স্মার্টফোনের লক স্ক্রিনে দিক নির্দেশনা দেখার জন্য নতুন ফিচার নিয়ে এল গুগল। ‘গ্যালেন্সেবল ডাইরেকশন’ নামে ফিচারের ফলে ম্যাপ দেখতে বার বার স্ক্রিন খুলতে হবে না। লক স্ক্রিন থেকেই এক ঝলকে দিক নির্দেশনা মিলবে। গাড়ি চালানোর সময় ফিচারটি কাজে দেবে।
গত একবছর থেকে ফিচারটি নিয়ে আসার কথা থাকলেও অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য এই সুবিধা এখন চালু করলো গুগল। লক স্ক্রিন থেকেই ব্যবহারকারীরা প্রতিটি রাস্তার মোড় ও গন্তব্যস্থলে পৌঁছানোর সময় বা ইটিএ সম্পর্কে তথ্য দেখতে পারবে। এর আগে এসব তথ্য শুধু ফোনের লক স্ক্রিন খুললেই দেখা যেত।
দিক নির্দেশনা ও লাইভ ইটিএ দেখানোসহ ব্যবহারকারীরা যদি ভিন্ন পথে যান তাও গ্যালেন্সেবল ডাইরেকশন ফিচারটি লক স্ক্রিনে দেখাবে।
গুগল ম্যাপসে এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে অ্যাপের সেটিংসের নেভিগেশন অপশন থেকে ফিচারটি চালু করা যায়। কোম্পানিটি ফিচারটি নিয়ে আসার ঘোষণা দিলেও আইফোনে ফিচারটি এখনো দেখা যায়নি। সম্ভবত কিছুদিনের মধ্যেই ফিচারটি আইফোনে পাওয়া যাবে।
গত বছরের ফেব্রুয়ারিতে এই ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। আবার গত জুনে গুগল জানায়, অ্যাপটি হাঁটা চলা, সাইকেল চালানো ও ড্রাইভিংয়ের নির্দেশনার ফিচারগুলোর সঙ্গে গ্যালেন্সেবল ডাইরেকশন সুবিধাটি নিয়ে আসা হবে। এটি আইওএস ১৬ .১ অপারেটিং সিস্টেমেও কাজ করবে বলে জানানো হয়েছিল।
সম্প্রতি ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার নিয়ে এসেছে গুগল। এই মাসের শুরুতে গুগল এআই জেনারেটিভ টুলে ম্যাপসে যুক্ত করে। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় কী কী করার আছে সে সম্পর্কে তথ্য জানা যায়।
তথ্যসূত্র: ম্যাক রিউমার
স্মার্টফোনের লক স্ক্রিনে দিক নির্দেশনা দেখার জন্য নতুন ফিচার নিয়ে এল গুগল। ‘গ্যালেন্সেবল ডাইরেকশন’ নামে ফিচারের ফলে ম্যাপ দেখতে বার বার স্ক্রিন খুলতে হবে না। লক স্ক্রিন থেকেই এক ঝলকে দিক নির্দেশনা মিলবে। গাড়ি চালানোর সময় ফিচারটি কাজে দেবে।
গত একবছর থেকে ফিচারটি নিয়ে আসার কথা থাকলেও অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য এই সুবিধা এখন চালু করলো গুগল। লক স্ক্রিন থেকেই ব্যবহারকারীরা প্রতিটি রাস্তার মোড় ও গন্তব্যস্থলে পৌঁছানোর সময় বা ইটিএ সম্পর্কে তথ্য দেখতে পারবে। এর আগে এসব তথ্য শুধু ফোনের লক স্ক্রিন খুললেই দেখা যেত।
দিক নির্দেশনা ও লাইভ ইটিএ দেখানোসহ ব্যবহারকারীরা যদি ভিন্ন পথে যান তাও গ্যালেন্সেবল ডাইরেকশন ফিচারটি লক স্ক্রিনে দেখাবে।
গুগল ম্যাপসে এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে অ্যাপের সেটিংসের নেভিগেশন অপশন থেকে ফিচারটি চালু করা যায়। কোম্পানিটি ফিচারটি নিয়ে আসার ঘোষণা দিলেও আইফোনে ফিচারটি এখনো দেখা যায়নি। সম্ভবত কিছুদিনের মধ্যেই ফিচারটি আইফোনে পাওয়া যাবে।
গত বছরের ফেব্রুয়ারিতে এই ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। আবার গত জুনে গুগল জানায়, অ্যাপটি হাঁটা চলা, সাইকেল চালানো ও ড্রাইভিংয়ের নির্দেশনার ফিচারগুলোর সঙ্গে গ্যালেন্সেবল ডাইরেকশন সুবিধাটি নিয়ে আসা হবে। এটি আইওএস ১৬ .১ অপারেটিং সিস্টেমেও কাজ করবে বলে জানানো হয়েছিল।
সম্প্রতি ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার নিয়ে এসেছে গুগল। এই মাসের শুরুতে গুগল এআই জেনারেটিভ টুলে ম্যাপসে যুক্ত করে। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় কী কী করার আছে সে সম্পর্কে তথ্য জানা যায়।
তথ্যসূত্র: ম্যাক রিউমার
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১০ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১ দিন আগে