অ্যাপলের সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল এসই ৪ উন্মোচন হতে পারে আগামী সপ্তাহে। আর মডেলটির বিক্রি শুরু হবে ফেব্রুয়ারির শেষের দিকে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে নতুন ফোনটির সম্ভাব্য ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছাড়া জানা গেছে যে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।
ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসই এর ডিজাইন আইফোন ১৪ এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটিতে অ্যাপলের নিজস্ব এ১৮ চিপসেট ব্যবহার করা হবে, যা অ্যাপল ইনটেলিজেন্স এর ফিচারগুলো চালাতে সাহায্য করবে। নতুন ফোনটি সম্ভবত অ্যাপল এর প্রথম ফোন হবে, যার মধ্যে নিজস্ব সেলুলার মডেম থাকবে।
এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।
এর আগে এই মডেলের সম্ভাব্য ছবি ও ভিডিও প্রকাশ করে আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু। এসব ছবি ও ভিডিও ব্লুমবার্গের আইফোন এসই ৪ মডেলের বর্ণনার সঙ্গে মিলে যায়। নতুন ফোনটির পেছনে একটি একক ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। থাকবে। এ ছাড়া, এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ব্লুমবার্গ জানিয়েছে, ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার।
এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
অ্যাপলের সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল এসই ৪ উন্মোচন হতে পারে আগামী সপ্তাহে। আর মডেলটির বিক্রি শুরু হবে ফেব্রুয়ারির শেষের দিকে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে নতুন ফোনটির সম্ভাব্য ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছাড়া জানা গেছে যে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।
ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসই এর ডিজাইন আইফোন ১৪ এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটিতে অ্যাপলের নিজস্ব এ১৮ চিপসেট ব্যবহার করা হবে, যা অ্যাপল ইনটেলিজেন্স এর ফিচারগুলো চালাতে সাহায্য করবে। নতুন ফোনটি সম্ভবত অ্যাপল এর প্রথম ফোন হবে, যার মধ্যে নিজস্ব সেলুলার মডেম থাকবে।
এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।
এর আগে এই মডেলের সম্ভাব্য ছবি ও ভিডিও প্রকাশ করে আইফোনের তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার মাজিন বু। এসব ছবি ও ভিডিও ব্লুমবার্গের আইফোন এসই ৪ মডেলের বর্ণনার সঙ্গে মিলে যায়। নতুন ফোনটির পেছনে একটি একক ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। থাকবে। এ ছাড়া, এতে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ব্লুমবার্গ জানিয়েছে, ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার।
এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪ এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে—আইফোন ১৬ ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬–ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ দিন আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে