আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে।
মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ে আরসিএস কাজ করবে। শুধু ডেটা ব্যবহার করেই এর মাধ্যমে মেসেজ আদান প্রদান করা যায়। এর জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হয় না।
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি রয়েছে। ২০২৪ সালে সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ফিচারটি পাওয়া যাবে।
নাম প্রকাশের অনিচ্ছুক অ্যাপলের এক কর্মীর বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুভাইভ এক প্রতিবেদনে বলেছে, আগামী বছর থেকে আইফোনে আরসিএস সুবিধা আসবে যা এসএমএস বা এমএমএসের চেয়ে আরও উন্নত হবে। এটি আইমেসেজের সঙ্গে কাজ করবে এবং ব্যবহারকারীদের সবচেয়ে নিরাপদ মেসেজিংয়ের সুবিধা দিবে।
আইফোনের এই ফিচার যুক্ত করার ফলে গ্রাহকেরা টেক্সট থ্রেডের আদলে লোকেশন শেয়ার করতে পারবে। এসএমএসের মত আরিসিএস মেসেজেগুলোকেও সবুজ রঙে দেখা যেতে পারে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে গুগল ও স্যামসাংয়ের অনুরোধেও ফিচারটি ডিভাইসে অন্তর্ভুক্ত করেনি অ্যাপল। ইতিমধ্যে পুরো বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনে এই মেসেজিং স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছে।
অ্যাপলে ডিভাইসে আরসিএস ফিচার নিয়ে আসা হলে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ করা আরও উন্নত হবে। তবে অ্যাপল ডিভাইসে আইমেসেজ ডিফল্ট হিসেবে থাকবে।
অ্যাপলের এই ঘোষণার প্রতিক্রিয়ায় গুগলের প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার বলেছেন, প্রত্যেকেরই উচিত নিরাপদ ও আধুনিক মেসেজিং সিস্টেম ব্যবহার করা। মেসেজিং আরও ভালো করার জন্য অ্যাপলে ডিভাইসে আরসিএসের ব্যবহারের সিদ্ধান্তে গুগল কোম্পানি খুশি হয়েছে।
নাথিং ফোনে আইমেসেজে দেখার সুবিধা আনার ঘোষণা দেওয়ার কিছুদিন পর অ্যাপল আরসিএস ফিচারের তথ্য প্রকাশ করে।
আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে।
মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ে আরসিএস কাজ করবে। শুধু ডেটা ব্যবহার করেই এর মাধ্যমে মেসেজ আদান প্রদান করা যায়। এর জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হয় না।
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি রয়েছে। ২০২৪ সালে সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ফিচারটি পাওয়া যাবে।
নাম প্রকাশের অনিচ্ছুক অ্যাপলের এক কর্মীর বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুভাইভ এক প্রতিবেদনে বলেছে, আগামী বছর থেকে আইফোনে আরসিএস সুবিধা আসবে যা এসএমএস বা এমএমএসের চেয়ে আরও উন্নত হবে। এটি আইমেসেজের সঙ্গে কাজ করবে এবং ব্যবহারকারীদের সবচেয়ে নিরাপদ মেসেজিংয়ের সুবিধা দিবে।
আইফোনের এই ফিচার যুক্ত করার ফলে গ্রাহকেরা টেক্সট থ্রেডের আদলে লোকেশন শেয়ার করতে পারবে। এসএমএসের মত আরিসিএস মেসেজেগুলোকেও সবুজ রঙে দেখা যেতে পারে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে গুগল ও স্যামসাংয়ের অনুরোধেও ফিচারটি ডিভাইসে অন্তর্ভুক্ত করেনি অ্যাপল। ইতিমধ্যে পুরো বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনে এই মেসেজিং স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছে।
অ্যাপলে ডিভাইসে আরসিএস ফিচার নিয়ে আসা হলে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ করা আরও উন্নত হবে। তবে অ্যাপল ডিভাইসে আইমেসেজ ডিফল্ট হিসেবে থাকবে।
অ্যাপলের এই ঘোষণার প্রতিক্রিয়ায় গুগলের প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার বলেছেন, প্রত্যেকেরই উচিত নিরাপদ ও আধুনিক মেসেজিং সিস্টেম ব্যবহার করা। মেসেজিং আরও ভালো করার জন্য অ্যাপলে ডিভাইসে আরসিএসের ব্যবহারের সিদ্ধান্তে গুগল কোম্পানি খুশি হয়েছে।
নাথিং ফোনে আইমেসেজে দেখার সুবিধা আনার ঘোষণা দেওয়ার কিছুদিন পর অ্যাপল আরসিএস ফিচারের তথ্য প্রকাশ করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ মিনিট আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২ ঘণ্টা আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২ ঘণ্টা আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২ ঘণ্টা আগে