শিশুদের কল্যাণে এবার ভার্চুয়াল জগৎ মেটাভার্সে বিশেষ নিরাপত্তা ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা। শিশুদের নিরাপত্তার বিষয়ে নজর দেয় না মেটা—এমন বিতর্ক এড়াতেই এই উদ্যোগ। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে একটি সফটওয়্যারের মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানদের ভিআর হেডসেট কেনা, ভিআর হেডেসট দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এই অ্যাপটি তখনই সক্রিয় হবে যখন শিশুরা তাদের বাবা–মায়ের ভিআর অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। আর সংযুক্ত থাকার মাধ্যমে বাবা–মা সন্তানদের ভিআর স্ক্রিনে কাটানো সময়ও নজরদারি করতে পারবেন। দেখতে পারবেন তাদের সন্তান কাকে বন্ধু হিসেবে নিচ্ছে এবং কাকে ও কোন ধরনের কনটেন্ট ব্লক করছে।
মেটার ইয়ুথ–ওয়েলবিং বিভাগের প্রধান বৈষ্ণবী জে বলেছেন, ‘তরুণ ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের কনটেন্টের সঙ্গে আরও ইতিবাচক অভিজ্ঞতা দিতে অ্যাপেই বেশ কিছু বিধি–নিষেধ যুক্ত করছি। বিশেষ করে তারা যে সময়টুকু অনলাইনে কাটাচ্ছে তা যেন আনন্দদায়ক হয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।’
সাম্প্রতিক সময়ে মেটা তরুণ ব্যবহারকারীদের কীভাবে নিয়ন্ত্রণ করছে সেই বিষয়ে আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছে। বিশেষ করে, তরুণদের জন্য নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগে এই তোপ আরও তীব্র হয়। সম্প্রতি এক গবেষণা চালানো হয় মেটা কীভাবে তার তরুণ ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করছে, তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে। সেই গবেষণার সূত্র ধরে মেটার এই নতুন পদক্ষেপ।
শিশুদের কল্যাণে এবার ভার্চুয়াল জগৎ মেটাভার্সে বিশেষ নিরাপত্তা ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা। শিশুদের নিরাপত্তার বিষয়ে নজর দেয় না মেটা—এমন বিতর্ক এড়াতেই এই উদ্যোগ। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে একটি সফটওয়্যারের মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানদের ভিআর হেডসেট কেনা, ভিআর হেডেসট দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এই অ্যাপটি তখনই সক্রিয় হবে যখন শিশুরা তাদের বাবা–মায়ের ভিআর অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। আর সংযুক্ত থাকার মাধ্যমে বাবা–মা সন্তানদের ভিআর স্ক্রিনে কাটানো সময়ও নজরদারি করতে পারবেন। দেখতে পারবেন তাদের সন্তান কাকে বন্ধু হিসেবে নিচ্ছে এবং কাকে ও কোন ধরনের কনটেন্ট ব্লক করছে।
মেটার ইয়ুথ–ওয়েলবিং বিভাগের প্রধান বৈষ্ণবী জে বলেছেন, ‘তরুণ ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের কনটেন্টের সঙ্গে আরও ইতিবাচক অভিজ্ঞতা দিতে অ্যাপেই বেশ কিছু বিধি–নিষেধ যুক্ত করছি। বিশেষ করে তারা যে সময়টুকু অনলাইনে কাটাচ্ছে তা যেন আনন্দদায়ক হয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।’
সাম্প্রতিক সময়ে মেটা তরুণ ব্যবহারকারীদের কীভাবে নিয়ন্ত্রণ করছে সেই বিষয়ে আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছে। বিশেষ করে, তরুণদের জন্য নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগে এই তোপ আরও তীব্র হয়। সম্প্রতি এক গবেষণা চালানো হয় মেটা কীভাবে তার তরুণ ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করছে, তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে। সেই গবেষণার সূত্র ধরে মেটার এই নতুন পদক্ষেপ।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৫ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৬ ঘণ্টা আগে