টুইটার অধিগ্রহণ চুক্তি থেকে সরে আসার কারণ হিসেবে টেসলার প্রধান ইলন মাস্কের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ। মাস্কের সঙ্গে করা চুক্তিতে কোনো শর্ত ভঙ্গ হয়নি বলে দাবি টুইটারের।
সম্প্রতি চুক্তি থেকে সরে যাওয়ার জন্য ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য সম্পর্কে বিভ্রান্ত হওয়ার পাশাপাশি চাকরিচ্যুত সাবেক নিরাপত্তাপ্রধান পিটার জাটকোর সঙ্গে অর্থের বিনিময়ে টুইটার সমঝোতা করেছে বলে অভিযোগ করেছেন মাস্ক।
মাস্কের অভিযোগ, পিটার জাটকোর সঙ্গে ৭০ লাখ ডলারের বিনিময়ে সমঝোতা করেছিল টুইটার। কিন্তু ওই সমঝোতার কয়েক দিন পরই তথ্য ফাঁসকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে টুইটারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন জাটকো।
সমঝোতার অংশ হিসেবে টুইটারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পূর্ণ গোপন রাখার এবং প্ল্যাটফর্মটির প্রতি কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার কথা ছিল জাটকোর।
তবে ইলন মাস্কের এমন অভিযোগ অস্বীকার করেছে টুইটার। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে করা ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তির কোনো শর্ত ভঙ্গ করা হয়নি বলে জানিয়েছে টুইটার। একই সঙ্গে মাস্কের আনা নতুন একটি অভিযোগও প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
এর আগে টুইটারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জাটকো। জানুয়ারি মাসে চাকরিচ্যুত হওয়া সাবেক নিরাপত্তাপ্রধানের অভিযোগ, টুইটারের অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তাব্যবস্থা একেবারেই নাজুক। এ ছাড়া সাধারণ ব্যবহারকারী এবং বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থা এবং স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটার ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ তুলেছেন জাটকো।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গেও আইনি লড়াই চলছে টুইটারের। ৪ হাজার ৪০০ কোটি ডলারে কোম্পানির সব শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে চুক্তি করেছিলেন মাস্ক। প্ল্যাটফর্মটি ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না অভিযোগ তুলে সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন টেসলার প্রধান।
প্রযুক্তির খবর আরও পড়ুন:
টুইটার অধিগ্রহণ চুক্তি থেকে সরে আসার কারণ হিসেবে টেসলার প্রধান ইলন মাস্কের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ। মাস্কের সঙ্গে করা চুক্তিতে কোনো শর্ত ভঙ্গ হয়নি বলে দাবি টুইটারের।
সম্প্রতি চুক্তি থেকে সরে যাওয়ার জন্য ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য সম্পর্কে বিভ্রান্ত হওয়ার পাশাপাশি চাকরিচ্যুত সাবেক নিরাপত্তাপ্রধান পিটার জাটকোর সঙ্গে অর্থের বিনিময়ে টুইটার সমঝোতা করেছে বলে অভিযোগ করেছেন মাস্ক।
মাস্কের অভিযোগ, পিটার জাটকোর সঙ্গে ৭০ লাখ ডলারের বিনিময়ে সমঝোতা করেছিল টুইটার। কিন্তু ওই সমঝোতার কয়েক দিন পরই তথ্য ফাঁসকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে টুইটারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন জাটকো।
সমঝোতার অংশ হিসেবে টুইটারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পূর্ণ গোপন রাখার এবং প্ল্যাটফর্মটির প্রতি কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার কথা ছিল জাটকোর।
তবে ইলন মাস্কের এমন অভিযোগ অস্বীকার করেছে টুইটার। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ জানায়, টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে করা ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তির কোনো শর্ত ভঙ্গ করা হয়নি বলে জানিয়েছে টুইটার। একই সঙ্গে মাস্কের আনা নতুন একটি অভিযোগও প্রত্যাখ্যান করেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
এর আগে টুইটারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জাটকো। জানুয়ারি মাসে চাকরিচ্যুত হওয়া সাবেক নিরাপত্তাপ্রধানের অভিযোগ, টুইটারের অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তাব্যবস্থা একেবারেই নাজুক। এ ছাড়া সাধারণ ব্যবহারকারী এবং বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থা এবং স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটার ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ তুলেছেন জাটকো।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গেও আইনি লড়াই চলছে টুইটারের। ৪ হাজার ৪০০ কোটি ডলারে কোম্পানির সব শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে চুক্তি করেছিলেন মাস্ক। প্ল্যাটফর্মটি ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না অভিযোগ তুলে সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন টেসলার প্রধান।
প্রযুক্তির খবর আরও পড়ুন:
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৩ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ দিন আগে