নিকট ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বুদ্ধিমত্তার যে উন্নতি ঘটবে, তা মানুষের মতো না হয়ে কুকুরের মতো হবে বলে মন্তব্য করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। প্রযুক্তি বিশ্লেষকদের বিপরীতে গিয়ে তিনি এমন অবস্থান নিয়েছেন বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।
সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, আগামী ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এরপর গত সপ্তাহে সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে এআই প্রযুক্তির বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন লেকুন।
এআইয়ের জনপ্রিয়তা বাড়লে চিপ বিক্রি করে মুনাফা হবে বলে হুয়াওয়ের প্রধান এমন মন্তব্য করেছেন বলে তিনি মনে করেন। লেকুন বলেন, ‘আমি জেনসনকে চিনি। এআই প্রযুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর তিনি এতে অস্ত্র সরবরাহ করছেন।’
ফেসবুকের মূল কোম্পানি মেটার এআই বিজ্ঞানী বলেন, ‘মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জনের আগে কুকুর বা বিড়ালের মতো বুদ্ধিমত্তা অর্জন করবে এআই। কারণ, এআই প্রযুক্তি প্রশিক্ষণে যে ল্যাঙ্গুয়েজ মডেল ও টেক্সট ব্যবহার করা হয়, তা উন্নত মানের এআই তৈরির জন্য পর্যাপ্ত নয়। ২০ হাজার বছরের পুরোনো তথ্য দেওয়া হলেও এ ও বি অক্ষরের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এই সিস্টেমের নেই।’
গত জুলাইতেও এ ধরনের মন্তব্য করেন লেকুন। তিনি বলেন, এআইয়ের বুদ্ধিমত্তা সীমিত। মানুষের জ্ঞান শুধু ভাষার মাধ্যমে অর্জিত হয় না, এর সঙ্গে অভিজ্ঞতাও জড়িত।
তবে ‘এআই মানবতার জন্য হুমকি’—এমন ধারণাকে বাতিল করে দেন লেকুন। এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ‘হাস্যকর’ ও ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
নিকট ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বুদ্ধিমত্তার যে উন্নতি ঘটবে, তা মানুষের মতো না হয়ে কুকুরের মতো হবে বলে মন্তব্য করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। প্রযুক্তি বিশ্লেষকদের বিপরীতে গিয়ে তিনি এমন অবস্থান নিয়েছেন বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।
সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, আগামী ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এরপর গত সপ্তাহে সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে এআই প্রযুক্তির বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন লেকুন।
এআইয়ের জনপ্রিয়তা বাড়লে চিপ বিক্রি করে মুনাফা হবে বলে হুয়াওয়ের প্রধান এমন মন্তব্য করেছেন বলে তিনি মনে করেন। লেকুন বলেন, ‘আমি জেনসনকে চিনি। এআই প্রযুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর তিনি এতে অস্ত্র সরবরাহ করছেন।’
ফেসবুকের মূল কোম্পানি মেটার এআই বিজ্ঞানী বলেন, ‘মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জনের আগে কুকুর বা বিড়ালের মতো বুদ্ধিমত্তা অর্জন করবে এআই। কারণ, এআই প্রযুক্তি প্রশিক্ষণে যে ল্যাঙ্গুয়েজ মডেল ও টেক্সট ব্যবহার করা হয়, তা উন্নত মানের এআই তৈরির জন্য পর্যাপ্ত নয়। ২০ হাজার বছরের পুরোনো তথ্য দেওয়া হলেও এ ও বি অক্ষরের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এই সিস্টেমের নেই।’
গত জুলাইতেও এ ধরনের মন্তব্য করেন লেকুন। তিনি বলেন, এআইয়ের বুদ্ধিমত্তা সীমিত। মানুষের জ্ঞান শুধু ভাষার মাধ্যমে অর্জিত হয় না, এর সঙ্গে অভিজ্ঞতাও জড়িত।
তবে ‘এআই মানবতার জন্য হুমকি’—এমন ধারণাকে বাতিল করে দেন লেকুন। এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ‘হাস্যকর’ ও ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৩ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ দিন আগে