প্রযুক্তি ডেস্ক
দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৪— এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি আনে গুগল। তবে সব ফোনে ইনস্টল করা যাবে না এই বেটা সংস্করণ। নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু মডেলে চলবে এটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ১৪- এর বেটা সংস্করণ যেসব ফোনে ব্যবহার করা যাবে, সেগুলো হলো পিক্সেল ৪এ (ফাইভজি), পিক্সেল ৫, পিক্সেল৫এ, পিক্সেল৬, পিক্সেল৬প্রো, পিক্সেল৬এ, পিক্সেল৭, পিক্সেল৭ প্রো, পিক্সেল৭এ, পিক্সেল ফোল্ড, ভিভো এক্স৯০প্রো, ভিভো আইকিউওও১১, নাথিং ফোন, অপো ফাইন্ড এন২, অপো ফাইন্ড এন২ ফ্লিপ, ওয়ান প্লাস ১১, টেকনো ক্যামন ২০ সিরিজ, রিয়েলমি জিটি ২ প্রো, শাওমি ১৩, শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি।
গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৪- এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করে গুগল। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমস এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যাটি সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যুটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গুগল জানায়, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।
দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৪— এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি আনে গুগল। তবে সব ফোনে ইনস্টল করা যাবে না এই বেটা সংস্করণ। নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু মডেলে চলবে এটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ১৪- এর বেটা সংস্করণ যেসব ফোনে ব্যবহার করা যাবে, সেগুলো হলো পিক্সেল ৪এ (ফাইভজি), পিক্সেল ৫, পিক্সেল৫এ, পিক্সেল৬, পিক্সেল৬প্রো, পিক্সেল৬এ, পিক্সেল৭, পিক্সেল৭ প্রো, পিক্সেল৭এ, পিক্সেল ফোল্ড, ভিভো এক্স৯০প্রো, ভিভো আইকিউওও১১, নাথিং ফোন, অপো ফাইন্ড এন২, অপো ফাইন্ড এন২ ফ্লিপ, ওয়ান প্লাস ১১, টেকনো ক্যামন ২০ সিরিজ, রিয়েলমি জিটি ২ প্রো, শাওমি ১৩, শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি।
গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৪- এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করে গুগল। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমস এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যাটি সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যুটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গুগল জানায়, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে