অনলাইন ডেস্ক
জিমেইলের ইনবক্সে এখন আরও বেশি সক্রিয়ভাবে কাজ করতে যাচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি। নতুন আপডেটের মাধ্যমে দীর্ঘ ই-মেইলগুলোর সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে দেখাবে জেমিনি। এ জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে কোনো বাটনে ক্লিক করার প্রয়োজন হবে না।
গত বৃহস্পতিবার এই ফিচার চালুর ঘোষণা দেয় গুগল। এতে জানানো হয়, ই-মেইলের শুরুতেই একটি সামারি কার্ড দেখাবে জেমিনি। এতে ই-মেইলের মূল বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করা হবে।
২০২৩ সালে জেমিনিকে প্রথম যুক্ত করা হয় জিমেইলের সাইড প্যানেলে। তখন থেকেই এটি ব্যবহার করে খসড়া ই-মেইল লেখা, সাজেস্টেড রেসপন্স ও ই-মেইল থ্রেডের সারাংশ তৈরি করার মতো কাজ করা হতো। নতুন এ হালনাগাদের মাধ্যমে জেমিনির সাহায্যে পুরো ই-মেইল না পড়েই গুরুত্বপূর্ণ সব তথ্য জানা যাবে।
তবে এবার গুগল ব্যবহারকারীর ইচ্ছা-অনিচ্ছা বিবেচনায় না নিয়ে এই সারসংক্ষেপ ফিচার সক্রিয় করছে।
এই ধরনের এআই প্রযুক্তির ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপনের ঝুঁকি আগেও দেখা গেছে। উদাহরণস্বরূপ, অ্যাপলের এআই সারসংক্ষেপ ফিচার চালুর সময় বিবিসি অভিযোগ করেছিল যে, খবরের শিরোনামের সারসংক্ষেপ বারবার ভুল করছিল ফিচারটি। পরে অ্যাপল সেই সারসংক্ষেপ তৈরির ফিচারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
গুগলের নিজস্ব এআই ওভারভিউ ফিচারও সমালোচনার মুখে পড়েছে। কারণ, এতে প্রায়ই নিম্নমানের ও ভুল তথ্য প্রদর্শিত হয়েছে।
তবে নতুন জেমিনি ইমেইল সারসংক্ষেপ কার্ড ফিচারে, একটি দীর্ঘ ই-মেইলের মূল বিষয়বস্তুগুলো উপস্থাপন করবে এবং থ্রেডে নতুন রিপ্লাই এলে সারসংক্ষেপটি আপডেট করা হবে।
তবে গুগল জানিয়েছে, আগের মতো সারসংক্ষেপ দেখার ম্যানুয়াল অপশনটি পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। ই-মেইলের ওপরে ও জেমিনি সাইড প্যানেলে তা চিপ আকারে দেখা যাবে।
প্রাথমিকভাবে কেবল ইংরেজি ভাষার ই-মেইলের জন্য এই ফিচার চালু করা হয়েছে।
অবস্থানভেদে এটি জিমেইলে ডিফল্টভাবে চালু বা বন্ধ থাকতে পারে। যেমন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও জাপানে স্মার্ট ফিচারগুলো ডিফল্টভাবে বন্ধ থাকে।
তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা চাইলে জিমেইলের সেটিংসে গিয়ে ‘স্মার্ট ফিচারস’ অপশনের মাধ্যমে এটি চালু বা বন্ধ করতে পারবেন। পাশাপাশি গুগল ওয়ার্কস্পেস অ্যাডমিনেরাও চাইলে অ্যাডমিন কনসোল থেকে ব্যবহারকারীদের জন্য পারসোনালাইজেশন ফিচারটি বন্ধ করতে পারবেন।
নতুন এই স্বয়ংক্রিয় সারসংক্ষেপ তৈরির ফিচারটি প্রাথমিকভাবে কেবল মোবাইল ডিভাইসে চালু হচ্ছে। গুগল এখনো ঘোষণা দেয়নি কবে এটি ডেস্কটপ সংস্করণে আসবে বা ফ্রি জিমেইল ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হবে কি না।
ফিচারটি মূলত গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টধারীদের জন্য চালু করা হচ্ছে। অ্যাকাউন্টে ফিচারটি চালু হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে গুগল জানিয়েছে।
যদি কোনো ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে সারসংক্ষেপ না দেখায়, তাহলেও আগের মতো ম্যানুয়ালি সারসংক্ষেপ তৈরির ফিচার চালু করতে হবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ
জিমেইলের ইনবক্সে এখন আরও বেশি সক্রিয়ভাবে কাজ করতে যাচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি। নতুন আপডেটের মাধ্যমে দীর্ঘ ই-মেইলগুলোর সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে দেখাবে জেমিনি। এ জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে কোনো বাটনে ক্লিক করার প্রয়োজন হবে না।
গত বৃহস্পতিবার এই ফিচার চালুর ঘোষণা দেয় গুগল। এতে জানানো হয়, ই-মেইলের শুরুতেই একটি সামারি কার্ড দেখাবে জেমিনি। এতে ই-মেইলের মূল বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করা হবে।
২০২৩ সালে জেমিনিকে প্রথম যুক্ত করা হয় জিমেইলের সাইড প্যানেলে। তখন থেকেই এটি ব্যবহার করে খসড়া ই-মেইল লেখা, সাজেস্টেড রেসপন্স ও ই-মেইল থ্রেডের সারাংশ তৈরি করার মতো কাজ করা হতো। নতুন এ হালনাগাদের মাধ্যমে জেমিনির সাহায্যে পুরো ই-মেইল না পড়েই গুরুত্বপূর্ণ সব তথ্য জানা যাবে।
তবে এবার গুগল ব্যবহারকারীর ইচ্ছা-অনিচ্ছা বিবেচনায় না নিয়ে এই সারসংক্ষেপ ফিচার সক্রিয় করছে।
এই ধরনের এআই প্রযুক্তির ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপনের ঝুঁকি আগেও দেখা গেছে। উদাহরণস্বরূপ, অ্যাপলের এআই সারসংক্ষেপ ফিচার চালুর সময় বিবিসি অভিযোগ করেছিল যে, খবরের শিরোনামের সারসংক্ষেপ বারবার ভুল করছিল ফিচারটি। পরে অ্যাপল সেই সারসংক্ষেপ তৈরির ফিচারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
গুগলের নিজস্ব এআই ওভারভিউ ফিচারও সমালোচনার মুখে পড়েছে। কারণ, এতে প্রায়ই নিম্নমানের ও ভুল তথ্য প্রদর্শিত হয়েছে।
তবে নতুন জেমিনি ইমেইল সারসংক্ষেপ কার্ড ফিচারে, একটি দীর্ঘ ই-মেইলের মূল বিষয়বস্তুগুলো উপস্থাপন করবে এবং থ্রেডে নতুন রিপ্লাই এলে সারসংক্ষেপটি আপডেট করা হবে।
তবে গুগল জানিয়েছে, আগের মতো সারসংক্ষেপ দেখার ম্যানুয়াল অপশনটি পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। ই-মেইলের ওপরে ও জেমিনি সাইড প্যানেলে তা চিপ আকারে দেখা যাবে।
প্রাথমিকভাবে কেবল ইংরেজি ভাষার ই-মেইলের জন্য এই ফিচার চালু করা হয়েছে।
অবস্থানভেদে এটি জিমেইলে ডিফল্টভাবে চালু বা বন্ধ থাকতে পারে। যেমন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও জাপানে স্মার্ট ফিচারগুলো ডিফল্টভাবে বন্ধ থাকে।
তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা চাইলে জিমেইলের সেটিংসে গিয়ে ‘স্মার্ট ফিচারস’ অপশনের মাধ্যমে এটি চালু বা বন্ধ করতে পারবেন। পাশাপাশি গুগল ওয়ার্কস্পেস অ্যাডমিনেরাও চাইলে অ্যাডমিন কনসোল থেকে ব্যবহারকারীদের জন্য পারসোনালাইজেশন ফিচারটি বন্ধ করতে পারবেন।
নতুন এই স্বয়ংক্রিয় সারসংক্ষেপ তৈরির ফিচারটি প্রাথমিকভাবে কেবল মোবাইল ডিভাইসে চালু হচ্ছে। গুগল এখনো ঘোষণা দেয়নি কবে এটি ডেস্কটপ সংস্করণে আসবে বা ফ্রি জিমেইল ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হবে কি না।
ফিচারটি মূলত গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টধারীদের জন্য চালু করা হচ্ছে। অ্যাকাউন্টে ফিচারটি চালু হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে গুগল জানিয়েছে।
যদি কোনো ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে সারসংক্ষেপ না দেখায়, তাহলেও আগের মতো ম্যানুয়ালি সারসংক্ষেপ তৈরির ফিচার চালু করতে হবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ
ওপেনএআই মাইক্রোসফটকে গিলে খাবে—মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলাকে এভাবেই সতর্ক করেছেন টেক জায়ান্ট ইলন মাস্ক। মাইক্রোসফটের সব প্ল্যাটফর্মে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জিপিটি-৫’ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা—এমন ঘোষণার পরই এল ইলন মাস্কের এই সতর্কবার্তা। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্য
১২ ঘণ্টা আগেমাইক্রোসফটের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওপেনএআই-এর ‘এ পর্যন্ত সেরা এআই মডেল’ জিপিটি-৫ সরাসরি বিভিন্ন মাইক্রোসফট এআই পণ্যে তাৎক্ষণিকভাবে যুক্ত করা হচ্ছে, যার মধ্যে মাইক্রোসফট কো-পাইলটও রয়েছে। এই পরিষেবাটি সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া যাবে।
১৪ ঘণ্টা আগেপ্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয় ইউটিউবে। এই বিপুল পরিমাণ ভিডিওর ভিড়ে আপনার তৈরি ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভিউ বাড়ানোর বিভিন্ন কৌশলও জানতে হবে। আর সেই কৌশলগুলোর মধ্য অন্যতম হলো—সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করা।
২০ ঘণ্টা আগেনতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
১ দিন আগে