ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই তাঁদের চ্যাটবট গ্রোক–এর স্বতন্ত্র আইওএস অ্যাপ নিয়ে এসেছে। এক্সএআই–এর এই নতুন উদ্যোগটি গ্রোক চ্যাটবটকে আরও বিস্তৃত ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি করেছে।
অস্ট্রেলিয়া এবং অন্যান্য কিছু দেশে পরীক্ষামূলকভাবে গ্রোক অ্যাপটি চালু করা রয়েছে। তবে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের জন্য প্রায় প্রস্তুত বলে জানা গেছে। এটি চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও অ্যানথ্রপিকের ক্লদ–এর মতো চ্যাটবটগুলো সঙ্গে প্রতিযোগিতা করবে।
গ্রোকের চ্যাটবটের এর প্রধান ফিচারগুলো অ্যাপটিতে পাওয়া যাবে এবং একই গ্রোক–২ এআই মডেল এতে ব্যবহার করা হয়েছে। অ্যাপটি টেক্সট এডিট, সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়া এবং টেক্সট প্রম্পট থেকে ছবি তৈরি করতে পারে।
গ্রোক অ্যাপটি ওয়েব এবং এক্স (সাবেক টুইটার) থেকে রিয়েল-টাইম ডেটাও অ্যাকসেস করতে পারে। পূর্বে শুধুমাত্র এক্স প্ল্যাটফর্মের সাবস্ক্রাইবাররা এই চ্যাটবটটি ব্যবহার করতে পারত। তবে নভেম্বরে এক্সএআই একটি ফ্রি সংস্করণ পরীক্ষা শুরু করে এবং এ মাসের শুরুর দিকে তা সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু করে। কোম্পানি এখন একটি নির্দিষ্ট ওয়েবসাইট ‘গ্রোক ডট কম’ তৈরির কাজও করছে, এটি চ্যাটবটটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।
গ্রোকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো–নির্দেশনার মাধ্যমে ছবি তৈরির ফিচার। এক্স এআই দাবি করে যে, গ্রোক বাস্তবধর্মী ছবি তৈরিতে দক্ষ। কিছু প্রতিদ্বন্দ্বী তুলনায় এর ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। গ্রোক ব্যবহারকারীদের আপলোড করা ছবি বিশ্লেষণও করতে সক্ষম। যেমন: ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা কোনো গাছের দিকে তাক করলে তার প্রজাতি বা স্বাস্থ্যের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পেয়ে যাবে।
অপরদিকে ছবি তৈরির জন্য এক্সের চ্যাটবটের সঙ্গে কাজ করে ফ্লুক্স এআই ইমেজ ক্রিয়েটর। এই মডেলটি কপিরাইট এবং ট্রেডমার্কের বিষয়টি নিয়ে খুব কঠোর না। এর ফলে কিছু ব্যবহারকারী জনপ্রিয় চরিত্রের এআই ছবি তৈরি করেছেন। যেমন: এক্সের এআই ব্যবহার করে জনপ্রিয় গেমিং চরিত্র মেরিও এর ছবি বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা হচ্ছে। এর ফলে নিনটেন্ডোর কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে। এই কারণে নিনটেন্ডোর কপিরাইট লঙ্ঘন অনুসন্ধানকারী এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে।
তবে গ্রোক অ্যাপে ভিন্ন ইমেজ মডেল ব্যবহার করা হতে পারে, যার নাম অরোরা। কিছুদিনের জন্য অরোরা মডেলটি খুবই সংক্ষেপে উন্মোচন করেছিল এক্সএআই।
তথ্যসূত্র: টেকরেডার
ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই তাঁদের চ্যাটবট গ্রোক–এর স্বতন্ত্র আইওএস অ্যাপ নিয়ে এসেছে। এক্সএআই–এর এই নতুন উদ্যোগটি গ্রোক চ্যাটবটকে আরও বিস্তৃত ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি করেছে।
অস্ট্রেলিয়া এবং অন্যান্য কিছু দেশে পরীক্ষামূলকভাবে গ্রোক অ্যাপটি চালু করা রয়েছে। তবে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের জন্য প্রায় প্রস্তুত বলে জানা গেছে। এটি চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও অ্যানথ্রপিকের ক্লদ–এর মতো চ্যাটবটগুলো সঙ্গে প্রতিযোগিতা করবে।
গ্রোকের চ্যাটবটের এর প্রধান ফিচারগুলো অ্যাপটিতে পাওয়া যাবে এবং একই গ্রোক–২ এআই মডেল এতে ব্যবহার করা হয়েছে। অ্যাপটি টেক্সট এডিট, সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়া এবং টেক্সট প্রম্পট থেকে ছবি তৈরি করতে পারে।
গ্রোক অ্যাপটি ওয়েব এবং এক্স (সাবেক টুইটার) থেকে রিয়েল-টাইম ডেটাও অ্যাকসেস করতে পারে। পূর্বে শুধুমাত্র এক্স প্ল্যাটফর্মের সাবস্ক্রাইবাররা এই চ্যাটবটটি ব্যবহার করতে পারত। তবে নভেম্বরে এক্সএআই একটি ফ্রি সংস্করণ পরীক্ষা শুরু করে এবং এ মাসের শুরুর দিকে তা সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু করে। কোম্পানি এখন একটি নির্দিষ্ট ওয়েবসাইট ‘গ্রোক ডট কম’ তৈরির কাজও করছে, এটি চ্যাটবটটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।
গ্রোকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো–নির্দেশনার মাধ্যমে ছবি তৈরির ফিচার। এক্স এআই দাবি করে যে, গ্রোক বাস্তবধর্মী ছবি তৈরিতে দক্ষ। কিছু প্রতিদ্বন্দ্বী তুলনায় এর ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। গ্রোক ব্যবহারকারীদের আপলোড করা ছবি বিশ্লেষণও করতে সক্ষম। যেমন: ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা কোনো গাছের দিকে তাক করলে তার প্রজাতি বা স্বাস্থ্যের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পেয়ে যাবে।
অপরদিকে ছবি তৈরির জন্য এক্সের চ্যাটবটের সঙ্গে কাজ করে ফ্লুক্স এআই ইমেজ ক্রিয়েটর। এই মডেলটি কপিরাইট এবং ট্রেডমার্কের বিষয়টি নিয়ে খুব কঠোর না। এর ফলে কিছু ব্যবহারকারী জনপ্রিয় চরিত্রের এআই ছবি তৈরি করেছেন। যেমন: এক্সের এআই ব্যবহার করে জনপ্রিয় গেমিং চরিত্র মেরিও এর ছবি বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা হচ্ছে। এর ফলে নিনটেন্ডোর কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে। এই কারণে নিনটেন্ডোর কপিরাইট লঙ্ঘন অনুসন্ধানকারী এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে।
তবে গ্রোক অ্যাপে ভিন্ন ইমেজ মডেল ব্যবহার করা হতে পারে, যার নাম অরোরা। কিছুদিনের জন্য অরোরা মডেলটি খুবই সংক্ষেপে উন্মোচন করেছিল এক্সএআই।
তথ্যসূত্র: টেকরেডার
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১০ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৪ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে