প্রযুক্তি ডেস্ক, ঢাকা
প্রযুক্তির এই যুগে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা বদলে দিচ্ছে আমাদের চিন্তার জগৎ। মুহূর্তেই সব কঠিন এবং জটিল কাজের সমাধান দিচ্ছে এআই। ওপেন এআইয়ের ‘চ্যাটজিপিটি’ ও ‘মিডজার্নি’, গুগলের ‘বার্ড’সহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে বিভিন্ন ধরনের এআই প্রযুক্তি। পিছিয়ে নেই ওয়ার্ডপ্রেসও। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা জেটপ্যাক এআই। মূলত ব্লগ লেখালেখিতে সহযোগী হিসেবে ওয়ার্ডপ্রেসের টেক্সট এডিটর প্যানেলে জেটপ্যাক এআই যুক্ত হচ্ছে। ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস প্রজেক্ট নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অটোমেটিক’ এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি তৈরি করেছে ওয়ার্ডপ্রেসের জন্য।
জেটপ্যাক এআই ‘জেনারেটিভ এআই প্রযুক্তি’ ব্যবহারের মাধ্যমে গ্রাহকের প্রম্পট বা ইনপুটের ওপর ভিত্তি করে নিবন্ধ, তালিকা বা টেবিল তৈরি করতে পারে। তথ্যভান্ডার থেকে হাস্যকর বা ব্যঙ্গাত্মক যেকোনো ধরনের ব্লগের মূলভাব ঠিক রেখে কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে দিতে সাহায্য করে জেটপ্যাক এআই।
ওয়ার্ডপ্রেসের তথ্য অনুসারে, নতুন এআই প্রযুক্তিটি যুক্ত করা যাবে ওয়ার্ডপ্রেস ডট কম ও জেটপ্যাকচালিত সব সাইটের সঙ্গে। কোনো পোস্ট বা পেজ তৈরি করার সময় চাইলে ‘এআই অ্যাসিস্ট্যান্ট’ বিষয়বস্তুর সঙ্গে যুক্ত করা যাবে। এবার নিজের ভাষায় প্রম্পট বা বিষয়বস্তু লিখলেই এআই সেই অনুসারে লেখা তৈরি করে দেবে। বিভিন্ন ধরনের লেখা তৈরির পাশাপাশি, জেটপ্যাক এআই ব্লগের মধ্যে কাঠামোগত তালিকা ও টেবিল তৈরি করতে পারে।
জেটপ্যাকের ভাষা
অটোমেটিকের তথ্যমতে, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, চায়নিজ, কোরীয়সহ মোট ১২টি ভাষায় কাজ করে জেটপ্যাক এআই; অর্থাৎ একজন লেখক নিজের পরিচিত ভাষায় সহজেই যেকোনো ধরনের ব্লগ তৈরির পাশাপাশি পরবর্তী সময়ে বিভিন্ন ভাষায় অনুবাদও করতে পারবেন। জেটপ্যাক এআইয়ে থাকছে বানান ও গ্রামার ঠিক রাখার জন্য বিশেষ ফিচার।
জেটপ্যাক এআইয়ের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যাবে। ট্রায়াল ব্যবহারের পর এই ফিচার চালু রাখতে ব্যবহারকারীদের মাসে ব্যয় করতে হবে ১০ ডলার।
জেটপ্যাক এআই একটি পুরো লেখা বিশ্লেষণ করে ব্লগের জন্য উপযোগী শিরোনামে তৈরি করতে পারে। সঙ্গে লেখার ধরন অনুযায়ী ব্লগের বিষয়বস্তুর মূলভাবও পরিবর্তন করতে পারে।
সূত্র: গেজেটস নাউ
প্রযুক্তির এই যুগে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা বদলে দিচ্ছে আমাদের চিন্তার জগৎ। মুহূর্তেই সব কঠিন এবং জটিল কাজের সমাধান দিচ্ছে এআই। ওপেন এআইয়ের ‘চ্যাটজিপিটি’ ও ‘মিডজার্নি’, গুগলের ‘বার্ড’সহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে বিভিন্ন ধরনের এআই প্রযুক্তি। পিছিয়ে নেই ওয়ার্ডপ্রেসও। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা জেটপ্যাক এআই। মূলত ব্লগ লেখালেখিতে সহযোগী হিসেবে ওয়ার্ডপ্রেসের টেক্সট এডিটর প্যানেলে জেটপ্যাক এআই যুক্ত হচ্ছে। ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস প্রজেক্ট নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অটোমেটিক’ এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি তৈরি করেছে ওয়ার্ডপ্রেসের জন্য।
