বিভিন্ন ফাইল সংরক্ষণের পাশাপাশি ভিডিও শেয়ারের জন্য ব্যবহার করা হয় গুগল ড্রাইভ। বড় কোনো ভিডিওর নির্দিষ্ট বিষয় খুঁজে পেতে ব্যবহারকারীদের মূল্যবান সময় নষ্ট হয়। এ জন্য অ্যাপটিতে ‘ভিডিও ট্রান্সক্রিপ্টস’ ফিচার যুক্ত করল গুগল। এর মাধ্যমে ভিডিওর কথোপকথন, বক্তৃতা, ডায়ালগের লিখিত রূপ তৈরি করা হবে। এ ছাড়া ভিডিওর ট্রান্সক্রিপ্টের মাধ্যমে ভিডিওতে থাকা কোনো বিষয় সহজেই সার্চ করা যাবে। কারণ এই ট্রান্সক্রিপ্টগুলোর কোনো বাক্যে ক্লিক করলেই ভিডিওটি সেই নির্দিষ্ট সময়ে চলে যাবে। এর ফলে, ভিডিওর নির্দিষ্ট অংশগুলো খুঁজে পেতে আরও সুবিধা হবে।
গুগল ড্রাইভে ভিডিও ট্রান্সক্রিপ্টস ফিচার
গুগল তাদের ওয়ার্কস্পেস ব্লগে নতুন ফিচারটি ঘোষণা করেছে। এটি ২০২৪ সালে জুলাইয়ের চালু হওয়া অটোমেটিক ক্যাপশন ফিচারের ওপর ভিত্তি করে তৈরি। এই ফিচারটি ভিডিও আপলোড করার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরি করে।
অটোমেটিক ক্যাপশন ফিচারটি বর্তমানে শুধু ইংরেজিতে কথা বলা ভিডিওগুলোর জন্য কাজ করছে এবং ভবিষ্যতে অন্যান্য ভাষায় এই ফিচার কাজ করবে বলে গুগল জানিয়েছে। এই নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ভিডিও চলাকালে ট্রান্সক্রিপ্ট আলাদাভাবে দেখতে পারবেন। ভিডিও চলার সময় ডান পাশের একটি সাইড প্যানেলে ট্রান্সক্রিপ্ট খোলা যাবে।
ট্রান্সক্রিপ্টের সঙ্গে টেমপ্লেট ও সার্চ ফিচার
এই ট্রান্সক্রিপ্টগুলো টাইম স্ট্যাম্পসহ প্রদর্শিত হবে এবং প্রতিটি বাক্য আলাদা আইটেম হিসেবে তালিকাভুক্ত থাকবে। সাইড প্যানেলে একটি সার্চ বারও থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট শব্দ অনুসন্ধান করতে পারবেন এবং সঠিক টাইম স্ট্যাম্পটি খুঁজে পেতে পারবেন। কোনো বাক্যে ক্লিক করলেই ভিডিও সেই সময়ে চলে যাবে, যা ব্যবহারকারীদের তাঁদের কাঙ্ক্ষিত অংশটি দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।
ফিচারটি ব্যবহার করবেন যেভাবে
এই ফিচার ব্যবহার করতে হলে প্রথমে গুগল ড্রাইভে একটি ভিডিও চালু করতে হবে। এরপর, ভিডিওটির জন্য অটোমেটিক ক্যাপশন তৈরি করা হয়েছে তা নিশ্চিত করতে হবে। ভিডিও প্লেয়ারের নিচের ডানদিকে ‘সিসি’ বাটন এটি নিশ্চিত করবে। এরপর, ভিডিও প্লেয়ারটির নিচে ডানদিকে থাকা সেটিংস আইকনে ক্লিক করলে একটি নতুন ‘ট্রান্সক্রিপ্ট’ অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করলে সাইড প্যানেলটি খুলে যাবে।
গুগল ড্রাইভের এই নতুন ভিডিও ট্রান্সক্রিপ্ট ফিচারটি এখন সব ব্যবহারকারীর জন্য চালু আউট হচ্ছে, যা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে।
বিভিন্ন ফাইল সংরক্ষণের পাশাপাশি ভিডিও শেয়ারের জন্য ব্যবহার করা হয় গুগল ড্রাইভ। বড় কোনো ভিডিওর নির্দিষ্ট বিষয় খুঁজে পেতে ব্যবহারকারীদের মূল্যবান সময় নষ্ট হয়। এ জন্য অ্যাপটিতে ‘ভিডিও ট্রান্সক্রিপ্টস’ ফিচার যুক্ত করল গুগল। এর মাধ্যমে ভিডিওর কথোপকথন, বক্তৃতা, ডায়ালগের লিখিত রূপ তৈরি করা হবে। এ ছাড়া ভিডিওর ট্রান্সক্রিপ্টের মাধ্যমে ভিডিওতে থাকা কোনো বিষয় সহজেই সার্চ করা যাবে। কারণ এই ট্রান্সক্রিপ্টগুলোর কোনো বাক্যে ক্লিক করলেই ভিডিওটি সেই নির্দিষ্ট সময়ে চলে যাবে। এর ফলে, ভিডিওর নির্দিষ্ট অংশগুলো খুঁজে পেতে আরও সুবিধা হবে।
গুগল ড্রাইভে ভিডিও ট্রান্সক্রিপ্টস ফিচার
গুগল তাদের ওয়ার্কস্পেস ব্লগে নতুন ফিচারটি ঘোষণা করেছে। এটি ২০২৪ সালে জুলাইয়ের চালু হওয়া অটোমেটিক ক্যাপশন ফিচারের ওপর ভিত্তি করে তৈরি। এই ফিচারটি ভিডিও আপলোড করার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরি করে।
অটোমেটিক ক্যাপশন ফিচারটি বর্তমানে শুধু ইংরেজিতে কথা বলা ভিডিওগুলোর জন্য কাজ করছে এবং ভবিষ্যতে অন্যান্য ভাষায় এই ফিচার কাজ করবে বলে গুগল জানিয়েছে। এই নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ভিডিও চলাকালে ট্রান্সক্রিপ্ট আলাদাভাবে দেখতে পারবেন। ভিডিও চলার সময় ডান পাশের একটি সাইড প্যানেলে ট্রান্সক্রিপ্ট খোলা যাবে।
ট্রান্সক্রিপ্টের সঙ্গে টেমপ্লেট ও সার্চ ফিচার
এই ট্রান্সক্রিপ্টগুলো টাইম স্ট্যাম্পসহ প্রদর্শিত হবে এবং প্রতিটি বাক্য আলাদা আইটেম হিসেবে তালিকাভুক্ত থাকবে। সাইড প্যানেলে একটি সার্চ বারও থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট শব্দ অনুসন্ধান করতে পারবেন এবং সঠিক টাইম স্ট্যাম্পটি খুঁজে পেতে পারবেন। কোনো বাক্যে ক্লিক করলেই ভিডিও সেই সময়ে চলে যাবে, যা ব্যবহারকারীদের তাঁদের কাঙ্ক্ষিত অংশটি দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।
ফিচারটি ব্যবহার করবেন যেভাবে
এই ফিচার ব্যবহার করতে হলে প্রথমে গুগল ড্রাইভে একটি ভিডিও চালু করতে হবে। এরপর, ভিডিওটির জন্য অটোমেটিক ক্যাপশন তৈরি করা হয়েছে তা নিশ্চিত করতে হবে। ভিডিও প্লেয়ারের নিচের ডানদিকে ‘সিসি’ বাটন এটি নিশ্চিত করবে। এরপর, ভিডিও প্লেয়ারটির নিচে ডানদিকে থাকা সেটিংস আইকনে ক্লিক করলে একটি নতুন ‘ট্রান্সক্রিপ্ট’ অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করলে সাইড প্যানেলটি খুলে যাবে।
গুগল ড্রাইভের এই নতুন ভিডিও ট্রান্সক্রিপ্ট ফিচারটি এখন সব ব্যবহারকারীর জন্য চালু আউট হচ্ছে, যা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে