তৃতীয়বারের মতো পৃথিবীর কক্ষপথে বিশালাকার স্টারশিপ রকেট পাঠানোর চেষ্টা চালাবে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কাছ থেকে গতকাল বুধবার রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণের সবুজ লাইসেন্স সংকেত মিলেছে বলে সিএনবিসি জানিয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে টেক্সাসে কোম্পানিটি স্টারবেস ক্যাম্পাস থেকে রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও স্পেসএক্সের ওয়েবসাইটে রকেটটির উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করা হবে। উৎক্ষেপণের আধা ঘণ্টা আগে থেকে এই লাইভস্ট্রিম শুরু হবে।
এফএফএ বলেছে, নিরাপত্তা, পরিবেশ ও আর্থিক দায়িত্বের নীতিগুলো পূরণ করে স্পেসএক্স এই লাইসেন্স পেয়েছে।
এর আগে ৪০০ ফুট লম্বা রকেটের দুটি পরীক্ষামূলক ফ্লাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। প্রথমটি গত বছরে এপ্রিলে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটটির ওপরের স্তর (যাকে স্টারশিপও বলা হয়) এবং সুপার হেভি বুস্টার উভয়ই মাঝপথে বিস্ফোরিত হয়েছিল। কোম্পানিটির দ্বিতীয় অরবিটাল টেস্ট ফ্লাইট গত নভেম্বরে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় যথেষ্ট অগ্রগতি করেলও এটিও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়।
স্পেসএক্স ও এফএএ নভেম্বরের উৎক্ষেপণের সমস্যাগুলোর জন্য একটি তদন্ত পরিচালনা করেছে। তাই কোম্পানিটি তৃতীয় প্রচেষ্টার আগে রকেটটিতে বেশ কিছু হার্ডওয়্যারের পরিবর্তন ও আপগ্রেড করেছে।
স্পেসএক্স তৃতীয় টেস্ট ফ্লাইটের মাধ্যমে কোম্পানির নতুন সক্ষমতা প্রকাশ করতে চাইছে। মহাকাশযান তৈরির জন্যও সম্ভাবনা খোলা রাখতে চাইছে কোম্পানিটি।
গত বছর নভেম্বরে গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্পেসএক্সের সঙ্গে অস্থায়ী চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তির মাধ্যমে ফ্যালকন ৯ মহাকাশযান ব্যবহার করে ইইউয়ের চারটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে স্পেসএক্সের।
তৃতীয়বারের মতো পৃথিবীর কক্ষপথে বিশালাকার স্টারশিপ রকেট পাঠানোর চেষ্টা চালাবে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কাছ থেকে গতকাল বুধবার রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণের সবুজ লাইসেন্স সংকেত মিলেছে বলে সিএনবিসি জানিয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে টেক্সাসে কোম্পানিটি স্টারবেস ক্যাম্পাস থেকে রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও স্পেসএক্সের ওয়েবসাইটে রকেটটির উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করা হবে। উৎক্ষেপণের আধা ঘণ্টা আগে থেকে এই লাইভস্ট্রিম শুরু হবে।
এফএফএ বলেছে, নিরাপত্তা, পরিবেশ ও আর্থিক দায়িত্বের নীতিগুলো পূরণ করে স্পেসএক্স এই লাইসেন্স পেয়েছে।
এর আগে ৪০০ ফুট লম্বা রকেটের দুটি পরীক্ষামূলক ফ্লাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। প্রথমটি গত বছরে এপ্রিলে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটটির ওপরের স্তর (যাকে স্টারশিপও বলা হয়) এবং সুপার হেভি বুস্টার উভয়ই মাঝপথে বিস্ফোরিত হয়েছিল। কোম্পানিটির দ্বিতীয় অরবিটাল টেস্ট ফ্লাইট গত নভেম্বরে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় যথেষ্ট অগ্রগতি করেলও এটিও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়।
স্পেসএক্স ও এফএএ নভেম্বরের উৎক্ষেপণের সমস্যাগুলোর জন্য একটি তদন্ত পরিচালনা করেছে। তাই কোম্পানিটি তৃতীয় প্রচেষ্টার আগে রকেটটিতে বেশ কিছু হার্ডওয়্যারের পরিবর্তন ও আপগ্রেড করেছে।
স্পেসএক্স তৃতীয় টেস্ট ফ্লাইটের মাধ্যমে কোম্পানির নতুন সক্ষমতা প্রকাশ করতে চাইছে। মহাকাশযান তৈরির জন্যও সম্ভাবনা খোলা রাখতে চাইছে কোম্পানিটি।
গত বছর নভেম্বরে গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্পেসএক্সের সঙ্গে অস্থায়ী চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তির মাধ্যমে ফ্যালকন ৯ মহাকাশযান ব্যবহার করে ইইউয়ের চারটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে স্পেসএক্সের।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১০ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১০ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৩ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৪ ঘণ্টা আগে