Ajker Patrika

নিউজিল্যান্ডে সংবাদ কনটেন্ট দেখানো বন্ধের হুমকি গুগলের 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২: ১২
নিউজিল্যান্ডে সংবাদ কনটেন্ট দেখানো বন্ধের হুমকি গুগলের 

সংবাদ কন্টেন্ট দেখানোর জন্য ডিজিটাল কোম্পানিগুলোকে ন্যায্য অর্থ দিতে বাধ্য করতে আইন পাস করতে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার। তবে এই আইন পাস হলে দেশটির সংবাদ লিংক দেখানো বন্ধ করবে এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সব চুক্তি বাতিল করবে বলে এক বিবৃতিতে হুমকি দিয়েছে গুগল। 

লেবার পার্টির নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের প্রস্তাবিত আইনটি পাস করবে বলে গত জুলাই মাসে নিশ্চিত করেন নিউজিল্যান্ডের বর্তমান সরকার। আইনটি ডিজিটাল প্ল্যাটফর্ম অপারেটর এবং নিউজ মিডিয়া সংস্থাগুলোর মধ্যে ন্যায্য আয় বন্টন নিশ্চিত করবে। প্রস্তাবিত আইনটি এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে এবং এতে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার ডিজিটাল বার্গেইনিং আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতেও কিছু পরিবর্তন আনা হতে পারে। 

২০২১ সালের মার্চে অস্ট্রেলিয়ায় এই আইন কার্যকর করা হয়। আইন অনুযায়ী, ফেসবুকের মালিক মেটা ও গুগলের মালিক অ্যালফাবেটের মতো প্রযুক্তি জায়ান্টদের বাধ্য করার ক্ষমতা দেশটির সরকারের হাতে দেওয়া হয়। কোম্পানিগুলো মিডিয়া আউটলেটগুলোকে অর্থ দেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার হস্তক্ষেপ করতে পারবে। 

গুগলের নিউজিল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর ক্যারোলিন রেইনসফোর্ড এক ব্লগ পোস্টে বলেন, বিলটি আইনে রূপান্তরিত হলে পণ্য ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে বাধ্য হবে গুগল। 

২০২৩ সালে কানাডাও একই ধরনের আইন চালু করলে ফেসবুক দেশটিতে সংবাদ কন্টেন্ট দেখানো বন্ধ করে দেয়। 

রেইনসফোর্ড আরও বলেন, ‘এই আইন পাস হলে কোম্পানিটিকে নিউজিল্যান্ডে গুগল সার্চ, গুগল নিউজ বা ডিসকভার সারফেসে নিউজ কনটেন্টের লিংক দেওয়া বন্ধ করতে হবে এবং নিউজিল্যান্ডের সংবাদ প্রকাশকদের সঙ্গে চলমান বাণিজ্যিক চুক্তি ও ইকোসিস্টেমের সমর্থন বন্ধ করতে হবে। 

বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন আলফাবেট ইনকরপোরেটেডের মালিকানাধীন গুগল। বিলটি ইন্টারনেটের মুক্ত সংবাদপ্রবাহের ধারণার বিপরীতে রয়েছে এবং এটি ছোট প্রকাশকদের জন্য ক্ষতিকর হতে পারে। এ ছাড়া এটি ব্যবসায়িক অনিশ্চয়তা সৃষ্টি করবে। 

নিউজিল্যান্ডের মিডিয়া ও যোগাযোগমন্ত্রী পল গোল্ডস্মিথ বলেছেন, তিনি এই খাতে বিভিন্ন মতামত বিবেচনা করছেন। 

তিনি এক বিবৃতিতে বলেন, ‘এখনো পরামর্শ গ্রহণের পর্যায়ে আছি আমরা এবং যথাসময়ে ঘোষণা দেওয়া হবে। আমি ও আমার কর্মী গুগলের সঙ্গে তাদের উদ্বেগ নিয়ে আলোচনা করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।’

দেশটির গণমাধ্যম কোম্পানিগুলো সোশাল মিডিয়া প্ল্যাটফরমের বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটা অংশ তাদেরও বলে দাবি করে। এর পরই এ নিয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। 

তথ্যসূত্র: রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত