টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ, এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল ও অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
কোম্পানির একটি অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, যারা এই একত্রিত বিভাগের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না, তারা স্বেচ্ছায় প্রস্থান করতে পারবেন এবং তাদের প্রাপ্য ক্ষতিপূরণ প্যাকেজ পাবেন। অর্থাৎ, কর্মীর চাকরি ছাড়ার পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের দেওয়া হবে, যাতে তারা নতুন কাজ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে।
গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলেহ জানান, স্বেচ্ছায় পদত্যাগের প্রোগ্রামটি শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য প্রযোজ্য। এর আওতায় পিক্সেল ফোন, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, গুগল ফটোস, নেস্ট স্মার্ট হোম ডিভাইস এবং ফিটবিট ওয়্যারেবলসের মতো পণ্যগুলোর সঙ্গে যুক্ত কর্মীরা উপকৃত হবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের মতে, এসব কর্মীর সেভারেন্স (ক্ষতিপূরণ) প্যাকেজ প্রদান করবে গুগল এবং এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্গিরই অভ্যন্তরীণভাবে শেয়ার করা হবে।
অস্টারলেহ আরও জানান, গত অক্টোবর মাসে গুগল পিক্সেল হার্ডওয়্যার গ্রুপকে অ্যান্ড্রয়েড সফটওয়্যার টিমের সঙ্গে একত্রিত করে প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস শাখা তৈরি করেছিল। এই একীভূত দলের নতুন মিশন ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না অনেক কর্মী। তাদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিচ্ছে গুগল। প্রোগ্রামটি কোনো নির্দিষ্ট পণ্য রোডম্যাপ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়।
গত অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণ করেন গুগলের নতুন সিএফও অনাত আশকেনাজি। সম্প্রতি একটি আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তিনি কোম্পানির কার্যক্রমে আরও ‘কার্যকারিতা’ আনার ওপর গুরুত্ব দিয়েছেন। যদিও গুগলের পিক্সেল স্মার্টফোনের বিক্রি সম্প্রতি নতুন উচ্চতায় পৌঁছেছে, তবে শিল্পজুড়ে খরচ কমানোর প্রবণতা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২৪ সালে জানুয়ারিতে পিক্সেল, নেস্ট ও ফিটবিট টিমের একটি নতুন আঙ্গিকে পুনর্গঠন করেছে গুগল, যার ফলে কয়েক শ কর্মী ছাঁটাই হন। তবে গুগল তাদের নতুন প্রোগ্রামের মাধ্যমে এই ‘কাটছাঁট’ প্রক্রিয়া নীরবে পরিচালনা করার চেষ্টা করছে, যাতে কর্মীরা স্বাভাবিকভাবে পদত্যাগ করতে পারেন।
তথ্যসূত্র: টেকস্পট
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ, এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল ও অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
কোম্পানির একটি অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, যারা এই একত্রিত বিভাগের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না, তারা স্বেচ্ছায় প্রস্থান করতে পারবেন এবং তাদের প্রাপ্য ক্ষতিপূরণ প্যাকেজ পাবেন। অর্থাৎ, কর্মীর চাকরি ছাড়ার পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের দেওয়া হবে, যাতে তারা নতুন কাজ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে।
গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলেহ জানান, স্বেচ্ছায় পদত্যাগের প্রোগ্রামটি শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য প্রযোজ্য। এর আওতায় পিক্সেল ফোন, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, গুগল ফটোস, নেস্ট স্মার্ট হোম ডিভাইস এবং ফিটবিট ওয়্যারেবলসের মতো পণ্যগুলোর সঙ্গে যুক্ত কর্মীরা উপকৃত হবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের মতে, এসব কর্মীর সেভারেন্স (ক্ষতিপূরণ) প্যাকেজ প্রদান করবে গুগল এবং এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্গিরই অভ্যন্তরীণভাবে শেয়ার করা হবে।
অস্টারলেহ আরও জানান, গত অক্টোবর মাসে গুগল পিক্সেল হার্ডওয়্যার গ্রুপকে অ্যান্ড্রয়েড সফটওয়্যার টিমের সঙ্গে একত্রিত করে প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস শাখা তৈরি করেছিল। এই একীভূত দলের নতুন মিশন ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না অনেক কর্মী। তাদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিচ্ছে গুগল। প্রোগ্রামটি কোনো নির্দিষ্ট পণ্য রোডম্যাপ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়।
গত অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণ করেন গুগলের নতুন সিএফও অনাত আশকেনাজি। সম্প্রতি একটি আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তিনি কোম্পানির কার্যক্রমে আরও ‘কার্যকারিতা’ আনার ওপর গুরুত্ব দিয়েছেন। যদিও গুগলের পিক্সেল স্মার্টফোনের বিক্রি সম্প্রতি নতুন উচ্চতায় পৌঁছেছে, তবে শিল্পজুড়ে খরচ কমানোর প্রবণতা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২৪ সালে জানুয়ারিতে পিক্সেল, নেস্ট ও ফিটবিট টিমের একটি নতুন আঙ্গিকে পুনর্গঠন করেছে গুগল, যার ফলে কয়েক শ কর্মী ছাঁটাই হন। তবে গুগল তাদের নতুন প্রোগ্রামের মাধ্যমে এই ‘কাটছাঁট’ প্রক্রিয়া নীরবে পরিচালনা করার চেষ্টা করছে, যাতে কর্মীরা স্বাভাবিকভাবে পদত্যাগ করতে পারেন।
তথ্যসূত্র: টেকস্পট
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে