যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে গত সোমবার অ্যাপলের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে কিনোট সেশনে ছোট-বড় অনেক ফিচারের ঘোষণা দিয়েছে অ্যাপল। তবে ১ ঘণ্টা ৩৬ মিনিটের প্রেজেন্টেশনে সাংবাদিক ও ডেভেলপার উভয়ের দৃষ্টি আকর্ষণ করেছে আইফোনের কল রেকর্ডিং ও ট্রান্সক্রাইব ফিচার। এসব ফিচারের মাধ্যমে আইফোনে আসা ফোনকলগুলো রেকর্ড করার পাশাপাশি টেক্সটেও রূপান্তর করা যাবে। সেই সঙ্গে কল রেকর্ডগুলোর সারসংক্ষেপ তৈরি করে দেবে অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
আইফোনের এসব ফিচার সাংবাদিকদের অনেক কাজে দেবে। কারণ ফোনকলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নেন সাংবাদিকেরা। এই সাক্ষাৎকারের অডিও রেকর্ড করার জন্য অনেককেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। তবে এসব থার্ড পার্টি অ্যাপে ব্যক্তিগত নিরাপত্তার বিঘ্ন হতে পারে এবং এসব অ্যাপের মধ্যে কিছু কিছু অ্যাপের জন্য সাবস্ক্রিপশনও কিনতে হয়। ফলে আইফোনের কল রেকর্ডিংয়ের সুবিধা সাংবাদিকদের সময় ও অর্থ দুটিই বাঁচাবে।
অনেকেই আইফোনের কল রেকর্ডিংয়ের জন্য ‘ট্যাপকল’ নামের একটি থার্ড পার্টি ব্যবহার করেন। তবে দুই মাস আগেই এর বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের দাম ১৯ ডলার থেকে বাড়িয়ে ৭৯.১ ডলার নির্ধারণ করেছে। নতুন ফিচারটিতে কল রেকর্ডের জন্য আইফোন ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন প্ল্যানও কিনতে হবে না। আর অ্যাপগুলোর সাবস্ক্রিপশন প্ল্যানের দাম বাড়ানো নিয়ে চিন্তা করতে হবে না।
ফোনকলের জন্য ট্রান্সক্রাইব ফিচার নিয়ে এসেছে অ্যাপল। এটিও সাংবাদিকদের সংবাদ তৈরির ক্ষেত্রে কাজে দেবে। কথা বলার পর ফোন রেখে দিলে রেকর্ডিং থেকেই অডিওগুলো টেক্সটে রূপান্তর করে দেবে অ্যাপলের এআই। অডিও শুনে শুনে বক্তব্যগুলো টাইপ করতে বা লিখতে সাংবাদিকদের সাধারণত ১৭২ শতাংশ সময় ব্যয় হয়। অ্যাপলের ট্রান্সক্রাইব ফিচারটি সাংবাদিকদের মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবে।
এ ছাড়া কল রেকর্ডগুলোর সারসংক্ষেপও তৈরি করে দিতে পারবে অ্যাপলের এআই। তাই দীর্ঘ কল রেকর্ড পুনরায় শুনতে হবে না। গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে আইফোন।
অ্যাপলের এসব ফিচার আইওএস ১৮ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। চলতি বছরের সেপ্টেম্বরে আইফোনগুলোর জন্য এই আপডেট ছাড়া হতে পারে। অ্যাপলের এআই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই ফিচারগুলোতে কিছু ত্রুটি দেখা যেতে পারে। তবে প্রাথমিকভাবে কোনো ত্রুটি দেখা গেলেও অ্যাপল বিভিন্ন আপডেটের মাধ্যমে তা দ্রুত সংশোধন করবে। এ ছাড়া ট্রান্সক্রিপশন ফিচার আইফোনের সব মডেলে পাওয়া যাবে না। শক্তিশালী চিপসেটের নতুন মডেলের ফোনগুলোতে এই ফিচার পাওয়া যাবে। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘কল রেকর্ড শুরু হয়েছে’ এমন একটি ঘোষণা ফোনের অপর প্রান্তের ব্যক্তিও শুনতে পারবেন।
প্রাথমিকভাবে ট্যান্সক্রাইব ফিচারটি অল্প কয়েকটি ভাষায় অডিও কল থেকে টেক্সটে রূপান্তরিত করতে পারবে। সেগুলো হলো—ইংরেজি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর), স্প্যানিশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো, স্পেন), ফরাসি (ফ্রান্স), জার্মান (জার্মানি), জাপানিজ (জাপান), মান্দারিন চাইনিজ (চীন, তাইওয়ান), ক্যান্টনিজ (চীনের মূল ভূখণ্ড, হংকং) ও পর্তুগিজ (ব্রাজিল)। পরে আরও কয়েকটি ভাষায় ট্র্যান্সক্রাইব করা যেতে পারে।
তথ্যসূত্র: নিম্যান ল্যাব
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে গত সোমবার অ্যাপলের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে কিনোট সেশনে ছোট-বড় অনেক ফিচারের ঘোষণা দিয়েছে অ্যাপল। তবে ১ ঘণ্টা ৩৬ মিনিটের প্রেজেন্টেশনে সাংবাদিক ও ডেভেলপার উভয়ের দৃষ্টি আকর্ষণ করেছে আইফোনের কল রেকর্ডিং ও ট্রান্সক্রাইব ফিচার। এসব ফিচারের মাধ্যমে আইফোনে আসা ফোনকলগুলো রেকর্ড করার পাশাপাশি টেক্সটেও রূপান্তর করা যাবে। সেই সঙ্গে কল রেকর্ডগুলোর সারসংক্ষেপ তৈরি করে দেবে অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
আইফোনের এসব ফিচার সাংবাদিকদের অনেক কাজে দেবে। কারণ ফোনকলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নেন সাংবাদিকেরা। এই সাক্ষাৎকারের অডিও রেকর্ড করার জন্য অনেককেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। তবে এসব থার্ড পার্টি অ্যাপে ব্যক্তিগত নিরাপত্তার বিঘ্ন হতে পারে এবং এসব অ্যাপের মধ্যে কিছু কিছু অ্যাপের জন্য সাবস্ক্রিপশনও কিনতে হয়। ফলে আইফোনের কল রেকর্ডিংয়ের সুবিধা সাংবাদিকদের সময় ও অর্থ দুটিই বাঁচাবে।
অনেকেই আইফোনের কল রেকর্ডিংয়ের জন্য ‘ট্যাপকল’ নামের একটি থার্ড পার্টি ব্যবহার করেন। তবে দুই মাস আগেই এর বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের দাম ১৯ ডলার থেকে বাড়িয়ে ৭৯.১ ডলার নির্ধারণ করেছে। নতুন ফিচারটিতে কল রেকর্ডের জন্য আইফোন ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন প্ল্যানও কিনতে হবে না। আর অ্যাপগুলোর সাবস্ক্রিপশন প্ল্যানের দাম বাড়ানো নিয়ে চিন্তা করতে হবে না।
ফোনকলের জন্য ট্রান্সক্রাইব ফিচার নিয়ে এসেছে অ্যাপল। এটিও সাংবাদিকদের সংবাদ তৈরির ক্ষেত্রে কাজে দেবে। কথা বলার পর ফোন রেখে দিলে রেকর্ডিং থেকেই অডিওগুলো টেক্সটে রূপান্তর করে দেবে অ্যাপলের এআই। অডিও শুনে শুনে বক্তব্যগুলো টাইপ করতে বা লিখতে সাংবাদিকদের সাধারণত ১৭২ শতাংশ সময় ব্যয় হয়। অ্যাপলের ট্রান্সক্রাইব ফিচারটি সাংবাদিকদের মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবে।
এ ছাড়া কল রেকর্ডগুলোর সারসংক্ষেপও তৈরি করে দিতে পারবে অ্যাপলের এআই। তাই দীর্ঘ কল রেকর্ড পুনরায় শুনতে হবে না। গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে আইফোন।
অ্যাপলের এসব ফিচার আইওএস ১৮ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। চলতি বছরের সেপ্টেম্বরে আইফোনগুলোর জন্য এই আপডেট ছাড়া হতে পারে। অ্যাপলের এআই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই ফিচারগুলোতে কিছু ত্রুটি দেখা যেতে পারে। তবে প্রাথমিকভাবে কোনো ত্রুটি দেখা গেলেও অ্যাপল বিভিন্ন আপডেটের মাধ্যমে তা দ্রুত সংশোধন করবে। এ ছাড়া ট্রান্সক্রিপশন ফিচার আইফোনের সব মডেলে পাওয়া যাবে না। শক্তিশালী চিপসেটের নতুন মডেলের ফোনগুলোতে এই ফিচার পাওয়া যাবে। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘কল রেকর্ড শুরু হয়েছে’ এমন একটি ঘোষণা ফোনের অপর প্রান্তের ব্যক্তিও শুনতে পারবেন।
প্রাথমিকভাবে ট্যান্সক্রাইব ফিচারটি অল্প কয়েকটি ভাষায় অডিও কল থেকে টেক্সটে রূপান্তরিত করতে পারবে। সেগুলো হলো—ইংরেজি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর), স্প্যানিশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো, স্পেন), ফরাসি (ফ্রান্স), জার্মান (জার্মানি), জাপানিজ (জাপান), মান্দারিন চাইনিজ (চীন, তাইওয়ান), ক্যান্টনিজ (চীনের মূল ভূখণ্ড, হংকং) ও পর্তুগিজ (ব্রাজিল)। পরে আরও কয়েকটি ভাষায় ট্র্যান্সক্রাইব করা যেতে পারে।
তথ্যসূত্র: নিম্যান ল্যাব
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে