নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টিকটক থেকে বাংলাদেশি ব্যবহারকারীদের শেয়ার করা ভিডিওগুলোর মধ্যে ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশিদের শেয়ার করা মোট ভিডিওর ৯৯ দশমিক ২ শতাংশ। টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওগুলো প্ল্যাটফর্মটির নীতিমালা পরিপন্থী ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ওয়েবসাইটে দেওয়া এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের ভেতর বাংলাদেশি ব্যবহারকারিরা টিকটকে যত ভিডিও শেয়ার করেছেন তার মধ্যে ৯৯ দশমিক ২ ভাগ ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া ভিডিওগুলোর মধ্যে ব্যবহারকারীরা ভিডিও শেয়ারের ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ৯৭ দশমিক ৯ ভাগ এবং কোনো দর্শক দেখার আগেই ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে ৯৫ দশমিক ৮ ভাগ।
বিশ্বে এই তিন মাসে টিকটক ভিডিও সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সপ্তম। একই সময়ে ১৪ কোটি ৪৪ লাখ ২২৪টি ভিডিও সরিয়ে নেওয়ার মাধ্যমে সবার প্রথমে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১২ কোটি ৪ লাখ ৯০ হাজার ৩০৯টি ভিডিও সরানোর মধ্য দিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান। গত বছরের টিকটকের দেওয়া ত্রৈমাসিক প্রতিবেদনে ভিডিও সরিয়ে নেওয়ার দিক থেকে সপ্তম অবস্থানেই ছিল বাংলাদেশ। তবে ওই সময়ে বাংলাদেশি ব্যবহারকারীদের শেয়ার করা ভিডিও থেকে সরানো হয়েছিল ৬ লাখ ৩৬ হাজার ৩৭২টি ভিডিও।
তবে এই প্ল্যাটফর্মের নির্মাতা দেশ চীনের ব্যবহারকারীদের শেয়ার করা কোনো ভিডিও চলতি বছরে সরানো হয়নি। ভিডিও সরানোর তালিকায় নেপাল থাকলেও এই তালিকায় নাম নেই প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টিকটক থেকে বাংলাদেশি ব্যবহারকারীদের শেয়ার করা ভিডিওগুলোর মধ্যে ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশিদের শেয়ার করা মোট ভিডিওর ৯৯ দশমিক ২ শতাংশ। টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওগুলো প্ল্যাটফর্মটির নীতিমালা পরিপন্থী ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ওয়েবসাইটে দেওয়া এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের ভেতর বাংলাদেশি ব্যবহারকারিরা টিকটকে যত ভিডিও শেয়ার করেছেন তার মধ্যে ৯৯ দশমিক ২ ভাগ ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া ভিডিওগুলোর মধ্যে ব্যবহারকারীরা ভিডিও শেয়ারের ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ৯৭ দশমিক ৯ ভাগ এবং কোনো দর্শক দেখার আগেই ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে ৯৫ দশমিক ৮ ভাগ।
বিশ্বে এই তিন মাসে টিকটক ভিডিও সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সপ্তম। একই সময়ে ১৪ কোটি ৪৪ লাখ ২২৪টি ভিডিও সরিয়ে নেওয়ার মাধ্যমে সবার প্রথমে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১২ কোটি ৪ লাখ ৯০ হাজার ৩০৯টি ভিডিও সরানোর মধ্য দিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান। গত বছরের টিকটকের দেওয়া ত্রৈমাসিক প্রতিবেদনে ভিডিও সরিয়ে নেওয়ার দিক থেকে সপ্তম অবস্থানেই ছিল বাংলাদেশ। তবে ওই সময়ে বাংলাদেশি ব্যবহারকারীদের শেয়ার করা ভিডিও থেকে সরানো হয়েছিল ৬ লাখ ৩৬ হাজার ৩৭২টি ভিডিও।
তবে এই প্ল্যাটফর্মের নির্মাতা দেশ চীনের ব্যবহারকারীদের শেয়ার করা কোনো ভিডিও চলতি বছরে সরানো হয়নি। ভিডিও সরানোর তালিকায় নেপাল থাকলেও এই তালিকায় নাম নেই প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
৩ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে