দক্ষিণ কোরিয়ার ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানি এলজি এনার্জি সলিউশন্স চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেনি। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশের পর এলজির শেয়ারের দাম ৭ শতাংশ কমেছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, জেনারেল মোটরসের বৈদ্যুতিক গাড়ি বোল্টের ত্রুটিপূর্ণ ব্যাটারি পাল্টানোর জন্য অপ্রত্যাশিত ব্যয় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে এই গাড়ির বড় বাজার ইউরোপ ও চীনে চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেনারেল মোটরসের বৈদ্যুতিক গাড়ি বোল্টের ব্যাটারি সরবরাহ করে এলজি এনার্জি সলিউশন্স। অগ্নি নিরাপত্তা ঝুঁকির কারণে এই কোম্পানির গাড়ি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এর জন্য এলজি এনার্জি সলিউশন্সকে ব্যাটারি প্যাক ও মডিউল পাল্টানোর জন্য ১৫ কোটি ১০০ ওন এককালীন বাড়তি খরচ হয়েছে।
রয়টার্সের বিশ্লেষণী সংস্থা রেফিনিটিতের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে এলজির ৬৪ হাজার ১০০ কোটি ওন (কোরিয়ার মুদ্রা) বা ৩৬ কোটি ৩০ লাখ ডলার মুনাফার করার লক্ষ্য ছিল। কিন্তু বাস্তবে ৪৬ কোটি ১০০ ওন মুনাফা হয়েছে। লক্ষ্যের চেয়ে কম হলেও মুনাফার এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ১৯ হাজার ৬০০ কোটি ওন বেশি।
জেনারেল মোটরস ও টেসলার মতো শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিগুলো বলছে, ইউরোপ ও চীনে বৈদ্যুতিক গাড়ির বিক্রি আগের চেয়ে কমে যাচ্ছে।
এলজির প্রধান আর্থিক কর্মকর্তা লি চ্যাং-সিল বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির মতো অর্থনৈতিক অবস্থার কারণে ইউরোপে বৈদ্যুতিক গাড়ি ধীর গতিতে বিক্রি হচ্ছে। এলজির মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমেনি।
দক্ষিণ কোরিয়ার ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানি এলজি এনার্জি সলিউশন্স চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেনি। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশের পর এলজির শেয়ারের দাম ৭ শতাংশ কমেছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, জেনারেল মোটরসের বৈদ্যুতিক গাড়ি বোল্টের ত্রুটিপূর্ণ ব্যাটারি পাল্টানোর জন্য অপ্রত্যাশিত ব্যয় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে এই গাড়ির বড় বাজার ইউরোপ ও চীনে চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেনারেল মোটরসের বৈদ্যুতিক গাড়ি বোল্টের ব্যাটারি সরবরাহ করে এলজি এনার্জি সলিউশন্স। অগ্নি নিরাপত্তা ঝুঁকির কারণে এই কোম্পানির গাড়ি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এর জন্য এলজি এনার্জি সলিউশন্সকে ব্যাটারি প্যাক ও মডিউল পাল্টানোর জন্য ১৫ কোটি ১০০ ওন এককালীন বাড়তি খরচ হয়েছে।
রয়টার্সের বিশ্লেষণী সংস্থা রেফিনিটিতের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে এলজির ৬৪ হাজার ১০০ কোটি ওন (কোরিয়ার মুদ্রা) বা ৩৬ কোটি ৩০ লাখ ডলার মুনাফার করার লক্ষ্য ছিল। কিন্তু বাস্তবে ৪৬ কোটি ১০০ ওন মুনাফা হয়েছে। লক্ষ্যের চেয়ে কম হলেও মুনাফার এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ১৯ হাজার ৬০০ কোটি ওন বেশি।
জেনারেল মোটরস ও টেসলার মতো শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিগুলো বলছে, ইউরোপ ও চীনে বৈদ্যুতিক গাড়ির বিক্রি আগের চেয়ে কমে যাচ্ছে।
এলজির প্রধান আর্থিক কর্মকর্তা লি চ্যাং-সিল বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির মতো অর্থনৈতিক অবস্থার কারণে ইউরোপে বৈদ্যুতিক গাড়ি ধীর গতিতে বিক্রি হচ্ছে। এলজির মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমেনি।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে