আজকের পত্রিকা ডেস্ক
ব্যস্ততার সময় একটা সাধারণ মেসেজ টাইপ করাও যেন অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধান দিতেই নতুন একটি এআইভিত্তিক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ, যার নাম ‘এআই রাইটিং হেল্প’। এই ফিচার ব্যবহারকারীর মনের মতো বার্তা বানিয়ে দেবে।
বন্ধুকে হাসানোর জন্য বুদ্ধিদীপ্ত সংলাপ, সহকর্মীর কাছে পাঠানোর জন্য ঝরঝরে একটি পেশাদার টেক্সট—এই নতুন ফিচার মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করে দেবে। ব্যবহারকারীদের কাছে তুলে ধরবে টেক্সটের একাধিক ভিন্নধর্মী প্রস্তাব। সেগুলোর মধ্য থেকে পছন্দের বার্তাটি বেছে নিয়ে অন্যদের পাঠাতে পাঠানো যাবে, আবার নিজের মতো করে এডিটও করা যাবে।
হোয়াটসঅ্যাপের নতুন একটি পেনসিল আইকোনে ট্যাপ করে এই ফিচার ব্যবহার করা যাবে। এই আইকোন স্টিকার অপশনে ট্যাপ করে দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাট বা গ্রুপ চ্যাটে পেনসিল আইকোনটি পাওয়া যাবে। সেটিতে ট্যাপ করলেই কাজ শুরু করবে এআই।
তবে এখানে রয়েছে কিছু শর্ত। প্রাথমিকভাবে এই ফিচার শুধু ইংরেজি ভাষায় এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, চলতি বছরের মধ্যেই অন্যান্য ভাষা ও দেশে এটি চালু করা হবে।
তবে এ ধরনের প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্বেগ থাকে গোপনীয়তা নিয়ে। হোয়াটসঅ্যাপ সব সময় দাবি করে, ব্যবহারকারীর বার্তা থাকে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ, আপনি ও আপনার চ্যাট সঙ্গী ছাড়া আর কেউ তা পড়তে পারে না। অথচ সাধারণত এআই চালাতে হলে ব্যবহারকারীর বার্তাগুলো পাঠাতে হয় দূরবর্তী সার্ভারে, যেখানে প্রক্রিয়াকরণ হয়।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা বিষয়টি ভেবেই এই প্রযুক্তি এনেছে। নতুন এই রাইটিং হেল্প তৈরি করা হয়েছে মেটার নিজস্ব ‘প্রাইভেট প্রোসেসিং’ প্রযুক্তি ব্যবহার করে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তা অন্য কেউ দেখতে বা শেয়ার করতে পারবে না। মেটার ভাষায়, ‘আপনি এবং যাঁদের সঙ্গে আপনি চ্যাট করছেন, তাঁদের ছাড়া আর কেউই বার্তাগুলোর অ্যাকসেস পাবে না।’
এ ধরনের গোপনীয় প্রযুক্তির উদাহরণ এর আগেও পাওয়া গেছে। অ্যাপল তাদের প্রাইভেট ক্লাউড কম্পিউট প্রযুক্তি দিয়ে একই রকম নিরাপদ এআই সেবা দিচ্ছে।
মেটার দাবি, ‘হোয়াটসঅ্যাপের গোপনীয়তার প্রতিশ্রুতির সঙ্গে এআই ফিচার সাংঘর্ষিক নয়।’
তবে প্রশ্ন থেকে যায়—আরেকটি এআই লেখক দরকার ছিল কি না। ইমেইল ক্লায়েন্ট, ওয়ার্ড প্রসেসর, সোশ্যাল মিডিয়া, এমনকি ফোনের কিবোর্ডেও এখন এআই লেখার সহায়তা দিচ্ছে। প্রত্যেকে চায় আপনার লেখাকে আরেকটু ঝরঝরে, মার্জিত বা আকর্ষণীয় করতে।
ব্যস্ততার সময় একটা সাধারণ মেসেজ টাইপ করাও যেন অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধান দিতেই নতুন একটি এআইভিত্তিক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ, যার নাম ‘এআই রাইটিং হেল্প’। এই ফিচার ব্যবহারকারীর মনের মতো বার্তা বানিয়ে দেবে।
বন্ধুকে হাসানোর জন্য বুদ্ধিদীপ্ত সংলাপ, সহকর্মীর কাছে পাঠানোর জন্য ঝরঝরে একটি পেশাদার টেক্সট—এই নতুন ফিচার মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করে দেবে। ব্যবহারকারীদের কাছে তুলে ধরবে টেক্সটের একাধিক ভিন্নধর্মী প্রস্তাব। সেগুলোর মধ্য থেকে পছন্দের বার্তাটি বেছে নিয়ে অন্যদের পাঠাতে পাঠানো যাবে, আবার নিজের মতো করে এডিটও করা যাবে।