জেটপ্যাক এআই ‘জেনারেটিভ এআই প্রযুক্তি’ ব্যবহারের মাধ্যমে গ্রাহকের প্রম্পট বা ইনপুটের ওপর ভিত্তি করে নিবন্ধ, তালিকা বা টেবিল তৈরি করতে পারে। তথ্যভান্ডার থেকে হাস্যকর বা ব্যঙ্গাত্মক যেকোনো ধরনের ব্লগের মূলভাব ঠিক রেখে কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে দিতে সাহায্য করে জেটপ্যাক এআই।
ওয়ার্ডপ্রেসের তথ্য অনুসারে, নতুন এআই প্রযুক্তিটি যুক্ত করা যাবে ওয়ার্ডপ্রেস ডট কম ও জেটপ্যাকচালিত সব সাইটের সঙ্গে। কোনো পোস্ট বা পেজ তৈরি করার সময় চাইলে ‘এআই অ্যাসিস্ট্যান্ট’ বিষয়বস্তুর সঙ্গে যুক্ত করা যাবে। এবার নিজের ভাষায় প্রম্পট বা বিষয়বস্তু লিখলেই এআই সেই অনুসারে লেখা তৈরি করে দেবে। বিভিন্ন ধরনের লেখা তৈরির পাশাপাশি, জেটপ্যাক এআই ব্লগের মধ্যে কাঠামোগত তালিকা ও টেবিল তৈরি করতে পারে।
জেটপ্যাকের ভাষা
অটোমেটিকের তথ্যমতে, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, চায়নিজ, কোরীয়সহ মোট ১২টি ভাষায় কাজ করে জেটপ্যাক এআই; অর্থাৎ একজন লেখক নিজের পরিচিত ভাষায় সহজেই যেকোনো ধরনের ব্লগ তৈরির পাশাপাশি পরবর্তী সময়ে বিভিন্ন ভাষায় অনুবাদও করতে পারবেন। জেটপ্যাক এআইয়ে থাকছে বানান ও গ্রামার ঠিক রাখার জন্য বিশেষ ফিচার।
জেটপ্যাক এআইয়ের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যাবে। ট্রায়াল ব্যবহারের পর এই ফিচার চালু রাখতে ব্যবহারকারীদের মাসে ব্যয় করতে হবে ১০ ডলার।
জেটপ্যাক এআই একটি পুরো লেখা বিশ্লেষণ করে ব্লগের জন্য উপযোগী শিরোনামে তৈরি করতে পারে। সঙ্গে লেখার ধরন অনুযায়ী ব্লগের বিষয়বস্তুর মূলভাবও পরিবর্তন করতে পারে।
সূত্র: গেজেটস নাউ
একসময় ভিডিও কনটেন্টের ক্ষেত্রে ছিল ইউটিউবের রাজত্ব সীমাবদ্ধ। তবে মাত্র কয়েক সেকেন্ডের ছোট দৈর্ঘ্যের ভিডিও দিয়ে এ রাজত্বে ভাগ বসিয়েছে টিকটক। সারা বিশ্বে কয়েক শ মিলিয়ন ব্যবহারকারীর এ প্ল্যাটফর্ম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে ব্র্যান্ড, কনটেন্ট ক্রিয়েটর
৩ ঘণ্টা আগেসরকারি সেবার একক পোর্টাল মাইগভ-এ গত ১০ মাসে বিদেশগামী অথবা বিদেশে অবস্থানকারী শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন ব্যক্তির নানা ধরনের ১০ লাখ ই-অ্যাপোস্টিল সত্যায়ন হয়েছে। গতকাল বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রকল্প অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেআগামী মাস থেকে রাশিয়ার সব মোবাইল ফোন ও ট্যাবলেটে ‘ম্যাক্স’ নামের একটি রাষ্ট্র-সমর্থিত মেসেজিং অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করা থাকবে। ইন্টারনেট নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার।
১৯ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ এক্সএআই আবারও বিতর্কের মুখে পড়েছে। কারণ, ব্যবহারকারীদের অজান্তে কোম্পানিটির তৈরি গ্রোক চ্যাটবটের লাখ লাখ চ্যাট গুগলে ফাঁস হয়ে গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে ‘ফোর্বস’ জানায়, গ্রোক ব্যবহারকারীরা যখন ‘শেয়ার’ বোতামে ক্লিক করেন, তখন তাঁদের চ্যাটগুলো
২০ ঘণ্টা আগে