আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আনতে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (টুইটার) অব্যবহৃত অ্যাকাউন্ট ও ইউজারনেম বিক্রির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সর্বোচ্চ ৫০ হাজার ডলারে এমন অ্যাকাউন্ট বিক্রি হয়েছে বলে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে তথ্য দিয়েছে।
এক্সের অভ্যন্তরে এক দল কর্মী @Handle নামে অব্যবহৃত ইউজারনেম বিক্রির জন্য বাজার তৈরি করেছে। বেশ কিছু ক্ষেত্রে এসব অ্যাকাউন্ট ও ইউজারনেমের ক্রেতাদের কাছে ইমেইলে ৫০ হাজার ডলার পর্যন্ত দাম প্রস্তাব করা হয়েছে।
একজন এক্স প্ল্যাটফর্মের সক্রিয় কর্মী ফোর্বসকে এমন অনেক ইমেইল পাঠিয়েছে। তবে গ্রাহকদের পরিচয় গোপন রাখতে সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
টুইটার অধিগ্রহণ করার কিছুদিন পর ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক এক পোস্টে অব্যবহৃত অ্যাকাউন্টগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইলন মাস্ক।
গত বছরের নভেম্বরে তিনি বলেন, আগামী মাসে এই অব্যবহৃত হ্যান্ডেলগুলো মুক্ত করার জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই বিষয়ে গত ৯ ডিসেম্বর তিনি বলেন, শিগগিরই ১৫০ কোটি অ্যাকাউন্টের উইজারনেম খালি করা শুরু হবে। মে মাস থেকেই কয়েক বছরের অব্যবহৃত এসব অ্যাকাউন্ট খালি করা শুরু হয়।
তবে অনেক গ্রাহক অনুরোধ করেন, মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট যেন সরিয়ে ফেলা না হয়। কারণ এসব অ্যাকাউন্টের সঙ্গে তাদের অনেক স্মৃতি সম্পর্কিত ।
মাস্ক টুইটার অধিগ্রহণের পর টুইটারের ট্রাফিক ও আয় কমে যায়। বড় বিজ্ঞাপনী উৎসের গ্রাহকরা এসময়ে এক্স অ্যাকাউন্ট ছেড়ে দেয়। গত কয়েক মাসে ৫৫ শতাংশ বা তার বেশি হারে আয় কমে গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ইউজারনেম বিক্রি টুইটারের নীতিবিরোধী। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউজারনেম বিক্রি নিষিদ্ধ বলে এক্সের ওয়েবসাইটে উল্লেখ আছে। ব্যবহারকারীর নামের বিনিময়ে কোনো ধরনের অর্থের লেনদেন করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে।
আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আনতে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (টুইটার) অব্যবহৃত অ্যাকাউন্ট ও ইউজারনেম বিক্রির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সর্বোচ্চ ৫০ হাজার ডলারে এমন অ্যাকাউন্ট বিক্রি হয়েছে বলে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে তথ্য দিয়েছে।
এক্সের অভ্যন্তরে এক দল কর্মী @Handle নামে অব্যবহৃত ইউজারনেম বিক্রির জন্য বাজার তৈরি করেছে। বেশ কিছু ক্ষেত্রে এসব অ্যাকাউন্ট ও ইউজারনেমের ক্রেতাদের কাছে ইমেইলে ৫০ হাজার ডলার পর্যন্ত দাম প্রস্তাব করা হয়েছে।
একজন এক্স প্ল্যাটফর্মের সক্রিয় কর্মী ফোর্বসকে এমন অনেক ইমেইল পাঠিয়েছে। তবে গ্রাহকদের পরিচয় গোপন রাখতে সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
টুইটার অধিগ্রহণ করার কিছুদিন পর ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক এক পোস্টে অব্যবহৃত অ্যাকাউন্টগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইলন মাস্ক।
গত বছরের নভেম্বরে তিনি বলেন, আগামী মাসে এই অব্যবহৃত হ্যান্ডেলগুলো মুক্ত করার জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই বিষয়ে গত ৯ ডিসেম্বর তিনি বলেন, শিগগিরই ১৫০ কোটি অ্যাকাউন্টের উইজারনেম খালি করা শুরু হবে। মে মাস থেকেই কয়েক বছরের অব্যবহৃত এসব অ্যাকাউন্ট খালি করা শুরু হয়।
তবে অনেক গ্রাহক অনুরোধ করেন, মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট যেন সরিয়ে ফেলা না হয়। কারণ এসব অ্যাকাউন্টের সঙ্গে তাদের অনেক স্মৃতি সম্পর্কিত ।
মাস্ক টুইটার অধিগ্রহণের পর টুইটারের ট্রাফিক ও আয় কমে যায়। বড় বিজ্ঞাপনী উৎসের গ্রাহকরা এসময়ে এক্স অ্যাকাউন্ট ছেড়ে দেয়। গত কয়েক মাসে ৫৫ শতাংশ বা তার বেশি হারে আয় কমে গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ইউজারনেম বিক্রি টুইটারের নীতিবিরোধী। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউজারনেম বিক্রি নিষিদ্ধ বলে এক্সের ওয়েবসাইটে উল্লেখ আছে। ব্যবহারকারীর নামের বিনিময়ে কোনো ধরনের অর্থের লেনদেন করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে