২০২৩ সালের বিশ্বের সেরা স্মার্টফোনের পুরস্কার পেল গুগলের পিক্সেল ৮ সিরিজের ফোন। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এই খেতাব দেওয়া হয়।
প্রতিবছর বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস’ পুরস্কারটি দিয়ে থাকে। পুরস্কারটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে দেওয়া হয়। ‘বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ ও ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ এর মতো বিভিন্ন পুরস্কার এই ইভেন্টে দেওয়া হয়। আর ‘ডিভাইস’ বিভাগের সবচেয়ে বড় পুরস্কার হলো ‘সেরা স্মার্টফোনের’।
পুরস্কারটি সম্পর্কে জিএসএমএ বলছে, এই পুরস্কার স্মার্টফোনের কর্মক্ষমতা, উদ্ভাবন ও নেতৃত্বের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাজারে ছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় স্বাধীন বিশ্লেষক, সাংবাদিক ও ইনফ্লুয়েন্সাররা স্মার্টফোনগুলো মূল্যায়নের মাধ্যমে সেরা ফোনের সিরিজ নির্বাচন করে।
এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল—আইফোন ১৫ প্রো সিরিজ, ওয়ানপ্লাস ওপেন, স্যামসাং গ্যালাক্সি সিরিজ ও স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনকেই সেরা স্মার্টফোনের খেতাব দেওয়া হয়।
পুরস্কারের বিষয়টি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে নিশ্চিত করেন গুগলের ডিভাইস ও সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ।
২০২৩ সালে এই পুরস্কারটি পায় অ্যাপল আইফোন ১৪ প্রো এবং এর আগের বছর আইফোন ১৩ প্রো ম্যাক্স পায়। ২০২১ সালে গ্যালাক্সি এস ২১ আলট্রা এই খেতাব অর্জন করে। তবে প্রথমবারের মতো গুগল এই পুরস্কার পেল। ২০২১ সালে পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় পিক্সেল ৬ প্রো ছিল। ২০১৯ সালে পিক্সেল ৩ এর নাইট সাইট ফিচার ‘ডিসরাপটিভ ডিভাইস ইনোভেশন’ পুরস্কারটি পায়।
এই বছর পিক্সেল ৮ ফোনের মাধ্যমে একটি মাইলফলক ছুঁয়েছে গুগল। ২০২৩ সালে প্রায় ১ কোটি ডিভাইস করে এই টেক জায়ান্ট।
তথ্যসুত্র: নাইন টু ফাইভ গুগল
২০২৩ সালের বিশ্বের সেরা স্মার্টফোনের পুরস্কার পেল গুগলের পিক্সেল ৮ সিরিজের ফোন। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এই খেতাব দেওয়া হয়।
প্রতিবছর বিশ্বের মুঠোফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস’ পুরস্কারটি দিয়ে থাকে। পুরস্কারটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে দেওয়া হয়। ‘বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ ও ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ এর মতো বিভিন্ন পুরস্কার এই ইভেন্টে দেওয়া হয়। আর ‘ডিভাইস’ বিভাগের সবচেয়ে বড় পুরস্কার হলো ‘সেরা স্মার্টফোনের’।
পুরস্কারটি সম্পর্কে জিএসএমএ বলছে, এই পুরস্কার স্মার্টফোনের কর্মক্ষমতা, উদ্ভাবন ও নেতৃত্বের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাজারে ছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় স্বাধীন বিশ্লেষক, সাংবাদিক ও ইনফ্লুয়েন্সাররা স্মার্টফোনগুলো মূল্যায়নের মাধ্যমে সেরা ফোনের সিরিজ নির্বাচন করে।
এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল—আইফোন ১৫ প্রো সিরিজ, ওয়ানপ্লাস ওপেন, স্যামসাং গ্যালাক্সি সিরিজ ও স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনকেই সেরা স্মার্টফোনের খেতাব দেওয়া হয়।
পুরস্কারের বিষয়টি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে নিশ্চিত করেন গুগলের ডিভাইস ও সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ।
২০২৩ সালে এই পুরস্কারটি পায় অ্যাপল আইফোন ১৪ প্রো এবং এর আগের বছর আইফোন ১৩ প্রো ম্যাক্স পায়। ২০২১ সালে গ্যালাক্সি এস ২১ আলট্রা এই খেতাব অর্জন করে। তবে প্রথমবারের মতো গুগল এই পুরস্কার পেল। ২০২১ সালে পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় পিক্সেল ৬ প্রো ছিল। ২০১৯ সালে পিক্সেল ৩ এর নাইট সাইট ফিচার ‘ডিসরাপটিভ ডিভাইস ইনোভেশন’ পুরস্কারটি পায়।
এই বছর পিক্সেল ৮ ফোনের মাধ্যমে একটি মাইলফলক ছুঁয়েছে গুগল। ২০২৩ সালে প্রায় ১ কোটি ডিভাইস করে এই টেক জায়ান্ট।
তথ্যসুত্র: নাইন টু ফাইভ গুগল
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে