অনলাইন ডেস্ক
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
আইফোন ১৭, ১৭ এয়ার এবং ১৭ প্রো প্রতিবছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন মডেল আসে, তাই এটি কোনো নতুন তথ্য নয়। তবে এ বছরটি বেশ উত্তেজনাপূর্ণ হতে পারে। কারণ, বিভিন্ন সূত্র জানিয়েছে যে আলট্রা-থিন বা হালকা-পাতলা ডিজাইনে আইফোন ১৭ এয়ার উন্মোচিত হবে। পাশাপাশি আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরার ডিজাইনেও বড় পরিবর্তন আসতে পারে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১১: অ্যাপল নতুন স্মার্টঘড়ি নিয়ে আসবে। এর মধ্যে রক্তচাপ মাপার সুবিধা ও অন্য স্বাস্থ্যবিষয়ক ফিচার থাকতে পারে। অ্যাপলের ঘড়ির অপারেটিং সিস্টেম ওয়াচওএসের একটি আপডেট নিয়েও গুজব আছে। তাই ঘড়িটির ইন্টারফেসেও পরিবর্তন আসতে পারে।
অ্যাপল ওয়াচ আলট্রা ৩: গত বছর আলট্রা মডেলটি আপডেট করেনি অ্যাপল। তবে এ বছর এই নতুন মডেল আসবে বলে শোনা যাচ্ছে।
অ্যাপল ওয়াচ এসই: ২০২৪ সালে অ্যাপল ওয়াচ এসই—নতুন সংস্করণ আসেনি। তাই তুলনামূলক কম দামি অ্যাপল ওয়াচের একটি আপডেট আসার সম্ভাবনা রয়েছে।
এয়ারপডস প্রো ৩: অবশেষে এয়ারপডস প্রো আপডেট পেতে যাচ্ছে এবং এটি সম্ভবত একটি বড় আপডেট হবে। এয়ারপডস প্রোর একটি নতুন ডিজাইন থাকবে, আর কেসটির ডিজাইনেও পরিবর্তন আসতে পারে। উন্নত অডিও কোয়ালিটি, আরও ভালো অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার, দ্রুত গতির চিপ এবং স্বাস্থ্য-সংক্রান্ত ফিচার, যেমন—তাপমাত্রা ও হৃৎস্পন্দন রেট মাপার সুবিধা এই হেডফোনে যুক্ত হতে পারে।
ম্যাক প্রো: ম্যাক প্রো হলো একমাত্র ম্যাক যেটিতে এখনো এম ৪ চিপ নেই। তাই বছরের শেষ নাগাদ এটিতে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
ম্যাকবুক প্রো: সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে আপডেট হয়েছিল ম্যাকবুক প্রো। তাই ২০২৫ সালের অক্টোবরে এটি আবারও রিফ্রেশ হতে পারে। কোনো বড় ডিজাইন পরিবর্তনের সম্ভাবনা কম। তবে এতে এম ৫ চিপ যুক্ত হতে পারে।
অ্যাপল টিভি ৪ কে: অনেক দিন ধরে অ্যাপল টিভিতে কোনো আপডেট আসেনি। তবে নতুন মডেল নিয়ে কাজ চলছে। এতে আরও দ্রুত গতির প্রসেসর থাকতে পারে। এর ফলে এতে অ্যাপল ইন্টেলিজেন্স এবং কনসোল-মানের গেম চালানো যেতে পারে। তবে ডিজাইনে কোনো পরিবর্তন আশা করা হচ্ছে না।
হোমপড মিনি: প্রথমবারের মতো একটি আপডেট পেতে পারে হোমপড মিনি। যেখানে থাকবে দ্রুত গতির এস সিরিজ চিপ, উন্নত পারফরম্যান্সের জন্য অ্যাপল ডিজাইন করা ওয়াইফাই ও ব্লুটুথ চিপ এবং নতুন কিছু রঙের অপশন।
এয়ারট্যাগ ২: এয়ারট্যাগের নতুন সংস্করণ তৈরির কাজ চলছে এবং এটি ২০২৫ সালে আসবে বলে ধারণা করা হচ্ছে। ডিজাইনে তেমন কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে এতে নতুন আলট্রা ওয়াইডব্যান্ড চিপ থাকতে পারে যা এয়ারট্যাগের রেঞ্জ বাড়াবে। সেই সঙ্গে আরও জোরালো স্পিকারও থাকতে পারে।
তবে উল্লিখিত সব ডিভাইস এ বছরেই আসবে কি না তা নিশ্চিত নয়। বিভিন্ন গুজব ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই তালিকাটি তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
আইফোন ১৭, ১৭ এয়ার এবং ১৭ প্রো প্রতিবছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন মডেল আসে, তাই এটি কোনো নতুন তথ্য নয়। তবে এ বছরটি বেশ উত্তেজনাপূর্ণ হতে পারে। কারণ, বিভিন্ন সূত্র জানিয়েছে যে আলট্রা-থিন বা হালকা-পাতলা ডিজাইনে আইফোন ১৭ এয়ার উন্মোচিত হবে। পাশাপাশি আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরার ডিজাইনেও বড় পরিবর্তন আসতে পারে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১১: অ্যাপল নতুন স্মার্টঘড়ি নিয়ে আসবে। এর মধ্যে রক্তচাপ মাপার সুবিধা ও অন্য স্বাস্থ্যবিষয়ক ফিচার থাকতে পারে। অ্যাপলের ঘড়ির অপারেটিং সিস্টেম ওয়াচওএসের একটি আপডেট নিয়েও গুজব আছে। তাই ঘড়িটির ইন্টারফেসেও পরিবর্তন আসতে পারে।
অ্যাপল ওয়াচ আলট্রা ৩: গত বছর আলট্রা মডেলটি আপডেট করেনি অ্যাপল। তবে এ বছর এই নতুন মডেল আসবে বলে শোনা যাচ্ছে।
অ্যাপল ওয়াচ এসই: ২০২৪ সালে অ্যাপল ওয়াচ এসই—নতুন সংস্করণ আসেনি। তাই তুলনামূলক কম দামি অ্যাপল ওয়াচের একটি আপডেট আসার সম্ভাবনা রয়েছে।
এয়ারপডস প্রো ৩: অবশেষে এয়ারপডস প্রো আপডেট পেতে যাচ্ছে এবং এটি সম্ভবত একটি বড় আপডেট হবে। এয়ারপডস প্রোর একটি নতুন ডিজাইন থাকবে, আর কেসটির ডিজাইনেও পরিবর্তন আসতে পারে। উন্নত অডিও কোয়ালিটি, আরও ভালো অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার, দ্রুত গতির চিপ এবং স্বাস্থ্য-সংক্রান্ত ফিচার, যেমন—তাপমাত্রা ও হৃৎস্পন্দন রেট মাপার সুবিধা এই হেডফোনে যুক্ত হতে পারে।
ম্যাক প্রো: ম্যাক প্রো হলো একমাত্র ম্যাক যেটিতে এখনো এম ৪ চিপ নেই। তাই বছরের শেষ নাগাদ এটিতে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
ম্যাকবুক প্রো: সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে আপডেট হয়েছিল ম্যাকবুক প্রো। তাই ২০২৫ সালের অক্টোবরে এটি আবারও রিফ্রেশ হতে পারে। কোনো বড় ডিজাইন পরিবর্তনের সম্ভাবনা কম। তবে এতে এম ৫ চিপ যুক্ত হতে পারে।
অ্যাপল টিভি ৪ কে: অনেক দিন ধরে অ্যাপল টিভিতে কোনো আপডেট আসেনি। তবে নতুন মডেল নিয়ে কাজ চলছে। এতে আরও দ্রুত গতির প্রসেসর থাকতে পারে। এর ফলে এতে অ্যাপল ইন্টেলিজেন্স এবং কনসোল-মানের গেম চালানো যেতে পারে। তবে ডিজাইনে কোনো পরিবর্তন আশা করা হচ্ছে না।
হোমপড মিনি: প্রথমবারের মতো একটি আপডেট পেতে পারে হোমপড মিনি। যেখানে থাকবে দ্রুত গতির এস সিরিজ চিপ, উন্নত পারফরম্যান্সের জন্য অ্যাপল ডিজাইন করা ওয়াইফাই ও ব্লুটুথ চিপ এবং নতুন কিছু রঙের অপশন।
এয়ারট্যাগ ২: এয়ারট্যাগের নতুন সংস্করণ তৈরির কাজ চলছে এবং এটি ২০২৫ সালে আসবে বলে ধারণা করা হচ্ছে। ডিজাইনে তেমন কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে এতে নতুন আলট্রা ওয়াইডব্যান্ড চিপ থাকতে পারে যা এয়ারট্যাগের রেঞ্জ বাড়াবে। সেই সঙ্গে আরও জোরালো স্পিকারও থাকতে পারে।
তবে উল্লিখিত সব ডিভাইস এ বছরেই আসবে কি না তা নিশ্চিত নয়। বিভিন্ন গুজব ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই তালিকাটি তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে