Ajker Patrika

অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে মা-বাবার অনুমতি

প্রযুক্তি ডেস্ক
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে মা-বাবার অনুমতি

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন করে বিধিনিষেধ আরোপের আইন করছে অস্ট্রেলিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সী কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাইলে লাগবে তাদের মা-বাবার অনুমতি। এই বিধিনিষেধ বাস্তবায়নে সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ক্রমাগত তাগিদ দিয়ে যাচ্ছে তারা। না হলে প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে জরিমানা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকার শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম আসক্তি মোকাবিলায় নতুন এই বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই নীতিমালা বাস্তবায়নে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ব্যবহারকারীদের বয়স নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। তাই বয়স নির্ধারণে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, রেডিটসহ বিভিন্ন অ্যাপের প্রয়োজন তার ব্যবহারকারীদের তথ্য। এই বিধিনিষেধ অস্ট্রেলিয়ার বিগ টেকের লাগাম টেনে ধরার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। 

শুধু তাই নয়, এই পদক্ষেপ কার্যকর হলে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারাই হবে সবচেয়ে এগিয়ে থাকা দেশ। দেশটির সরকার এরই মধ্যে মিডিয়া আউটলেটের জন্য বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করেছে। একই সঙ্গে ভুল ও মানহানিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে মামলা করার মতো কঠোর পরিকল্পনাও করছে। 

দেশটির অ্যাটর্নি জেনারেল মাইকেলিয়া ক্যাশ এক বিবৃতিতে বলেন, তথ্যের গোপনীয়তা রাখতেই আমাদের এই প্রচেষ্টা। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সম্প্রতি ফেসবুকের এক সাবেক কর্মচারী কোম্পানিটির কিছু গোপন নথি ফাঁস করেন। সেখানে বলা হয়েছে, শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা করার চেয়ে কোম্পানিটি তার আর্থিক লাভের দিকেই বেশি গুরুত্ব দেয়। বিষয়টি নিয়ে এখনো মার্কিন আইনপ্রণেতাদের ক্ষোভের মুখে রয়েছে ফেসবুক। 

এ বিষয়ে অস্ট্রেলিয়ার মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধবিষয়ক সহকারী মন্ত্রী ডেভিড কোলম্যান বলেছেন, ফেসবুকের নিজেদের গবেষণাতেই ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড তরুণদের জন্য কতটা ভয়াবহ। এ থেকে আমাদের তরুণদের রক্ষা করতেই আমাদের এই পদক্ষেপ। 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফেসবুকের পাবলিক পলিসির পরিচালক মিয়া গার্লিক জানান, অস্ট্রেলিয়ার এই আইন বর্তমান উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে যুগোপযোগী। 

এই আইন ভঙ্গ করলে যেকোনো সোশ্যাল মিডিয়াকে গুনতে হবে তাদের বার্ষিক টার্নওভারের ১০ শতাংশ অথবা ১ কোটি (১০ মিলিয়ন) ডলার। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ জরিমানা করা হয়েছে ২১ লাখ (২ দশমিক ১ মিলিয়ন) ডলার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত