Ajker Patrika

বড় ই-মেইলের সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে গুগলের এআই

আজকের পত্রিকা ডেস্ক­
প্রাথমিকভাবে কেবল ইংরেজি ভাষার ই-মেইলের জন্য এই ফিচার চালু করা হয়েছে। ছবি: অল থিংগস হাও
প্রাথমিকভাবে কেবল ইংরেজি ভাষার ই-মেইলের জন্য এই ফিচার চালু করা হয়েছে। ছবি: অল থিংগস হাও

জিমেইলের ইনবক্সে এখন আরও বেশি সক্রিয়ভাবে কাজ করতে যাচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি। নতুন আপডেটের মাধ্যমে দীর্ঘ ই-মেইলগুলোর সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে দেখাবে জেমিনি। এ জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে কোনো বাটনে ক্লিক করার প্রয়োজন হবে না।

গত বৃহস্পতিবার এই ফিচার চালুর ঘোষণা দেয় গুগল। এতে জানানো হয়, ই-মেইলের শুরুতেই একটি সামারি কার্ড দেখাবে জেমিনি। এতে ই-মেইলের মূল বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করা হবে।

২০২৩ সালে জেমিনিকে প্রথম যুক্ত করা হয় জিমেইলের সাইড প্যানেলে। তখন থেকেই এটি ব্যবহার করে খসড়া ই-মেইল লেখা, সাজেস্টেড রেসপন্স ও ই-মেইল থ্রেডের সারাংশ তৈরি করার মতো কাজ করা হতো। নতুন এ হালনাগাদের মাধ্যমে জেমিনির সাহায্যে পুরো ই-মেইল না পড়েই গুরুত্বপূর্ণ সব তথ্য জানা যাবে।

তবে এবার গুগল ব্যবহারকারীর ইচ্ছা-অনিচ্ছা বিবেচনায় না নিয়ে এই সারসংক্ষেপ ফিচার সক্রিয় করছে।

এই ধরনের এআই প্রযুক্তির ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপনের ঝুঁকি আগেও দেখা গেছে। উদাহরণস্বরূপ, অ্যাপলের এআই সারসংক্ষেপ ফিচার চালুর সময় বিবিসি অভিযোগ করেছিল যে, খবরের শিরোনামের সারসংক্ষেপ বারবার ভুল করছিল ফিচারটি। পরে অ্যাপল সেই সারসংক্ষেপ তৈরির ফিচারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।

গুগলের নিজস্ব এআই ওভারভিউ ফিচারও সমালোচনার মুখে পড়েছে। কারণ, এতে প্রায়ই নিম্নমানের ও ভুল তথ্য প্রদর্শিত হয়েছে।

তবে নতুন জেমিনি ইমেইল সারসংক্ষেপ কার্ড ফিচারে, একটি দীর্ঘ ই-মেইলের মূল বিষয়বস্তুগুলো উপস্থাপন করবে এবং থ্রেডে নতুন রিপ্লাই এলে সারসংক্ষেপটি আপডেট করা হবে।

তবে গুগল জানিয়েছে, আগের মতো সারসংক্ষেপ দেখার ম্যানুয়াল অপশনটি পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। ই-মেইলের ওপরে ও জেমিনি সাইড প্যানেলে তা চিপ আকারে দেখা যাবে।

প্রাথমিকভাবে কেবল ইংরেজি ভাষার ই-মেইলের জন্য এই ফিচার চালু করা হয়েছে।

অবস্থানভেদে এটি জিমেইলে ডিফল্টভাবে চালু বা বন্ধ থাকতে পারে। যেমন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও জাপানে স্মার্ট ফিচারগুলো ডিফল্টভাবে বন্ধ থাকে।

তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা চাইলে জিমেইলের সেটিংসে গিয়ে ‘স্মার্ট ফিচারস’ অপশনের মাধ্যমে এটি চালু বা বন্ধ করতে পারবেন। পাশাপাশি গুগল ওয়ার্কস্পেস অ্যাডমিনেরাও চাইলে অ্যাডমিন কনসোল থেকে ব্যবহারকারীদের জন্য পারসোনালাইজেশন ফিচারটি বন্ধ করতে পারবেন।

নতুন এই স্বয়ংক্রিয় সারসংক্ষেপ তৈরির ফিচারটি প্রাথমিকভাবে কেবল মোবাইল ডিভাইসে চালু হচ্ছে। গুগল এখনো ঘোষণা দেয়নি কবে এটি ডেস্কটপ সংস্করণে আসবে বা ফ্রি জিমেইল ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হবে কি না।

ফিচারটি মূলত গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টধারীদের জন্য চালু করা হচ্ছে। অ্যাকাউন্টে ফিচারটি চালু হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে গুগল জানিয়েছে।

যদি কোনো ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে সারসংক্ষেপ না দেখায়, তাহলেও আগের মতো ম্যানুয়ালি সারসংক্ষেপ তৈরির ফিচার চালু করতে হবে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত