অনলাইন ডেস্ক
ইলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই পদক্ষেপের ফলে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকাসহ সারা বাংলাদেশে উচ্চগতির, লো-ল্যাটেন্সি ইন্টারনেট পরিষেবা সহজলভ্য হবে।
বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। প্যাকেজ দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
বাংলাদেশে স্টারলিংক অর্ডার করার পদ্ধতি
বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com-এর মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন। অর্ডার প্রক্রিয়ার মধ্যে আপনার সার্ভিস ঠিকানা প্রবেশ করে পরিষেবার প্রাপ্যতা যাচাই করা, একটি পরিষেবা প্ল্যান নির্বাচন করা এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার কিট ক্রয় সম্পন্ন করার বিষয়গুলো রয়েছে।
স্ট্যান্ডার্ড কিটে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াই-ফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড এবং ক্যাবল অন্তর্ভুক্ত থাকে। সেটআপ প্রক্রিয়াটি সহজ: সরঞ্জামগুলো প্লাগ ইন করুন এবং নিশ্চিত করুন যে ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার, বাধাহীন দৃশ্য রয়েছে।
অর্ডার করবেন যেভাবে:
১. এই লিঙ্কে যান:
২. আপনার ঠিকানা লিখুন (উদাহরণস্বরূপ, Dhaka Division) এবং ‘Order Now’ ক্লিক করুন।
৩. ড্রপডাউন থেকে প্রস্তাবিত ঠিকানা নির্বাচন করুন।
৪. আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করুন এবং ‘Check Out’ ক্লিক করুন।
৫. আপনার যোগাযোগের তথ্য এবং অর্থপ্রদানের বিবরণ পূরণ করুন, এরপর ‘Place Order’ ক্লিক করুন। অর্থ পরিশোধের জন্য ব্যাংক কার্ড (ডেবিট বা ক্রেডিট কার্ড) ব্যবহার করা যাবে।
স্টারলিংক কিটটি ৩-৪ সপ্তাহের মধ্যে ঠিকানায় চলে আসবে।
প্যাকেজ এবং মূল্য
স্টারলিংক বাংলাদেশে দুটি রেসিডেন্সিয়াল প্যাকেজ অফার করছে:
উভয় প্যাকেজই ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা সরবরাহ করবে। হার্ডওয়্যার কিটের জন্য এককালীন সরঞ্জাম বাবদ ৪৭ হাজার টাকা খরচ হবে।
স্টারলিংক কিটটি সহজে ইনস্টলেশনের জন্য ডিজাইন করা হয়েছে। সর্বোত্তম কার্যকারিতার জন্য ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে স্যাটেলাইট ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার দৃষ্টিরেখা রয়েছে। অর্থাৎ, ডিশের সামনে ভবন, গাছপালা বা এ ধরনের কোনো বাধা যেন না থাকে।
আরও খবর পড়ুন:
ইলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই পদক্ষেপের ফলে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকাসহ সারা বাংলাদেশে উচ্চগতির, লো-ল্যাটেন্সি ইন্টারনেট পরিষেবা সহজলভ্য হবে।
বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। প্যাকেজ দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
বাংলাদেশে স্টারলিংক অর্ডার করার পদ্ধতি
বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com-এর মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন। অর্ডার প্রক্রিয়ার মধ্যে আপনার সার্ভিস ঠিকানা প্রবেশ করে পরিষেবার প্রাপ্যতা যাচাই করা, একটি পরিষেবা প্ল্যান নির্বাচন করা এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার কিট ক্রয় সম্পন্ন করার বিষয়গুলো রয়েছে।
স্ট্যান্ডার্ড কিটে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াই-ফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড এবং ক্যাবল অন্তর্ভুক্ত থাকে। সেটআপ প্রক্রিয়াটি সহজ: সরঞ্জামগুলো প্লাগ ইন করুন এবং নিশ্চিত করুন যে ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার, বাধাহীন দৃশ্য রয়েছে।
অর্ডার করবেন যেভাবে:
১. এই লিঙ্কে যান:
২. আপনার ঠিকানা লিখুন (উদাহরণস্বরূপ, Dhaka Division) এবং ‘Order Now’ ক্লিক করুন।
৩. ড্রপডাউন থেকে প্রস্তাবিত ঠিকানা নির্বাচন করুন।
৪. আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করুন এবং ‘Check Out’ ক্লিক করুন।
৫. আপনার যোগাযোগের তথ্য এবং অর্থপ্রদানের বিবরণ পূরণ করুন, এরপর ‘Place Order’ ক্লিক করুন। অর্থ পরিশোধের জন্য ব্যাংক কার্ড (ডেবিট বা ক্রেডিট কার্ড) ব্যবহার করা যাবে।
স্টারলিংক কিটটি ৩-৪ সপ্তাহের মধ্যে ঠিকানায় চলে আসবে।
প্যাকেজ এবং মূল্য
স্টারলিংক বাংলাদেশে দুটি রেসিডেন্সিয়াল প্যাকেজ অফার করছে:
উভয় প্যাকেজই ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা সরবরাহ করবে। হার্ডওয়্যার কিটের জন্য এককালীন সরঞ্জাম বাবদ ৪৭ হাজার টাকা খরচ হবে।
স্টারলিংক কিটটি সহজে ইনস্টলেশনের জন্য ডিজাইন করা হয়েছে। সর্বোত্তম কার্যকারিতার জন্য ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে স্যাটেলাইট ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার দৃষ্টিরেখা রয়েছে। অর্থাৎ, ডিশের সামনে ভবন, গাছপালা বা এ ধরনের কোনো বাধা যেন না থাকে।
আরও খবর পড়ুন:
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে