অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছেন আগামী সোমবার অথবা মঙ্গলবার। তাঁর দাবি, অ্যাপটির মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রায় একটি চুক্তিতে’ পৌঁছে গেছে।
গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা সোমবার বা মঙ্গলবার শুরু করব। হয়তো চীনের প্রেসিডেন্ট শি বা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলব। তবে আমাদের চুক্তিটি প্রায় হয়েই গেছে।’
গত মাসে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশ বিক্রির সময়সীমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেন ট্রাম্প। এ বছরের শুরুতে এমন একটি পরিকল্পনা করা হয়েছিল, যাতে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে আলাদা করে নতুন একটি মার্কিন কোম্পানি বানানো হতো। এই কোম্পানির মালিকানা ও নিয়ন্ত্রণ থাকত পুরোপুরি মার্কিন বিনিয়োগকারীদের হাতে। তবে ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানায়, তারা এই চুক্তি অনুমোদন করবে না। ফলে পুরো প্রক্রিয়াটিই থেমে যায়।
ট্রাম্প বলেন, চুক্তিটি চূড়ান্ত করতে হলে সম্ভবত চীনের অনুমোদন লাগবে।
চীন কি এতে রাজি হবে—এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী নই, তবে আমি মনে করি তারা রাজি হবে। প্রেসিডেন্ট শি ও আমার মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে এবং আমি মনে করি এটি চীনের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো।’
এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিল, টিকটক কিনতে চান ‘অত্যন্ত ধনী একদল মানুষ’। সে সময় ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি, এরপর দ্বিতীয় দফায় আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন।
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছেন আগামী সোমবার অথবা মঙ্গলবার। তাঁর দাবি, অ্যাপটির মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রায় একটি চুক্তিতে’ পৌঁছে গেছে।
গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা সোমবার বা মঙ্গলবার শুরু করব। হয়তো চীনের প্রেসিডেন্ট শি বা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলব। তবে আমাদের চুক্তিটি প্রায় হয়েই গেছে।’
গত মাসে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশ বিক্রির সময়সীমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেন ট্রাম্প। এ বছরের শুরুতে এমন একটি পরিকল্পনা করা হয়েছিল, যাতে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে আলাদা করে নতুন একটি মার্কিন কোম্পানি বানানো হতো। এই কোম্পানির মালিকানা ও নিয়ন্ত্রণ থাকত পুরোপুরি মার্কিন বিনিয়োগকারীদের হাতে। তবে ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানায়, তারা এই চুক্তি অনুমোদন করবে না। ফলে পুরো প্রক্রিয়াটিই থেমে যায়।
ট্রাম্প বলেন, চুক্তিটি চূড়ান্ত করতে হলে সম্ভবত চীনের অনুমোদন লাগবে।
চীন কি এতে রাজি হবে—এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী নই, তবে আমি মনে করি তারা রাজি হবে। প্রেসিডেন্ট শি ও আমার মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে এবং আমি মনে করি এটি চীনের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো।’
এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিল, টিকটক কিনতে চান ‘অত্যন্ত ধনী একদল মানুষ’। সে সময় ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি, এরপর দ্বিতীয় দফায় আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন।
তথ্যসূত্র: রয়টার্স
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২০ ঘণ্টা আগে