হোয়াটসঅ্যাপের নতুন একটি পেনসিল আইকোনে ট্যাপ করে এই ফিচার ব্যবহার করা যাবে। এই আইকোন স্টিকার অপশনে ট্যাপ করে দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাট বা গ্রুপ চ্যাটে পেনসিল আইকোনটি পাওয়া যাবে। সেটিতে ট্যাপ করলেই কাজ শুরু করবে এআই।
তবে এখানে রয়েছে কিছু শর্ত। প্রাথমিকভাবে এই ফিচার শুধু ইংরেজি ভাষায় এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, চলতি বছরের মধ্যেই অন্যান্য ভাষা ও দেশে এটি চালু করা হবে।
তবে এ ধরনের প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্বেগ থাকে গোপনীয়তা নিয়ে। হোয়াটসঅ্যাপ সব সময় দাবি করে, ব্যবহারকারীর বার্তা থাকে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ, আপনি ও আপনার চ্যাট সঙ্গী ছাড়া আর কেউ তা পড়তে পারে না। অথচ সাধারণত এআই চালাতে হলে ব্যবহারকারীর বার্তাগুলো পাঠাতে হয় দূরবর্তী সার্ভারে, যেখানে প্রক্রিয়াকরণ হয়।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা বিষয়টি ভেবেই এই প্রযুক্তি এনেছে। নতুন এই রাইটিং হেল্প তৈরি করা হয়েছে মেটার নিজস্ব ‘প্রাইভেট প্রোসেসিং’ প্রযুক্তি ব্যবহার করে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তা অন্য কেউ দেখতে বা শেয়ার করতে পারবে না। মেটার ভাষায়, ‘আপনি এবং যাঁদের সঙ্গে আপনি চ্যাট করছেন, তাঁদের ছাড়া আর কেউই বার্তাগুলোর অ্যাকসেস পাবে না।’
এ ধরনের গোপনীয় প্রযুক্তির উদাহরণ এর আগেও পাওয়া গেছে। অ্যাপল তাদের প্রাইভেট ক্লাউড কম্পিউট প্রযুক্তি দিয়ে একই রকম নিরাপদ এআই সেবা দিচ্ছে।
মেটার দাবি, ‘হোয়াটসঅ্যাপের গোপনীয়তার প্রতিশ্রুতির সঙ্গে এআই ফিচার সাংঘর্ষিক নয়।’
তবে প্রশ্ন থেকে যায়—আরেকটি এআই লেখক দরকার ছিল কি না। ইমেইল ক্লায়েন্ট, ওয়ার্ড প্রসেসর, সোশ্যাল মিডিয়া, এমনকি ফোনের কিবোর্ডেও এখন এআই লেখার সহায়তা দিচ্ছে। প্রত্যেকে চায় আপনার লেখাকে আরেকটু ঝরঝরে, মার্জিত বা আকর্ষণীয় করতে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং হঠাৎ করেই ঘোষণা দিয়েছে তাদের পরবর্তী গ্যালাক্সি ইভেন্টের। আগামী ৪ সেপ্টেম্বর এই ভার্চুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি ইভেন্টে নতুন প্রিমিয়াম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ট্যাবলেট এবং গ্যালাক্সি এস ২৫ সিরিজের নতুন সদস্য...
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টোর ক্রিসেন্ট পার্ক এলাকায় নিজের বাসভবন সম্প্রসারণ এবং সংস্কারের কাজ করছেন বিলিয়নিয়ার ও মেটার সিইও মার্ক জাকারবার্গ। দীর্ঘদিন ধরে চলমান এই নির্মাণকাজ থেকে সৃষ্ট শব্দদূষণ প্রতিবেশীদের মধ্যে তীব্র বিরক্তি ছড়িয়েছে। এই ঝামেলা সামাল দিতে এবং মনোমালিন্য প্রশমনে...
১১ ঘণ্টা আগেস্মার্টফোন ব্যবহারে আসক্তি রোধে অভিনব এক প্রস্তাব নিয়ে এসেছে জাপানের কেন্দ্রীয় অঞ্চলের আয়িচি জেলার তোইয়োকে শহর। শহরটির প্রশাসন সেখানে বসবাসকারী প্রায় ৬৯ হাজার বাসিন্দার জন্য দৈনিক স্মার্টফোন ব্যবহারে সর্বোচ্চ দুই ঘণ্টার সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
১৩ ঘণ্টা আগেতরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার এন্ট্রি-লেভেলের সাশ্রয়ী অথচ পাওয়ারহাউজ স্মার্টফোন নোট ৭০ নিয়ে এসেছে। ডিভাইসটিতে থাকা ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি দিচ্ছে মাত্র ১ বার পূর্ণ চার্জে ২ দিন পর্যন্ত ব্যবহারের সুবিধা। গত ২৪ আগস্ট থেকে স্মার্টফোনটি সারাদেশে পাওয়া যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে