নাহিদ ইসলাম
ধরুন, আপনার একটা জ্যাকেট কিনতে হবে। ‘কম দামে ভালো জ্যাকেট’ লিখে ইউটিউবে খুঁজলেন। কয়েকটা ভিডিও দেখে জানতে পেলেন, কোন মার্কেটে গেলে আপনার বাজেটের মধ্যে সুন্দর জ্যাকেট পাওয়া যাবে। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে জেনে নিলেন, দোকান কবে ও কখন খোলা থাকবে, আর ঠিকানা ঠিক আছে কি না। এখন বাইক, রিকশা, বাস, সিএনজিচালিত অটোরিকশা অথবা খরচ বাঁচাতে হেঁটে—যেভাবেই যান না কেন, পথের দিশা দেবে গুগল ম্যাপস।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। ৫০ লাখের বেশি ওয়েবসাইট আর অ্যাপের মধ্যে কোনো জায়গার সন্ধান দেওয়ার জন্য গুগল ম্যাপস প্ল্যাটফর্মের নানান ফিচার ব্যবহৃত হয়।
এই প্রযুক্তিপণ্যের ব্যবহার আরও সহজ করতে গুগল তাদের ম্যাপসে ৬টি নতুন এআই ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে।
ভিজ্যুয়াল সার্চ
গুগল ম্যাপসের নতুন এই টুল দিয়ে ব্যবহারকারীদের শেয়ার করা ছবির ভিত্তিতে ফল দেখানো হবে। একজন ব্যবহারকারী যদি নির্দিষ্ট কোনো কিছু, যেমন স্ট্রিট আর্ট খোঁজ করেন, তাহলে কাছেপিঠে যেসব জায়গায় দেয়ালে চিত্রকর্ম আছে, সেসব জায়গার খোঁজ দেবে গুগল ম্যাপস। ব্যবহারকারীদের শেয়ার করা শতকোটি ছবি বিশ্লেষণ করে এই সক্ষমতা অর্জন করেছে এআই। ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড—উভয়ের জন্যই রিলিজ করার ঘোষণা দিয়েছে গুগল।
বিষয়ভিত্তিক সার্চ
এখন থেকে গুগল ম্যাপসে কিছু খোঁজ করলে, ফলাফল বিভিন্ন থিম অনুযায়ী ভাগ করে দেখানো হবে। এমন থিমেটিক তালিকায় বিভিন্ন ধরনের ফলাফল থাকবে একসঙ্গে। ফলে যখন আপনার আগ্রহের সঙ্গে মেলে এমন একটি তালিকা পাবেন, তখন প্রয়োজন ও প্রাসঙ্গিক বিষয় বা ফলাফলগুলো দেখতে পাবেন। কিংবা আপনি চাইলে এই ফলাফলগুলো পরে দেখার জন্য তালিকায় সেভ করে রাখতে পারবেন।
রাস্তার জন্য ইমারসিভ ভিউ
যেকোনো জায়গার ইন্টারঅ্যাকটিভ ভিউ তৈরি করতে গুগল কোটি কোটি রাস্তার দৃশ্যচিত্রকে একত্র করতে এআই ব্যবহার করছে। সাইকেল চালানো, হাঁটা ও গাড়ি চালানোর দিকনির্দেশনা জানতে চাওয়ার সময় ট্রাফিক সিমুলেশন এবং আবহাওয়ার প্রভাবের মতো তথ্যও জানা যাবে। এসবই সম্ভব হবে এতকাল গুগল স্ট্রিট ভিউ দিয়ে যে ভিজ্যুয়াল ডেটা সংগ্রহ করা হয়েছে, তার ভিত্তিতে।
ড্রাইভিং ও নেভিগেশন
নেভিগেশনের সময় শিগগির আরও বাস্তবসম্মত বিল্ডিং ও হাইওয়ে লেন দেখতে পাওয়া যাবে ম্যাপসে। মানচিত্র যত বেশি বাস্তব বিশ্বকে প্রতিফলিত করে, নির্দেশাবলি অনুসরণ করা তত সহজ হয়। আপনি রুটে এইচওভি লেনের পাশাপাশি আরও ২০টি দেশের গতিসীমাও দেখতে পাবেন।
ইভি চার্জারের তথ্য
আপনার যদি বৈদ্যুতিক গাড়ি থাকে, নতুন গুগল ম্যাপস আপডেট আপনাকে তার চার্জিং পয়েন্টের তথ্য দেবে। শুধু তা-ই নয়, গুগল আপনাকে জানাবে কোনো ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন আপনার গাড়ির উপযোগী কি না, সেই স্টেশন শেষ কখন ব্যবহার করা হয়েছিল এবং চার্জারটি কত সময়ের মধ্যে আপনার গাড়ির ব্যাটারি কত শতাংশ চার্জ করতে পারে।
গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি
গুগল সার্চ উইদ লাইভ ভিউকে গুগল লেন্স ইন ম্যাপস নামে রিব্র্যান্ডিং করেছে। এরই মধ্যে ৫৩টি নতুন শহরে ফিচারটি চালু হয়েছে। লেন্স আইকনে ট্যাপ করে আপনার মোবাইল ফোনের ক্যামেরা চারপাশের কোনো জিনিসের দিকে তাক করলে সে সম্পর্কে তথ্য দেবে গুগল ম্যাপস। ফলে কোনো শহরে গিয়ে নতুন কিছু চোখে পড়লে সে সম্পর্কে জানার জন্য আর ম্যাপস অ্যাপ থেকে বের হয়ে গুগল সার্চ করার প্রয়োজন হবে না।
ধরুন, আপনার একটা জ্যাকেট কিনতে হবে। ‘কম দামে ভালো জ্যাকেট’ লিখে ইউটিউবে খুঁজলেন। কয়েকটা ভিডিও দেখে জানতে পেলেন, কোন মার্কেটে গেলে আপনার বাজেটের মধ্যে সুন্দর জ্যাকেট পাওয়া যাবে। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে জেনে নিলেন, দোকান কবে ও কখন খোলা থাকবে, আর ঠিকানা ঠিক আছে কি না। এখন বাইক, রিকশা, বাস, সিএনজিচালিত অটোরিকশা অথবা খরচ বাঁচাতে হেঁটে—যেভাবেই যান না কেন, পথের দিশা দেবে গুগল ম্যাপস।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। ৫০ লাখের বেশি ওয়েবসাইট আর অ্যাপের মধ্যে কোনো জায়গার সন্ধান দেওয়ার জন্য গুগল ম্যাপস প্ল্যাটফর্মের নানান ফিচার ব্যবহৃত হয়।
এই প্রযুক্তিপণ্যের ব্যবহার আরও সহজ করতে গুগল তাদের ম্যাপসে ৬টি নতুন এআই ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে।
ভিজ্যুয়াল সার্চ
গুগল ম্যাপসের নতুন এই টুল দিয়ে ব্যবহারকারীদের শেয়ার করা ছবির ভিত্তিতে ফল দেখানো হবে। একজন ব্যবহারকারী যদি নির্দিষ্ট কোনো কিছু, যেমন স্ট্রিট আর্ট খোঁজ করেন, তাহলে কাছেপিঠে যেসব জায়গায় দেয়ালে চিত্রকর্ম আছে, সেসব জায়গার খোঁজ দেবে গুগল ম্যাপস। ব্যবহারকারীদের শেয়ার করা শতকোটি ছবি বিশ্লেষণ করে এই সক্ষমতা অর্জন করেছে এআই। ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড—উভয়ের জন্যই রিলিজ করার ঘোষণা দিয়েছে গুগল।
বিষয়ভিত্তিক সার্চ
এখন থেকে গুগল ম্যাপসে কিছু খোঁজ করলে, ফলাফল বিভিন্ন থিম অনুযায়ী ভাগ করে দেখানো হবে। এমন থিমেটিক তালিকায় বিভিন্ন ধরনের ফলাফল থাকবে একসঙ্গে। ফলে যখন আপনার আগ্রহের সঙ্গে মেলে এমন একটি তালিকা পাবেন, তখন প্রয়োজন ও প্রাসঙ্গিক বিষয় বা ফলাফলগুলো দেখতে পাবেন। কিংবা আপনি চাইলে এই ফলাফলগুলো পরে দেখার জন্য তালিকায় সেভ করে রাখতে পারবেন।
রাস্তার জন্য ইমারসিভ ভিউ
যেকোনো জায়গার ইন্টারঅ্যাকটিভ ভিউ তৈরি করতে গুগল কোটি কোটি রাস্তার দৃশ্যচিত্রকে একত্র করতে এআই ব্যবহার করছে। সাইকেল চালানো, হাঁটা ও গাড়ি চালানোর দিকনির্দেশনা জানতে চাওয়ার সময় ট্রাফিক সিমুলেশন এবং আবহাওয়ার প্রভাবের মতো তথ্যও জানা যাবে। এসবই সম্ভব হবে এতকাল গুগল স্ট্রিট ভিউ দিয়ে যে ভিজ্যুয়াল ডেটা সংগ্রহ করা হয়েছে, তার ভিত্তিতে।
ড্রাইভিং ও নেভিগেশন
নেভিগেশনের সময় শিগগির আরও বাস্তবসম্মত বিল্ডিং ও হাইওয়ে লেন দেখতে পাওয়া যাবে ম্যাপসে। মানচিত্র যত বেশি বাস্তব বিশ্বকে প্রতিফলিত করে, নির্দেশাবলি অনুসরণ করা তত সহজ হয়। আপনি রুটে এইচওভি লেনের পাশাপাশি আরও ২০টি দেশের গতিসীমাও দেখতে পাবেন।
ইভি চার্জারের তথ্য
আপনার যদি বৈদ্যুতিক গাড়ি থাকে, নতুন গুগল ম্যাপস আপডেট আপনাকে তার চার্জিং পয়েন্টের তথ্য দেবে। শুধু তা-ই নয়, গুগল আপনাকে জানাবে কোনো ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন আপনার গাড়ির উপযোগী কি না, সেই স্টেশন শেষ কখন ব্যবহার করা হয়েছিল এবং চার্জারটি কত সময়ের মধ্যে আপনার গাড়ির ব্যাটারি কত শতাংশ চার্জ করতে পারে।
গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি
গুগল সার্চ উইদ লাইভ ভিউকে গুগল লেন্স ইন ম্যাপস নামে রিব্র্যান্ডিং করেছে। এরই মধ্যে ৫৩টি নতুন শহরে ফিচারটি চালু হয়েছে। লেন্স আইকনে ট্যাপ করে আপনার মোবাইল ফোনের ক্যামেরা চারপাশের কোনো জিনিসের দিকে তাক করলে সে সম্পর্কে তথ্য দেবে গুগল ম্যাপস। ফলে কোনো শহরে গিয়ে নতুন কিছু চোখে পড়লে সে সম্পর্কে জানার জন্য আর ম্যাপস অ্যাপ থেকে বের হয়ে গুগল সার্চ করার প্রয়োজন হবে না।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৮ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৪ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৮ ঘণ্টা আগে