টি এইচ মাহির
গুগল নামের সার্চ ইঞ্জিনটি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে জড়িত। প্রতিনিয়ত এখানে আমরা অনেক কিছু খুঁজে চলেছি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল। বিশাল এই সার্চ ইঞ্জিনের অনেক ফিচার রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা জানি না। তেমনই কিছু লুকানো ফিচার নিয়ে আজকের আয়োজন।
অ্যাডভান্সড সার্চ অপারেটর
গুগলে কোনো কিছু খোঁজার সময় ফলাফলগুলো পরিমার্জিত ও প্রাসঙ্গিক করতে বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করা যায়। যেমন ফাইলটাইপ পিডিএফ (filetype:pdf), এভাবে খুঁজলে শুধু পিডিএফ ফাইলগুলো ফলাফল হিসেবে আসবে। আবার কোনো নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফলাফল পেতে খোঁজার সময় সাইট লিখতে হবে। যেমন সাইট: কাজি ডট এক্সওয়াইজেড (site:kazi.xyz) লিখলে শুধু ওই ওয়েবসাইটের ফলাফল দেখা যাবে।
লুকানো গুগল ওয়েবসাইট
আমাদের পরিচিত গুগল ওয়েবসাইটের পাশাপাশি আরও কিছু ওয়েবসাইট আছে। গুগল গ্রাভিটি লিখে সার্চ করলে এমন একটি ওয়েবসাইট আসবে, যেখানে ফলাফল সব অভিকর্ষজ ত্বরণের টানে নিচের দিকে পড়ে যাবে। গুগল আই/ও ওয়েবসাইট হলো ডেভেলপারদের ওয়েবসাইট। গুগলের লেটেস্ট ডেভেলপার সমাধান, পণ্য এবং প্রযুক্তি সম্বন্ধে জানতে পারবেন এই ওয়েবসাইটে। গুগল ডুডলস ওয়েবসাইটে গুগলের সব ডুডল পাওয়া যাবে।
ইউনিট কনভার্টার
গুগল তাৎক্ষণিকভাবে পরিমাপের একক রূপান্তর করতে পারে। ১০ কিলোমিটার থেকে মাইল অথবা ১০০ ডিগ্রি ফারেনহাইট থেকে সেলসিয়াস ইত্যাদি মান গুগল সার্চের ফলাফলে দেখা যায়।
ক্যালকুলেটর
গুগলে সরাসরি গণিতের সমাধান পাওয়া যায়। যেকোনো গাণিতিক সমস্যা সার্চবারে লিখলে গুগল তা সমাধান করে দেয়। গুগল শুধু সমাধানই দেয় না, এটি সম্পূর্ণরূপে কার্যকরী ইন-ব্রাউজার ক্যালকুলেটরও দিয়ে থাকে।
গুগল সার্চে লুকানো টুলস
গুগল সার্চে নির্দিষ্ট বাক্যাংশ টাইপ করে নির্দিষ্ট কাজের জন্য অ্যাকসেস করা যেতে পারে। একটি অনলাইন মেট্রোনোম অ্যাকসেস করতে গুগল মেট্রোনোম, এলোমেলো কয়েন টসের জন্য গুগল ফ্লিপ অ্যা কয়েন ব্যবহার করে দেখুন। তা ছাড়া কোনো রঙের কালার কোড বের করতে গুগলি কালার পিকার সার্চ বক্সে লিখুন। সমাধান পেয়ে যাবেন।
টিপস ক্যালকুলেটর
টিপস ক্যালকুলেটর সার্চ করলে একটা ইন্টারফেজ আসবে, যেখানে গুগল বলবে যে আপনাকে একটি বিলে কত টিপস দিতে হবে। এমনকি আপনি আপনার দলের সদস্যদের মধ্যে টিপসটি সহজেই ভাগ করতে পারেন।
স্টপওয়াচ ও টাইমার
গুগলে সরাসরি টাইমার লিখে সার্চ দিলে স্টপওয়াচ ও টাইমার চলে আসবে। ফোনে স্টপওয়াচ আর টাইমার না থাকলে তাৎক্ষণিকভাবে সার্চ করে এ দুটি ফিচার ব্যবহার করা যাবে।
সার্চবারে গেম
গুগলে পিএসি-এমএএন/প্যাক-ম্যান সার্চ করলে সরাসরি একটা গেম আসবে। তা ছাড়া জনপ্রিয় টিক-ট্যাক-টো গেম, স্নেক গেমসহ বিভিন্ন ধরনের গেম আছে এখানে। আবার বিভিন্ন পশুপাখির শব্দ শোনা যাবে অ্যানিমেল সাউন্ড লিখে খুঁজলে। গুগল বিভিন্ন প্রাণীর শব্দ ডুডল করে সাজিয়ে দিয়েছে। মজার মজার সব তথ্য জানা যাবে ফান-ফ্যাক্টস লিখে সার্চ দিলে।
গুগল লেন্স
গুগল সার্চবারের পাশে গুগল লেন্স অপশনে ছবি আপলোড দিয়ে জানা যাবে অজানা ছবির ব্যাপারে। ধরুন, আপনি একটি লোগো তৈরি করলেন। এখন আপনার বানানো লোগোটি আর কারও সঙ্গে মিলে যাচ্ছে কি না, যাচাই করতে পারবেন গুগল লেন্সে ছবি সার্চ দিয়ে। গুগল লেন্সে কোনো ছবি বা ছবির অংশ সার্চ করে দেখা যায় ছবিটি কিসের।
কারেন্সি কনভার্টার
ইউনিট কনভার্টারের মতো গুগলে কারেন্সিও কনভার্ট করা যায়। টাকা থেকে ডলার, ডলার থেকে টাকা, ইউরো থেকে টাকা—এভাবে যেকোনো দেশের মুদ্রার রেট দেখা যায়। কারেন্সি কনভার্টার লিখলে সরাসরি ক্যালকুলেটরের মতো ইন্টারফেজ চলে আসবে গুগলে।
গুগল নামের সার্চ ইঞ্জিনটি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে জড়িত। প্রতিনিয়ত এখানে আমরা অনেক কিছু খুঁজে চলেছি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল। বিশাল এই সার্চ ইঞ্জিনের অনেক ফিচার রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা জানি না। তেমনই কিছু লুকানো ফিচার নিয়ে আজকের আয়োজন।
অ্যাডভান্সড সার্চ অপারেটর
গুগলে কোনো কিছু খোঁজার সময় ফলাফলগুলো পরিমার্জিত ও প্রাসঙ্গিক করতে বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করা যায়। যেমন ফাইলটাইপ পিডিএফ (filetype:pdf), এভাবে খুঁজলে শুধু পিডিএফ ফাইলগুলো ফলাফল হিসেবে আসবে। আবার কোনো নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফলাফল পেতে খোঁজার সময় সাইট লিখতে হবে। যেমন সাইট: কাজি ডট এক্সওয়াইজেড (site:kazi.xyz) লিখলে শুধু ওই ওয়েবসাইটের ফলাফল দেখা যাবে।
লুকানো গুগল ওয়েবসাইট
আমাদের পরিচিত গুগল ওয়েবসাইটের পাশাপাশি আরও কিছু ওয়েবসাইট আছে। গুগল গ্রাভিটি লিখে সার্চ করলে এমন একটি ওয়েবসাইট আসবে, যেখানে ফলাফল সব অভিকর্ষজ ত্বরণের টানে নিচের দিকে পড়ে যাবে। গুগল আই/ও ওয়েবসাইট হলো ডেভেলপারদের ওয়েবসাইট। গুগলের লেটেস্ট ডেভেলপার সমাধান, পণ্য এবং প্রযুক্তি সম্বন্ধে জানতে পারবেন এই ওয়েবসাইটে। গুগল ডুডলস ওয়েবসাইটে গুগলের সব ডুডল পাওয়া যাবে।
ইউনিট কনভার্টার
গুগল তাৎক্ষণিকভাবে পরিমাপের একক রূপান্তর করতে পারে। ১০ কিলোমিটার থেকে মাইল অথবা ১০০ ডিগ্রি ফারেনহাইট থেকে সেলসিয়াস ইত্যাদি মান গুগল সার্চের ফলাফলে দেখা যায়।
ক্যালকুলেটর
গুগলে সরাসরি গণিতের সমাধান পাওয়া যায়। যেকোনো গাণিতিক সমস্যা সার্চবারে লিখলে গুগল তা সমাধান করে দেয়। গুগল শুধু সমাধানই দেয় না, এটি সম্পূর্ণরূপে কার্যকরী ইন-ব্রাউজার ক্যালকুলেটরও দিয়ে থাকে।
গুগল সার্চে লুকানো টুলস
গুগল সার্চে নির্দিষ্ট বাক্যাংশ টাইপ করে নির্দিষ্ট কাজের জন্য অ্যাকসেস করা যেতে পারে। একটি অনলাইন মেট্রোনোম অ্যাকসেস করতে গুগল মেট্রোনোম, এলোমেলো কয়েন টসের জন্য গুগল ফ্লিপ অ্যা কয়েন ব্যবহার করে দেখুন। তা ছাড়া কোনো রঙের কালার কোড বের করতে গুগলি কালার পিকার সার্চ বক্সে লিখুন। সমাধান পেয়ে যাবেন।
টিপস ক্যালকুলেটর
টিপস ক্যালকুলেটর সার্চ করলে একটা ইন্টারফেজ আসবে, যেখানে গুগল বলবে যে আপনাকে একটি বিলে কত টিপস দিতে হবে। এমনকি আপনি আপনার দলের সদস্যদের মধ্যে টিপসটি সহজেই ভাগ করতে পারেন।
স্টপওয়াচ ও টাইমার
গুগলে সরাসরি টাইমার লিখে সার্চ দিলে স্টপওয়াচ ও টাইমার চলে আসবে। ফোনে স্টপওয়াচ আর টাইমার না থাকলে তাৎক্ষণিকভাবে সার্চ করে এ দুটি ফিচার ব্যবহার করা যাবে।
সার্চবারে গেম
গুগলে পিএসি-এমএএন/প্যাক-ম্যান সার্চ করলে সরাসরি একটা গেম আসবে। তা ছাড়া জনপ্রিয় টিক-ট্যাক-টো গেম, স্নেক গেমসহ বিভিন্ন ধরনের গেম আছে এখানে। আবার বিভিন্ন পশুপাখির শব্দ শোনা যাবে অ্যানিমেল সাউন্ড লিখে খুঁজলে। গুগল বিভিন্ন প্রাণীর শব্দ ডুডল করে সাজিয়ে দিয়েছে। মজার মজার সব তথ্য জানা যাবে ফান-ফ্যাক্টস লিখে সার্চ দিলে।
গুগল লেন্স
গুগল সার্চবারের পাশে গুগল লেন্স অপশনে ছবি আপলোড দিয়ে জানা যাবে অজানা ছবির ব্যাপারে। ধরুন, আপনি একটি লোগো তৈরি করলেন। এখন আপনার বানানো লোগোটি আর কারও সঙ্গে মিলে যাচ্ছে কি না, যাচাই করতে পারবেন গুগল লেন্সে ছবি সার্চ দিয়ে। গুগল লেন্সে কোনো ছবি বা ছবির অংশ সার্চ করে দেখা যায় ছবিটি কিসের।
কারেন্সি কনভার্টার
ইউনিট কনভার্টারের মতো গুগলে কারেন্সিও কনভার্ট করা যায়। টাকা থেকে ডলার, ডলার থেকে টাকা, ইউরো থেকে টাকা—এভাবে যেকোনো দেশের মুদ্রার রেট দেখা যায়। কারেন্সি কনভার্টার লিখলে সরাসরি ক্যালকুলেটরের মতো ইন্টারফেজ চলে আসবে গুগলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগেন ও দৈনন্দিন জীবনে বিঘ্ন হয়। এই ধরনের ব্যক্তিরা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায়।
১০ ঘণ্টা আগেতাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন এক্স ৮৭০ অরাস স্টিলথ আইস মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বড় আকারের ৬৪ মেগাবাইটের বায়োস (BIOS) চিপ, যা সাধারণত দেখা যায় না। আগে যেখানে অনেক এএম ৪ (AM4) মাদারবোর্ডে ১৬ মেগাবাইটের বিআইওএস চিপ থাকত, সেখানে গিগাবাইটের নতুন এই...
১১ ঘণ্টা আগেবিমান ভ্রমণের মূল উদ্দেশ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো হলেও আধুনিক যুগে যাত্রা অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। এর পেছনে বড় ভূমিকা রাখছে—বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের উন্নতি। মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর না করেই যাত্রীরা এখন বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান...
১২ ঘণ্টা আগেআপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরনো রাউটারটিকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
১৩ ঘণ্টা আগে