গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কমবেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম খাবারে ঠান্ডা বাতাস দিয়ে সেগুলোর তাপমাত্রায় সহনীয় পর্যায়ে এনে দেয় রোবটটি। আর এ কাজটি করতে মাত্র তিন মিনিট সময় নেয়।
ফুফু খুবই ছোট আকারের রোবট, যা সহজেই জামার পকেটে রাখা যাবে। মগ বা বাটির ওপর বসে ঠান্ডা বাতাস দিয়ে গরম খাবার ঠান্ডা করে রোবটটি।
রোবটটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর নামের অর্থও চমকপ্রদ। গরম খাবার ঠান্ডা করতে মুখ দিয়ে বাতাস বের করার সময় ফুঁ ফুঁ শব্দ হয়। এই শব্দ থেকেই রোবটটির নাম ফুফু রাখা হয়েছে। আবার জাপানি ‘নেকোজিতা’ শব্দের অর্থ ‘বিড়ালের জিভ’। যারা গরম খাবার সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রে রূপক অর্থে শব্দটি ব্যবহার করা হয়। এই রোবটটির ধারণাটি প্রথমে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিংয়ের দলের সদস্যের মাথায় এসেছিল। তিনি তাঁর সন্তানের খাবার ঠান্ডা করার সহজ উপায় খুঁজছিলেন।
মজাদার রোবট তৈরির জন্য পরিচিত জাপানি স্টার্টআপ ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং। সাধারণত বেশির ভাগ রোবট পণ্যগুলো মেঝে পরিষ্কার বা আগাছা কাটার মতো কাজে ব্যবহৃত হয়। যেমন—রোবট ভ্যাকুয়াম ক্লিনার বা রোবট লন মওয়ার। তবে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করে। স্টার্টআপটি এমন ডিজাইন তৈরি করে যা সহজেই বহনযোগ্য, কার্যকর ও হাস্যরস সৃষ্টি করে।
এই রোবটটির মধ্যে একটি পাখা রয়েছে। পাখাটি মানুষের শ্বাস-প্রশ্বাসের অনুকরণে এলোমেলো ছন্দে বাতাস বের করে।
এই রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন হাতে সহজেই বসিয়ে রাখা যায়। অর্থাৎ এটি পোর্টেবল বা বহনযোগ্য। যদি আপনার বিশেষভাবে গরম খাবারে অস্বস্তি হয়, তাহলে এটি আপনার ব্যাগে রেখে যেকোনো ক্যাফে বা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের মাধ্যমে খাবারের তাপমাত্রা দ্রুত সহনীয় পর্যায়ে চলে আসে।
বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তির মহাসম্মেলন সিইএস ২০২৫–এ উন্মোচন করা হয় রোবটটি। এই পণ্যটি কির্কস্টাটারে কিনতে পাওয়া যাবে, যার মূল্য ২৫ ডলার। উল্লেখ্য, কিকস্টার্টার হলো একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, যেখানে উদ্ভাবকেরা বা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য বা প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন।
তথ্যসূত্র: সিনেট ও টি৩ ডটকম
গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কমবেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম খাবারে ঠান্ডা বাতাস দিয়ে সেগুলোর তাপমাত্রায় সহনীয় পর্যায়ে এনে দেয় রোবটটি। আর এ কাজটি করতে মাত্র তিন মিনিট সময় নেয়।
ফুফু খুবই ছোট আকারের রোবট, যা সহজেই জামার পকেটে রাখা যাবে। মগ বা বাটির ওপর বসে ঠান্ডা বাতাস দিয়ে গরম খাবার ঠান্ডা করে রোবটটি।
রোবটটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর নামের অর্থও চমকপ্রদ। গরম খাবার ঠান্ডা করতে মুখ দিয়ে বাতাস বের করার সময় ফুঁ ফুঁ শব্দ হয়। এই শব্দ থেকেই রোবটটির নাম ফুফু রাখা হয়েছে। আবার জাপানি ‘নেকোজিতা’ শব্দের অর্থ ‘বিড়ালের জিভ’। যারা গরম খাবার সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রে রূপক অর্থে শব্দটি ব্যবহার করা হয়। এই রোবটটির ধারণাটি প্রথমে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিংয়ের দলের সদস্যের মাথায় এসেছিল। তিনি তাঁর সন্তানের খাবার ঠান্ডা করার সহজ উপায় খুঁজছিলেন।
মজাদার রোবট তৈরির জন্য পরিচিত জাপানি স্টার্টআপ ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং। সাধারণত বেশির ভাগ রোবট পণ্যগুলো মেঝে পরিষ্কার বা আগাছা কাটার মতো কাজে ব্যবহৃত হয়। যেমন—রোবট ভ্যাকুয়াম ক্লিনার বা রোবট লন মওয়ার। তবে ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করে। স্টার্টআপটি এমন ডিজাইন তৈরি করে যা সহজেই বহনযোগ্য, কার্যকর ও হাস্যরস সৃষ্টি করে।
এই রোবটটির মধ্যে একটি পাখা রয়েছে। পাখাটি মানুষের শ্বাস-প্রশ্বাসের অনুকরণে এলোমেলো ছন্দে বাতাস বের করে।
এই রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন হাতে সহজেই বসিয়ে রাখা যায়। অর্থাৎ এটি পোর্টেবল বা বহনযোগ্য। যদি আপনার বিশেষভাবে গরম খাবারে অস্বস্তি হয়, তাহলে এটি আপনার ব্যাগে রেখে যেকোনো ক্যাফে বা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের মাধ্যমে খাবারের তাপমাত্রা দ্রুত সহনীয় পর্যায়ে চলে আসে।
বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তির মহাসম্মেলন সিইএস ২০২৫–এ উন্মোচন করা হয় রোবটটি। এই পণ্যটি কির্কস্টাটারে কিনতে পাওয়া যাবে, যার মূল্য ২৫ ডলার। উল্লেখ্য, কিকস্টার্টার হলো একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, যেখানে উদ্ভাবকেরা বা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য বা প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন।
তথ্যসূত্র: সিনেট ও টি৩ ডটকম
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে