Ajker Patrika

ফোনের লক স্ক্রিনেই দিক নির্দেশনা দেবে গুগল ম্যাপস

ফোনের লক স্ক্রিনেই দিক নির্দেশনা দেবে গুগল ম্যাপস

স্মার্টফোনের লক স্ক্রিনে দিক নির্দেশনা দেখার জন্য নতুন ফিচার নিয়ে এল গুগল। ‘গ্যালেন্সেবল ডাইরেকশন’ নামে ফিচারের ফলে ম্যাপ দেখতে বার বার স্ক্রিন খুলতে হবে না। লক স্ক্রিন থেকেই এক ঝলকে দিক নির্দেশনা মিলবে। গাড়ি চালানোর সময় ফিচারটি কাজে দেবে। 

গত একবছর থেকে ফিচারটি নিয়ে আসার কথা থাকলেও অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য এই সুবিধা এখন চালু করলো গুগল। লক স্ক্রিন থেকেই ব্যবহারকারীরা প্রতিটি রাস্তার মোড় ও গন্তব্যস্থলে পৌঁছানোর সময় বা ইটিএ সম্পর্কে তথ্য দেখতে পারবে। এর আগে এসব তথ্য শুধু ফোনের লক স্ক্রিন খুললেই দেখা যেত। 

দিক নির্দেশনা ও লাইভ ইটিএ দেখানোসহ ব্যবহারকারীরা যদি ভিন্ন পথে যান তাও গ্যালেন্সেবল ডাইরেকশন ফিচারটি লক স্ক্রিনে দেখাবে।

গুগল ম্যাপসে এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে অ্যাপের সেটিংসের নেভিগেশন অপশন থেকে ফিচারটি চালু করা যায়। কোম্পানিটি ফিচারটি নিয়ে আসার ঘোষণা দিলেও আইফোনে ফিচারটি এখনো দেখা যায়নি। সম্ভবত কিছুদিনের মধ্যেই ফিচারটি আইফোনে পাওয়া যাবে। 

গত বছরের ফেব্রুয়ারিতে এই ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। আবার গত জুনে গুগল জানায়, অ্যাপটি হাঁটা চলা, সাইকেল চালানো ও ড্রাইভিংয়ের নির্দেশনার ফিচারগুলোর সঙ্গে গ্যালেন্সেবল ডাইরেকশন সুবিধাটি নিয়ে আসা হবে। এটি আইওএস ১৬ .১ অপারেটিং সিস্টেমেও কাজ করবে বলে জানানো হয়েছিল। 

সম্প্রতি ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার নিয়ে এসেছে গুগল। এই মাসের শুরুতে গুগল এআই জেনারেটিভ টুলে ম্যাপসে যুক্ত করে। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় কী কী করার আছে সে সম্পর্কে তথ্য জানা যায়। 

তথ্যসূত্র: ম্যাক রিউমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত