Ajker Patrika

প্রথম প্রজন্মের ক্রোমকাস্টে আর আপডেট দেবে না গুগল

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০১ জুন ২০২৩, ১৫: ৪৫
প্রথম প্রজন্মের ক্রোমকাস্টে আর আপডেট দেবে না গুগল

প্রথম প্রজন্মের ক্রোমক্রাস্টের সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। ডিভাইসটির মাধ্যমে তারহীনভাবে ফোন বা ট্যাবলেট থেকে ভিডিও টিভিতে দেখা যায়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে বাজারে আসে ক্রোমকাস্ট। এর দাম ছিল ৩৫ ডলার। ক্রোমকাস্টের প্রথম প্রজন্মের ডিভাইসে আর কোনো সফটওয়্যার আপডেট ও সিকিউরিটি আপডেট পাঠাবে না বলে জানিয়েছে গুগল। 

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ‘সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স’ (এসজিই) সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে টেক জায়ান্ট গুগল। নতুন এই সুবিধা চালু হওয়ায় ব্যবহারকারী কোনো তথ্য অনুসন্ধান করলে এআইয়ের মাধ্যমে সেগুলোর উত্তর দ্রুত দেখাবে গুগল। সার্চ ফলাফলের ওপরের দিকে থাকবে এগুলো। এতে করে বিভিন্ন ওয়েবসাইটে আলাদা করে প্রবেশ করতে হবে না ব্যবহারকারীদের।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এআই সমর্থিত গুগল সংস্করণে কোনো কিছু অনুসন্ধান করলে লিংকের পাশাপাশি সেগুলোর তথ্য ও স্ন্যাপশট দেখা যাবে। সার্চ বারের নিচে থাকবে স্ন্যাপশটগুলো। এগুলো মূলত বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা তথ্যের এআইয়ের মাধ্যমে তৈরি সারাংশ। গুগলের নতুন ল্যাঙ্গুয়েজ মডেল ‘পাম ২’ ব্যবহার করে উত্তর দেখাবে এই স্ন্যাপশটগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত