মাহবুব শুভ
শিশুদের স্মার্টফোন থেকে দূরে রাখার কোনো উপায় নেই এখন। তাই যত দূর সম্ভব ডিভাইসটি কাজে লাগাতে হবে। গুগলের প্লে স্টোর ও আইফোনের অ্যাপ স্টোরে এমন অনেক অ্যাপ আছে, যেগুলো শিশুদের আনন্দের সঙ্গে অনেক কিছু শিখতে সাহায্য করে।
ডুয়োলিংগো
ডুয়োলিংগো ভাষা শেখার ক্ষেত্রে নিয়ে এসেছে নতুনত্ব। স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান—সব ভাষাই আনন্দের সঙ্গে পাঠদানের জন্য শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে অ্যাপটি। শুধু শিশুরাই নয়, বড়রাও ডুয়োলিংগোর মাধ্যমে বিদেশি ভাষা রপ্ত করতে পারবেন।
স্ক্র্যাচজেআর
টাফট ইউনিভার্সিটি, এমআইটি মিডিয়া ল্যাব ও পিবিএস কিডসের সমন্বয়ে তৈরি স্ক্র্যাচজেআর শিশুদের শেখাবে প্রোগ্রামিং। বিভিন্ন ধরনের ধাঁধা ব্যবহার করে শিশুদের প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচয় করে দেওয়াই অ্যাপটির লক্ষ্য।
সুশি মনস্টার
এটি মূলত গণিত শেখার অ্যাপ। একটি দানবকে শান্ত রাখতে খাওয়াতে হবে নির্দিষ্টসংখ্যক সুশির প্লেট। পরবর্তী ধাপে পৌঁছাতে গণিতের ওপর ভালো দক্ষতার প্রয়োজন হবে। গণিতের সেই দক্ষতা তৈরি হবে অ্যাপের বিভিন্ন কার্যক্রমে অংশ নিলে।
খান একাডেমি কিডস: লার্নিং
স্কুলগামী শিশুদের আনন্দের সঙ্গে পাঠদানের জন্য ‘খান একাডেমি কিডস: লার্নিং’ অ্যাপটি অনেক জনপ্রিয়। এতে প্রচুর গেম আছে। শিশুরা সেসব গেম ব্যবহার করে পড়তে, লিখতে ও সংখ্যা সম্পর্কে ধারণা পাবে। এখানে শিশুদের উপযোগী বিভিন্ন বিষয়ের বই পাওয়া যায় সম্পূর্ণ বিনা মূল্যে।
পিক ইউর প্লেট
এটি খাবার ও স্বাস্থ্যকর খাবার তৈরি শেখার অ্যাপ। এই অ্যাপে শিশুরা জাদুর প্লেটে বিভিন্ন দেশ ঘুরে খাবার সম্পর্কে জানে এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করতে শেখে। নাশতা, দুপুর ও রাতের খাবারের পরিকল্পনা করতে করতে শিশুরা ফল ও বিভিন্ন দেশের খাবার তৈরি সম্পর্কে জানতে পারে। এ ছাড়া দেশগুলোর আর্থিক অবস্থা ও গান সম্পর্কেও শেখার সুযোগ আছে এতে।
নাসা
মহাকাশ বিষয়ে জানার জন্য এ অ্যাপ। মহাকাশে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনা নিয়ে শিশুদের কৌতূহল নিবারণ করবে এটি। এতে পডকাস্ট, নাসার ভিডিও, মহাকাশচারীর সঙ্গে মহাশূন্য ভ্রমণ ও ২০ হাজারের বেশি ছবি পাওয়া যাবে।
পিবিএস কিডস গেমস
শিশুদের মধ্যে পিবিএস কিডস গেমস খুব জনপ্রিয়। এই অ্যাপে ২৫০টির বেশি শিক্ষা ও বিনোদনমূলক গেমস আছে। যেমন: ওয়াইল্ড ক্র্যাটস, সেসেমি স্ট্রিট, ওল্ড স্কোয়াড, স্ক্রিবলস, ইঙ্ক ড্রয়িং গেম ইত্যাদি।
গো নুডল
করোনার সময় গো নুডল অ্যাপটি বেশ জনপ্রিয়তা পায়। এতে প্রায় ৩০০ গান ও ব্যায়াম আছে। গানগুলো এমনভাবে তৈরি করা, যাতে শিশুরা হেলেদুলে সুরের সঙ্গে নাচতে পারে। এতে শারীরিক কর্মকাণ্ড ও আনন্দ— দুটিই পাওয়া যায়।
আর্ডম্যান অ্যানিমেটর
অ্যানিমেশন কিংবা কার্টুন সিনেমা সব শিশুর পছন্দ। কিন্তু এসব অ্যানিমেশন কীভাবে তৈরি করা হয়, তা হাতেকলমে শেখানোর অ্যাপ খুবই কম। আর্ডম্যান অ্যানিমেটরে অ্যানিমেশন তৈরির জন্য শিশুদের উপযোগী পর্যাপ্ত টিউটরিয়ালের সঙ্গে সহজে ব্যবহার করা যায় এমন বেশ কিছু টুল পাওয়া যায়। শিশুরা নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে স্টপ মোশনসহ বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবে আর্ডম্যান অ্যানিমেটর দিয়ে।
সূত্র: লাইফ হ্যাকার
শিশুদের স্মার্টফোন থেকে দূরে রাখার কোনো উপায় নেই এখন। তাই যত দূর সম্ভব ডিভাইসটি কাজে লাগাতে হবে। গুগলের প্লে স্টোর ও আইফোনের অ্যাপ স্টোরে এমন অনেক অ্যাপ আছে, যেগুলো শিশুদের আনন্দের সঙ্গে অনেক কিছু শিখতে সাহায্য করে।
ডুয়োলিংগো
ডুয়োলিংগো ভাষা শেখার ক্ষেত্রে নিয়ে এসেছে নতুনত্ব। স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান—সব ভাষাই আনন্দের সঙ্গে পাঠদানের জন্য শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে অ্যাপটি। শুধু শিশুরাই নয়, বড়রাও ডুয়োলিংগোর মাধ্যমে বিদেশি ভাষা রপ্ত করতে পারবেন।
স্ক্র্যাচজেআর
টাফট ইউনিভার্সিটি, এমআইটি মিডিয়া ল্যাব ও পিবিএস কিডসের সমন্বয়ে তৈরি স্ক্র্যাচজেআর শিশুদের শেখাবে প্রোগ্রামিং। বিভিন্ন ধরনের ধাঁধা ব্যবহার করে শিশুদের প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচয় করে দেওয়াই অ্যাপটির লক্ষ্য।
সুশি মনস্টার
এটি মূলত গণিত শেখার অ্যাপ। একটি দানবকে শান্ত রাখতে খাওয়াতে হবে নির্দিষ্টসংখ্যক সুশির প্লেট। পরবর্তী ধাপে পৌঁছাতে গণিতের ওপর ভালো দক্ষতার প্রয়োজন হবে। গণিতের সেই দক্ষতা তৈরি হবে অ্যাপের বিভিন্ন কার্যক্রমে অংশ নিলে।
খান একাডেমি কিডস: লার্নিং
স্কুলগামী শিশুদের আনন্দের সঙ্গে পাঠদানের জন্য ‘খান একাডেমি কিডস: লার্নিং’ অ্যাপটি অনেক জনপ্রিয়। এতে প্রচুর গেম আছে। শিশুরা সেসব গেম ব্যবহার করে পড়তে, লিখতে ও সংখ্যা সম্পর্কে ধারণা পাবে। এখানে শিশুদের উপযোগী বিভিন্ন বিষয়ের বই পাওয়া যায় সম্পূর্ণ বিনা মূল্যে।
পিক ইউর প্লেট
এটি খাবার ও স্বাস্থ্যকর খাবার তৈরি শেখার অ্যাপ। এই অ্যাপে শিশুরা জাদুর প্লেটে বিভিন্ন দেশ ঘুরে খাবার সম্পর্কে জানে এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করতে শেখে। নাশতা, দুপুর ও রাতের খাবারের পরিকল্পনা করতে করতে শিশুরা ফল ও বিভিন্ন দেশের খাবার তৈরি সম্পর্কে জানতে পারে। এ ছাড়া দেশগুলোর আর্থিক অবস্থা ও গান সম্পর্কেও শেখার সুযোগ আছে এতে।
নাসা
মহাকাশ বিষয়ে জানার জন্য এ অ্যাপ। মহাকাশে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনা নিয়ে শিশুদের কৌতূহল নিবারণ করবে এটি। এতে পডকাস্ট, নাসার ভিডিও, মহাকাশচারীর সঙ্গে মহাশূন্য ভ্রমণ ও ২০ হাজারের বেশি ছবি পাওয়া যাবে।
পিবিএস কিডস গেমস
শিশুদের মধ্যে পিবিএস কিডস গেমস খুব জনপ্রিয়। এই অ্যাপে ২৫০টির বেশি শিক্ষা ও বিনোদনমূলক গেমস আছে। যেমন: ওয়াইল্ড ক্র্যাটস, সেসেমি স্ট্রিট, ওল্ড স্কোয়াড, স্ক্রিবলস, ইঙ্ক ড্রয়িং গেম ইত্যাদি।
গো নুডল
করোনার সময় গো নুডল অ্যাপটি বেশ জনপ্রিয়তা পায়। এতে প্রায় ৩০০ গান ও ব্যায়াম আছে। গানগুলো এমনভাবে তৈরি করা, যাতে শিশুরা হেলেদুলে সুরের সঙ্গে নাচতে পারে। এতে শারীরিক কর্মকাণ্ড ও আনন্দ— দুটিই পাওয়া যায়।
আর্ডম্যান অ্যানিমেটর
অ্যানিমেশন কিংবা কার্টুন সিনেমা সব শিশুর পছন্দ। কিন্তু এসব অ্যানিমেশন কীভাবে তৈরি করা হয়, তা হাতেকলমে শেখানোর অ্যাপ খুবই কম। আর্ডম্যান অ্যানিমেটরে অ্যানিমেশন তৈরির জন্য শিশুদের উপযোগী পর্যাপ্ত টিউটরিয়ালের সঙ্গে সহজে ব্যবহার করা যায় এমন বেশ কিছু টুল পাওয়া যায়। শিশুরা নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে স্টপ মোশনসহ বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবে আর্ডম্যান অ্যানিমেটর দিয়ে।
সূত্র: লাইফ হ্যাকার
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২০ ঘণ্টা আগে