাবিষয়ক স্ক্যানারগুলো। যারা ভিপিএন ব্যবহার করে, তাদের একটি ‘সাদা পৃষ্ঠা’ দেখানো হয় যেখানে মিথ্যা মার্কেটিংয়ের প্রচারণা থাকে। সেখানে মানুষ নাকি রোবট যাচাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়। এই পরীক্ষায় যারা ‘প্রকৃত’ ব্যবহারকারী হিসেবে শনাক্ত হয়, তাদের একটি ভুয়া মাইক্রোসফট অ্যাডস প্ল্যাটফর্ম লগইন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়। এই পেজটিও একটি ম্যালেসিয়াস বা ক্ষতিকর ডোমেইন। সেখানে একটি ভুল বার্তা দেখিয়ে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্ররোচিত করা হয়। এই পৃষ্ঠাটি টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২ এফএ) সুরক্ষা পদ্ধতিও বাইপাস করার চেষ্টা করে।
ম্যালওয়ারবাইটস এর গবেষণার প্রধান জেরোম সেগুরা বলেন, ব্যবহারকারীদের উচিত এই ধরনের মিথ্যা পৃষ্ঠা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ওয়েবসাইটে তাদের লগইন তথ্য না দেওয়া।
ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখতে কিছু পরামর্শও দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সেগুলো হলো—
সাইট চেক করুন: লগইন তথ্য দেওয়ার আগে সাইটের ঠিকানা ভালো করে যাচাই করুন।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন: ২ এফএ ফিচারটি যথাযথভাবে ব্যবহার করুন এবং এই ফিচারটি যাচাই করার কোনো পেজ যাচাইয়ের আগে কিছুর অনুমতি দেওয়া যাবে না।
অ্যাকাউন্ট নজরদারি করুন: আপনার অ্যাডভারটাইজিং অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক বা অবৈধ কার্যকলাপ থাকলে তা দ্রুত নজর দিন।
সন্দেহজনক বিজ্ঞাপনগুলো রিপোর্ট করুন: যদি আপনি কোনো সন্দেহজনক বিজ্ঞাপন দেখেন, তাহলে সেটি রিপোর্ট করুন। এর ফলে অন্যদের সুরক্ষা নিশ্চিত করা যায়।
গুগল জানিয়েছে, এই ধরনের ম্যালেসিয়াস বিজ্ঞাপনগুলো সম্পর্কে সচেতন এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। তারা প্রাসঙ্গিক অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে এবং তাদের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। এই ঘটনার মাধ্যমে এটি পরিষ্কার যে, একটি শক্তিশালী পাসওয়ার্ডের খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একটি ভালো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে