অবাঞ্ছিত ও স্প্যাম ইমেইলের জন্য জিমেইলের ইনবক্সে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ জন্য কাজের সময় প্রয়োজনীয় ইমেইল দ্রুত খুঁজে পাওয়া যায় না। এসব প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করতে আনসাবস্ক্রাইব করা যায়। এ জন্য প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হয়। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। এ জন্য গুগল নতুন বাটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে অনেকগুলো ইমেইল একসঙ্গে আনসাবস্ক্রাইব করা যাবে।
এই বাটন জিমেইল অ্যাপের ওপরের দিকে থাকবে। তবে এই আপডেট বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড অ্যাপে পাওয়া যাবে। জিমেইলের ২০২৩.১১. ১২ অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেটটি নিয়ে আসা হবে। তবে কবে নাগাদ এটি আইওএসে পাওয়া যাবে, তা জানা যায়নি।
অ্যান্ড্রয়েড-সম্পর্কিত তথ্যদাতা ব্লগ ‘দ্যএসপিঅ্যান্ড্রয়েড’ এক প্রতিবেদনে বলছে, ওয়েব ভার্সনের মতো এই বাটন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব দ্রুতই ব্যবহার করতে পারবেন।
এই নতুন বাটনের ফলে স্ক্রলের মাধ্যমে একটি করে আনসাবস্ক্রাইব লিংক খুঁজে বের করতে হবে না। এর ফলে গ্রাহকদের জন্য অবাঞ্ছিত ইমেইলগুলো বাদ দেওয়া দ্রুত ও সহজ হবে।
এই প্রতিবেদনে বলা হয়, গুগল অ্যাকাউন্টের সব আনসাবস্ক্রাইব লিংক স্ক্যান করে ইমেইলের ওপরে একটি বাটনের মধ্যে রাখা হবে, যাতে সহজে এটি ব্যবহার করা যায়।
এ ছাড়া জিমেইল ও অ্যান্ড্রয়েডে ব্যাক নেভিগেশন ফিচারও আসতে পারে। এই ফিচারের মাধ্যমে খুব সহজে জিমেইলের আগের পেজগুলোতে যাওয়া যাবে। তবে শুধু অ্যান্ড্রয়েড ১৪ ভার্সনের স্মার্টফোনে এই ফিচার কাজ করবে। নতুন ফিচারগুলো এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে সব যোগ্য অ্যান্ড্রয়েড ডিভাইসে খুব দ্রুতই ফিচারগুলো দেখা যাবে।
গত মাসে আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জিমেইলে ইমোজি ফিচার নিয়ে আসার জন্য কাজ করছে বলে জানা যায়। এটি মাইক্রোসফট আউটলুকের মতো কাজ করে। এই ইমোজি বাটন ইমেইলের তিন ডটের মেনু অপশনের ভেতরে থাকবে। মেনুর ইমোজি তালিকা থেকে গ্রাহকেরা পছন্দমতো ইমোজি নির্বাচন করতে পারবেন।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
অবাঞ্ছিত ও স্প্যাম ইমেইলের জন্য জিমেইলের ইনবক্সে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ জন্য কাজের সময় প্রয়োজনীয় ইমেইল দ্রুত খুঁজে পাওয়া যায় না। এসব প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করতে আনসাবস্ক্রাইব করা যায়। এ জন্য প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হয়। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। এ জন্য গুগল নতুন বাটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে অনেকগুলো ইমেইল একসঙ্গে আনসাবস্ক্রাইব করা যাবে।
এই বাটন জিমেইল অ্যাপের ওপরের দিকে থাকবে। তবে এই আপডেট বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড অ্যাপে পাওয়া যাবে। জিমেইলের ২০২৩.১১. ১২ অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেটটি নিয়ে আসা হবে। তবে কবে নাগাদ এটি আইওএসে পাওয়া যাবে, তা জানা যায়নি।
অ্যান্ড্রয়েড-সম্পর্কিত তথ্যদাতা ব্লগ ‘দ্যএসপিঅ্যান্ড্রয়েড’ এক প্রতিবেদনে বলছে, ওয়েব ভার্সনের মতো এই বাটন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব দ্রুতই ব্যবহার করতে পারবেন।
এই নতুন বাটনের ফলে স্ক্রলের মাধ্যমে একটি করে আনসাবস্ক্রাইব লিংক খুঁজে বের করতে হবে না। এর ফলে গ্রাহকদের জন্য অবাঞ্ছিত ইমেইলগুলো বাদ দেওয়া দ্রুত ও সহজ হবে।
এই প্রতিবেদনে বলা হয়, গুগল অ্যাকাউন্টের সব আনসাবস্ক্রাইব লিংক স্ক্যান করে ইমেইলের ওপরে একটি বাটনের মধ্যে রাখা হবে, যাতে সহজে এটি ব্যবহার করা যায়।
এ ছাড়া জিমেইল ও অ্যান্ড্রয়েডে ব্যাক নেভিগেশন ফিচারও আসতে পারে। এই ফিচারের মাধ্যমে খুব সহজে জিমেইলের আগের পেজগুলোতে যাওয়া যাবে। তবে শুধু অ্যান্ড্রয়েড ১৪ ভার্সনের স্মার্টফোনে এই ফিচার কাজ করবে। নতুন ফিচারগুলো এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে সব যোগ্য অ্যান্ড্রয়েড ডিভাইসে খুব দ্রুতই ফিচারগুলো দেখা যাবে।
গত মাসে আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জিমেইলে ইমোজি ফিচার নিয়ে আসার জন্য কাজ করছে বলে জানা যায়। এটি মাইক্রোসফট আউটলুকের মতো কাজ করে। এই ইমোজি বাটন ইমেইলের তিন ডটের মেনু অপশনের ভেতরে থাকবে। মেনুর ইমোজি তালিকা থেকে গ্রাহকেরা পছন্দমতো ইমোজি নির্বাচন করতে পারবেন।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে