প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এই স্টোরেজ ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজসহ গুগলের সব পণ্যের জন্য ব্যবহার করা হয়। ফ্রি স্টোরেজ শেষ হলে গ্রাহক যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, তা তুলে ধরা হল–
১. নতুন ফাইল ও ইমেজ গুগল ড্রাইভে আপলোড করা যাবে না।
২. ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ করা যাবে না।
৩. জিমেইলে নতুন কোনো ইমেইল আসবে ও কোন ইমেইল পাঠানোও যাবে না।
৪. গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডের মত সহযোগী অ্যাপগুলোতে নতুন ফাইল তৈরি করা যাবে না।
৫. নতুন রেকর্ডার ফাইলও ব্যাকআপ করা যাবে না।
৬. এই স্টোরেজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে গ্রাহক যদি নতুন স্টোরেজ না কিনে বা অ্যাকাউন্টের কিছু স্টোরেজ খালি না করে তাহলে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভের (গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডসহ) সব কনটেন্ট ডিলিট হয়ে যাবে।
কনটেন্ট সরিয়ে ফেলার আগে ইমেইল ও নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের সর্তক করবে গুগল। কনটেন্ট ডিলিট করার অন্তত তিন মাস আগে কোম্পানি গ্রাহককে এই সতর্কবার্তা পাঠাবে। তাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য গ্রাহকের কাছে পর্যাপ্ত সময় থাকবে।
কনটেন্টগুলোর ডিলিট এড়াতে গ্রাহকদের সাবক্রিপশন প্ল্যান কেনার জন্য সুযোগ দেবে গুগল। আর প্ল্যাটফর্মটি থেকে নিজের ফাইল ডাউনলোড করার সময় দেবে।
গুগলের স্টোরেজ বাড়াতে প্রতি মাসে ১০০ জিবির জন্য ১৫০ টাকা, ২০০ জিবির জন্য ২৫০ টাকা ও ২ টিবি স্টোরেজের জন্য ৮০০ টাকা খরচ করবে হবে।
সূত্র: গ্যাজেট নাও
প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এই স্টোরেজ ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজসহ গুগলের সব পণ্যের জন্য ব্যবহার করা হয়। ফ্রি স্টোরেজ শেষ হলে গ্রাহক যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, তা তুলে ধরা হল–
১. নতুন ফাইল ও ইমেজ গুগল ড্রাইভে আপলোড করা যাবে না।
২. ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ করা যাবে না।
৩. জিমেইলে নতুন কোনো ইমেইল আসবে ও কোন ইমেইল পাঠানোও যাবে না।
৪. গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডের মত সহযোগী অ্যাপগুলোতে নতুন ফাইল তৈরি করা যাবে না।
৫. নতুন রেকর্ডার ফাইলও ব্যাকআপ করা যাবে না।
৬. এই স্টোরেজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে গ্রাহক যদি নতুন স্টোরেজ না কিনে বা অ্যাকাউন্টের কিছু স্টোরেজ খালি না করে তাহলে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভের (গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডসহ) সব কনটেন্ট ডিলিট হয়ে যাবে।
কনটেন্ট সরিয়ে ফেলার আগে ইমেইল ও নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের সর্তক করবে গুগল। কনটেন্ট ডিলিট করার অন্তত তিন মাস আগে কোম্পানি গ্রাহককে এই সতর্কবার্তা পাঠাবে। তাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য গ্রাহকের কাছে পর্যাপ্ত সময় থাকবে।
কনটেন্টগুলোর ডিলিট এড়াতে গ্রাহকদের সাবক্রিপশন প্ল্যান কেনার জন্য সুযোগ দেবে গুগল। আর প্ল্যাটফর্মটি থেকে নিজের ফাইল ডাউনলোড করার সময় দেবে।
গুগলের স্টোরেজ বাড়াতে প্রতি মাসে ১০০ জিবির জন্য ১৫০ টাকা, ২০০ জিবির জন্য ২৫০ টাকা ও ২ টিবি স্টোরেজের জন্য ৮০০ টাকা খরচ করবে হবে।
সূত্র: গ্যাজেট নাও
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
৮ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৩ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৪ ঘণ্টা আগে