প্রযুক্তির জগতে একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী মাসে। কারণ সেপ্টেম্বরের দুটি পৃথক অনুষ্ঠানে অগমেন্টেড রিয়েলিটির (এআর) চশমা উন্মোচন করবে প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্ন্যাপচ্যাট ও মেটা। ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে বাস্তব দুনিয়ার মেলবন্ধন তৈরি করে দৈনন্দিন কাজকর্মকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে এআর চশমাগুলো। গেমিং, সামাজিক যোগাযোগ এবং দৈনন্দিন জীবনযাত্রার নানা ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা যোগ করতে পারে এই প্রযুক্তি। তাই পণ্যগুলো প্রযুক্তির জগতে একটি বিশাল পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
আগামী ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্ন্যাপচ্যাটের বার্ষিক অংশীদারত্ব সামিট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে কোম্পানিটির সিইও ইভান স্পিগেল ৫ম প্রজন্মের এআর চশমার উদ্বোধন করবেন। এর এক সপ্তাহ পর আগামী ১২ সেপ্টেম্বর মেটার কানেক্ট কনফারেন্সে সিইও কোম্পানিটির প্রথম এআর চশমা উন্মোচন করবেন মার্ক জাকারবার্গ। মেটার এই চশমার কোডনেম হলো ‘ওরিয়ন’।
তবে উভয় কোম্পানির ডিভাইসগুলোর কোনোটিই সাধারণ গ্রাহকেরা কিনতে পারবে না। কারণে এগুলো সীমিত পরিমাণে তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট সংখ্যক ডেভেলপারদের কাছে সরবরাহ করা হবে।
স্ন্যাপচ্যাট ১০ হাজার ইউনিটের কম এআর চশমা তৈরি করছে এবং মেটা এর চেয়েও কমসংখ্যক ওরিয়ন চশমা উৎপাদন করেছে। উন্নত প্রযুক্তির এসব ডিভাইস উৎপাদনের খরচ বেশি হওয়ায় কোম্পানি দুটি কমসংখ্যক এআর চশমা তৈরি করছে। প্রতি ইউনিট তৈরির জন্য স্ন্যাপচ্যাটকে কয়েক হাজার ডলার খরচ করতে হয়েছে, আর ওরিয়ন চশমার প্রযুক্তির বিকাশে মেটাকে কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে বলে জানা গেছে।
সাধারণ মানুষের কাছে এআর চশমাগুলোর গ্রহণযোগ্যতা বাড়াতে কোম্পানি দুটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আগের সংস্করণগুলোর চেয়ে নতুন ডিভাইসগুলোর বিভিন্ন ফিচার আরও উন্নত করা হয়েছে। যেমন: এগুলোতে আরও বড় ডিসপ্লে দেওয়া হয়েছে ও ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে।
মেটার সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থ দাবি করেছেন যে, ওরিয়ন চশমাগুলোতে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রযুক্তির জগতে একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী মাসে। কারণ সেপ্টেম্বরের দুটি পৃথক অনুষ্ঠানে অগমেন্টেড রিয়েলিটির (এআর) চশমা উন্মোচন করবে প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্ন্যাপচ্যাট ও মেটা। ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে বাস্তব দুনিয়ার মেলবন্ধন তৈরি করে দৈনন্দিন কাজকর্মকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে এআর চশমাগুলো। গেমিং, সামাজিক যোগাযোগ এবং দৈনন্দিন জীবনযাত্রার নানা ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা যোগ করতে পারে এই প্রযুক্তি। তাই পণ্যগুলো প্রযুক্তির জগতে একটি বিশাল পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
আগামী ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্ন্যাপচ্যাটের বার্ষিক অংশীদারত্ব সামিট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে কোম্পানিটির সিইও ইভান স্পিগেল ৫ম প্রজন্মের এআর চশমার উদ্বোধন করবেন। এর এক সপ্তাহ পর আগামী ১২ সেপ্টেম্বর মেটার কানেক্ট কনফারেন্সে সিইও কোম্পানিটির প্রথম এআর চশমা উন্মোচন করবেন মার্ক জাকারবার্গ। মেটার এই চশমার কোডনেম হলো ‘ওরিয়ন’।
তবে উভয় কোম্পানির ডিভাইসগুলোর কোনোটিই সাধারণ গ্রাহকেরা কিনতে পারবে না। কারণে এগুলো সীমিত পরিমাণে তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট সংখ্যক ডেভেলপারদের কাছে সরবরাহ করা হবে।
স্ন্যাপচ্যাট ১০ হাজার ইউনিটের কম এআর চশমা তৈরি করছে এবং মেটা এর চেয়েও কমসংখ্যক ওরিয়ন চশমা উৎপাদন করেছে। উন্নত প্রযুক্তির এসব ডিভাইস উৎপাদনের খরচ বেশি হওয়ায় কোম্পানি দুটি কমসংখ্যক এআর চশমা তৈরি করছে। প্রতি ইউনিট তৈরির জন্য স্ন্যাপচ্যাটকে কয়েক হাজার ডলার খরচ করতে হয়েছে, আর ওরিয়ন চশমার প্রযুক্তির বিকাশে মেটাকে কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে বলে জানা গেছে।
সাধারণ মানুষের কাছে এআর চশমাগুলোর গ্রহণযোগ্যতা বাড়াতে কোম্পানি দুটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আগের সংস্করণগুলোর চেয়ে নতুন ডিভাইসগুলোর বিভিন্ন ফিচার আরও উন্নত করা হয়েছে। যেমন: এগুলোতে আরও বড় ডিসপ্লে দেওয়া হয়েছে ও ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে।
মেটার সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থ দাবি করেছেন যে, ওরিয়ন চশমাগুলোতে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে