Ajker Patrika

রিভেঞ্জ পর্নোকে অপরাধ গণ্য করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া, বিতর্কিত ৯টি ধারা বাতিল

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২৩: ৫৯
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ বিষয়ক সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ বিষয়ক সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ব্ল্যাকমেলিং বা রিভেঞ্জ পর্নোকে অপরাধ হিসেবে রেখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫–এর খসড়ায় পরিবর্তন এনেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। নতুন খসড়ায় সাইবার সুরক্ষা সম্পর্কিত ডজনের বেশি সংজ্ঞা যুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে বিতর্কিত ৯টি ধারা। ৪টি অপরাধকে জামিন অযোগ্য রাখা হয়েছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সচিবের সম্মেলন কক্ষে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বিভিন্ন নাগরিক সমাজের পরামর্শে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হওয়ার পর এসব পরিবর্তন আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান আইসিটি উপদেষ্টা শীষ হায়দার চৌধুরী।

২৫ নম্বর ধারায় রিভেঞ্জ পর্নো সম্পর্কে বলা হয়েছে—যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অন্য কোনো ব্যক্তিকে যৌন হয়রানি বা রিভেঞ্জ পর্নো দিয়ে ব্ল‍্যাকমেল করার উদ্দেশ্যে সৃষ্ট কোনো তথ্য, অশ্লীল ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত, এডিটকৃত, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অথবা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এইরূপ কোনো তথ্য-উপাত্ত পাঠান, প্রকাশ বা প্রচার করেন, বা পাঠানো, প্রকাশ বা প্রচার করার হুমকি দেন তাহলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে। এই অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

ব্ল্যাকমেইলিংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, এমন হুমকি বা ভীতি প্রদর্শন বোঝাবে, যার মাধ্যমে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে তাঁর গোপনীয় তথ্য প্রকাশের বা ক্ষতি করার ভয় দেখিয়ে বেআইনি সুবিধা, সেবা বা উদ্দেশ্য সম্পাদনে বাধ্য করে।

অধ্যাদেশের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই অধ্যাদেশ নিয়ে অনলাইনে মতামত দেওয়া যাবে। মতামত দিতে হবে [email protected] এবং [email protected] ই–মেইল ঠিকানায়।

সংবাদ সম্মেলনে শীষ হায়দার চৌধুরী বলেন, অধ্যাদেশটি নিয়ে এখনো যদি কারও কোনো অভিযোগ থাকে তবে তা জানালে আইন পাসের আগে সংশোধন, পরিমার্জনের সুযোগ থাকছে। দেশে সুপ্রশস্ত সাইবার স্পেসকে সুরক্ষায় অধ্যাদেশ যাতে নিবর্তনমূলক না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। তবে সংস্কারের মানসিকতায় এটি নিয়মিত হালনাগাদ হতে পারবে।

পরিবর্তিত খসড়া অধ্যাদেশে বাতিল হওয়া ৯টি ধারার মধ্যে রয়েছে—২০ ধারায় কম্পিউটার সোর্স কোড পরিবর্তন সংক্রান্ত অপরাধ ও দণ্ড; ২১ ধারায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড; ২৪ ধারায় পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ; ২৫ ধারায় আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ ইত্যাদি; ২৬ ধারায় অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদির দণ্ড; মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি; পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার; ২৯ ধারায় মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি; ৩১ ধারায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, ইত্যাদির অপরাধ ও দণ্ড; ৩২ ধারায় হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড এবং ৫৫ ধারায় মহাপরিচালকের ক্ষমতা অর্পণ সংক্রান্ত বিষয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের নীতি উপদেষ্টা ফয়েজ আহমেদ তাইয়্যেব ও আইসিটি অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা প্রমুখ।

ফয়েজ আহমেদ তাইয়্যেব বলেন, অধ্যাদেশটি যেন নিবর্তনমূলক না হয় সে জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে। সাইবার সুরক্ষার সংজ্ঞায় ইন্টারনেটের সার্বক্ষণিক সংযুক্তি, জাতীয় সাইবার সুরক্ষা গঠন, ব্যক্তির পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য বিষয়কেও সংযুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো এই আইনে ‘রিভেঞ্জ পর্ণ’কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। শব্দ চয়নে বিতর্কিত বিষয়গুলোকে সতর্কতার সঙ্গে সংজ্ঞায়ন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত